ভারতীয় শিক্ষার্থী
ইউক্রেনে ভারতীয় শিক্ষার্থী জিম্মির খবর অস্বীকার নয়াদিল্লির
ইউক্রেনে আটকে পড়া ভারতীয় শিক্ষার্থীদের জিম্মি করা হয়েছে রাশিয়ার এমন দাবি উড়িয়ে দিয়েছে নয়াদিল্লি বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, ‘ইউক্রেনে কোনো শিক্ষার্থী জিম্মির খবর আমরা পাইনি। শিক্ষার্থীদের সঙ্গে আমাদের প্রতিনিয়ত যোগযোগ হচ্ছে।’
তিনি এক বিবৃতিতে বলেছেন, ‘খারকিভ এবং প্রতিবেশি এলাকায় অবস্থানরত শিক্ষার্থীদের দেশের পশ্চিমাঞ্চলে নিয়ে যাওয়ার জন্য আমরা ইউক্রেনীয় কর্তৃপক্ষের কাছে বিশেষ ট্রেনের ব্যবস্থা করার জন্য অনুরোধ জানিয়েছি।’
আনুমানিক আট হাজার ভারতীয় শিক্ষার্থী এখনও ইউক্রেন ত্যাগের অপেক্ষায় রয়েছে।
বুধবার একজন রাশিয়ান সামরিক মুখপাত্র গণমাধ্যমকে বলেছেন, ‘ইউক্রেনীয় কর্তৃপক্ষ জোরপূর্বক ভারতীয় শিক্ষার্থীদের একটি দলকে খারকিভে আটকে রেখেছে যারা ইউক্রেনীয় অঞ্চল ছেড়ে যেতে চায়।’
আরও পড়ুন: ইউক্রেনে বাংলাদেশি জাহাজে রকেট হামলা, নিহত এক নাবিক
এর আগে ইউক্রেনে ভারতীয় দূতাবাস তাদের সমস্ত নাগরিকদের খারকিভ শহর ছেড়ে যেতে বলেছিল, যেখানে একদিন আগে রাশিয়ান গোলাগুলিতে একজন ভারতীয় ছাত্র নিহত হয়েছে।
আগের দিন দিল্লিতে মস্কোর রাষ্ট্রদূত বলেছেন, তারা ২১ বছর বয়সী ভারতীয় মেডিকেল ছাত্র নবীন শেখরাপ্পা জ্ঞানগৌদারের মৃত্যুর তদন্ত করবে।
দিল্লিতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ডেনিস আলিপভ দিল্লিতে স্থানীয় মিডিয়াকে বলেছেন,তীব্র সংঘাতপূর্ণ এলাকায় ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়া সম্ভাব্য সবকিছুই করবে এবং এই দুর্ভাগ্যজনক ঘটনার যথাযথ তদন্ত হবে।’
এর আগে সোমবার যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে পড়া ভারতীয় নাগরিকদের উদ্ধারে ইউক্রেনের প্রতিবেশি দেশগুলোতে চারজন কেন্দ্রীয় মন্ত্রীকে পাঠানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে নয়াদিল্লি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে এক উচ্চ-পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
আরও পড়ুন: পুতিনকে ‘মূল্য’ দিতে হবে, হুঁশিয়ারি বাইডেনের
এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন যে বিভিন্ন দেশে তার বিশেষ দূত হিসাবে চার সিনিয়র মন্ত্রীর সফরটি সরিয়ে নেয়ার প্রচেষ্টাকে তরান্বিত করবে।
এরও আগে গত সপ্তাহে কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অবিলম্বে ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ইউক্রেন সংকট সমাধানে ভারতের হস্তক্ষেপ চাওয়ার কয়েক ঘণ্টা পর মোদি রুশ প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী অবিলম্বে সহিংসতা বন্ধ এবং কূটনৈতিক আলোচনা ও সংলাপের পথে ফিরে আসার জন্য সব পক্ষ থেকে সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন।
২ বছর আগে
ইউক্রেনে হামলায় এক ভারতীয় শিক্ষার্থী নিহত
যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে হামলায় এক ভারতীয় শিক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি এক টুইট বার্তায় লেখেন, ‘গভীর দুঃখের সঙ্গে আমরা নিশ্চিত করছি মঙ্গলবার সকালে (ইউক্রেনের) খারকিভে হামলায় এক ভারতীয় শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন।’
তিনি লেখেন, ‘মন্ত্রণালয় নিহত শিক্ষার্থীর পরিবারের সঙ্গে যোগাযোগ করছে। আমরা তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
এর আগে মঙ্গলবার ভারতীয় নাগরিকদের ‘যে কোনো উপায়ে’ অবিলম্বে ইউক্রেনের রাজধানী কিয়েভ ত্যাগের পরামর্শ দেয় দেশটি।
ইউক্রেনের ভারতীয় দূতাবাস এক টুইট বার্তায় জানায়, ‘শিক্ষার্থীসহ ভারতীয় নাগরিকদের আজ জরুরিভাবে কিয়েভ ত্যাগ করার পরামর্শ দেয়া হচ্ছে। বিশেষত ট্রেনে বা অন্য যে কোনো সম্ভাব্য উপায়ে।’
আরও পড়ুন: ৫৭১০ রুশ সেনা হত্যার দাবি ইউক্রেনের
সোমবার রাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার চারজন জ্যৈষ্ঠ মন্ত্রীকে ইউক্রেনের প্রতিবেশী দেশগুলোতে যাওয়ার নির্দেশ দিয়েছেন। শুধু ভারতীয়দের নয়, সেই দেশে আটকা পড়া বিদেশি নাগরিকদেরও সরিয়ে নিতে সহায়তা করার ব্যাপারে মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন নরেন্দ্র মোদি।
সোমবার রাতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি গণমাধ্যমকে বলেছেন, উদ্ধার প্রচেষ্টা চলছে। স্থলভাগে পরিস্থিতি জটিল হতে চলছে, যা বেশ উদ্বেগজনক। কিন্তু আমরা আমাদের উদ্ধার প্রচেষ্টা ত্বরান্বিত করতে সক্ষম হয়েছি।
তিনি বলেন, এখন পর্যন্ত প্রায় আট হাজার ভারতীয় নাগরিক ইউক্রেন ছেড়েছেন।
এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন যে বিভিন্ন দেশে তার বিশেষ দূত হিসেবে চার জ্যৈষ্ঠ মন্ত্রীর সফর উদ্ধার প্রচেষ্টাকে তরান্বিত করবে।’
এর আগে গত সপ্তাহে কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অবিলম্বে ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছিলেন নরেন্দ্র মোদি।
আরও পড়ুন: অবিলম্বে নাগরিকদের কিয়েভ ত্যাগের নির্দেশ ভারতের
ইউক্রেন সংকট সমাধানে ভারতের হস্তক্ষেপ চাওয়ার কয়েক ঘণ্টা পর মোদি রুশ প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী অবিলম্বে সহিংসতা বন্ধ এবং কূটনৈতিক আলোচনা ও সংলাপের পথে ফিরে আসার জন্য সব পক্ষ থেকে সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন।
বর্তমানে ইউক্রেনে প্রায় ১৫ হাজার ভারতীয় নাগরিক রয়েছেন বলে জানা গেছে।
২ বছর আগে