বাংলাদেশ-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজ
বাংলাদেশ-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজের টিকিট বিক্রি শুরু বুধবার
বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের টিকিট বিক্রি বুধবার থেকে শুরু করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ধারণ ক্ষমতার শতভাগ টিকিট বিক্রি করা হবে বলে জানিয়েছেন বিসিবির গণমাধ্যম বিভাগের চেয়ারম্যান তানভীর আহমেদ।
টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি ৩ মার্চ এবং দ্বিতীয় ম্যাচটি হবে ৫ মার্চ। দুটি ম্যাচই হবে ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
আরও পড়ুন: তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ৭ উইকেটে হারাল আফগানিস্তান
এর আগে চট্টগ্রামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে এগিয়ে থেকে শেষ করে টাইগাররা। তবে ওয়ানডে সিরিজ দেখতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ধারণক্ষমতার অর্ধেক দর্শককে অনুমতি দেয়া হয়।
টি-টোয়েন্টি সিরিজের টিকিট মূল্য সর্বনিম্ন ১০০ টাকা ও সর্বোচ্চ এক হাজার টাকা।
মিরপুর ১০-এর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে পাওয়া যাবে টিকিট। এছাড়া ম্যাচের দিন শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গেটের পাশে মূল ভেন্যুর কাছেও টিকেট পাওয়া যাবে।
আরও পড়ুন: তৃতীয় ম্যাচেও আধিপত্য ধরে রাখতে চায় টাইগাররা
২ বছর আগে