কুড়িগ্রাম-রমনা রেলপথ
কুড়িগ্রাম-রমনা রেলপথে কমিউটার ট্রেন চালু মঙ্গলবার
দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর কুড়িগ্রাম-রমনা রেলপথে মঙ্গলবার থেকে কমিউটার ট্রেন পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।
সারাদেশে করোনার মহামারির কারণে ২০২০ সালের মার্চ থেকে এই রুটে কমিউটার ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়। যার ফলে এই রুটে চলাচল করা যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের লালমানিরহাট ডিভিশনাল ট্রাফিক সুপারিটেনডেন্ট খালিদুন নেছা বলেন, ‘মানুষের দুর্ভোগ কমাতে মঙ্গলবার থেকে কুড়িগ্রাম-রমনা রুটে কমিউটার ট্রেন পুনরায় চালুর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ রেলওয়ে।’
আরও পড়ুন: দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে কিশোর নিহত
তিনি বলেন, ‘আমরা মঙ্গলবার থেকে এই রুটে ট্রেন পরিষেবা পুনরায় চালুর জন্য সব প্রস্তুতি নিয়েছি। তবে ট্রেন পরিষেবার কোনো সময়সূচী এখনও চূড়ান্ত হয়নি। রেলওয়ের বিভিন্ন বিভাগের সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’
এছাড়া ট্রেন চলাচল শুরু করার পর পর্যায়ক্রমে রেলপথ সংস্কার করা হবে বলেও জানান তিনি।
সারাদেশে বন্যা ও করোনা প্রাদুর্ভাবের কারণে ২০২০ সালের মার্চ থেকে এই রুটে কমিউটার ট্রেন পরিষেবা স্থগিত ছিল। সরকার যদিও বিভিন্ন রুটে ট্রেন পরিষেবা ফের চালু করেছে তবে এই রুটে তা স্থগিতই ছিল।
আরও পড়ুন: বুধবার থেকে সব আসনে যাত্রী নিয়ে চলবে ট্রেন: বাংলাদেশ রেলওয়ে
এই রুটে রেল সেবা চালুর দাবিতে জেলার বাসিন্দারা এ সময়ের মধ্যে বেশ কয়েক বার আন্দোলনও করেছেন। তবে রেলওয়ে কর্তৃপক্ষ জনবল, ইঞ্জিন ও লোকোমাস্টারের সংকটের কারণে এটি স্থগিত রাখে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, কমিউটার ট্রেনটি লালমনিরহাট থেকে বিকালে কাউনিয়া হয়ে কুড়িগ্রাম পৌঁছাবে।
এছাড়া পার্বতীপুর রেলওয়ে জংশন পর্যন্ত ট্রেন সার্ভিস সম্প্রসারণ এবং বৃহত্তর দিনাজপুর জেলা ও রাজশাহী বিভাগের সঙ্গে রেল যোগাযোগ উন্নয়নের দাবি জানান স্থানীয় জনগণ।
২ বছর আগে