জিটি নিও
মিডিয়া সেশনে জিটি ২ প্রো এবং ১৫০ ওয়াট দ্রুত চার্জিংয়ের জিটি নিও ৩ প্রদর্শন করলো রিয়েলমি
দেশের তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি তাদের দুটি প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোন - রিয়েলমি জিটি ২ প্রো উন্মোচন করে এবং গণউৎপাদিত স্মার্টফোনের মধ্যে সবচেয়ে দ্রুত চার্জিং ১৫০ ওয়াটের জিটি নিও ৩ এর চার্জিং প্রযুক্তি প্রদর্শন করেছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডাব্লিউসি) এই দুইটি স্মার্টফোনের দুর্দান্ত অভিজ্ঞতা তুলে ধরার জন্য একটি মিডিয়া সেশনের আয়োজন করে রিয়েলমি।
মিডিয়া সেশন চলাকালীন, সম্মানিত সাংবাদিকদের রিয়েলমি জিটি নিও ৩ এবং সবচেয়ে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোন রিয়েলমি জিটি ২ প্রো -এর লিপ-ফরওয়ার্ড পারফরম্যান্সের অভিজ্ঞতা নেয়ার সুযোগ দেয়া হয়। ইতোমধ্যে গণউৎপাদন শুরু হয়ে যাওয়া এই স্মার্টফোনটিতে আছে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ১৫০ ওয়াট চার্জিং।
গণউৎপাদন শুরু হয়ে যাওয়া বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ১৫০ ওয়াট চার্জিং ক্ষমতাসম্পন্ন রিয়েলমি জিটি নিও ৩ স্মার্টফোনটিতে ০-৫০ শতাংশ চার্জ দেয়া যাবে মাত্র ৫ মিনিটে। এই আল্ট্রা ডার্ট চার্জিং আর্কিটেকচার (ইউডিসিএ) আপনার স্মার্টফোনের ব্যাটারিকে আরও সুরক্ষিত রাখে এবং ব্যাটারি লাইফ পারফর্মেন্স বৃদ্ধি করে, পাশাপাশি আপনার স্মার্টফোন থাকবে নিরাপদ।
আরও পড়ুন: রিয়েলমি ৯ আই: ৩৩ ওয়াট ডার্ট চার্জিং এবং স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসরের সেরা পারফর্মার
২ বছর আগে