অপেরা শিল্পী
পুতিনকে সমর্থন করায় মিউনিখ ফিলহারমোনিক থেকে গারগিয়েভকে অব্যাহতি
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি সমর্থন এবং ইউক্রেনে আক্রমণ প্রত্যাখ্যান না করায় অপেরা শিল্পী ভ্যালেরি গারগিয়েভকে মিউনিখ ফিলহারমোনিকের প্রধান কন্ডাক্টরের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। জার্মান শহরের মেয়র ডিটার রেইটার মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।
৬৮ বছর বয়সী রাশিয়ান কন্ডাক্টরকে ইউক্রেনে রাশিয়ান আক্রমণের বিরোধিতার আলটিমেটাম দেয়া হলেও তিনি সাড়া না দেয়ায় মিউনিখের মেয়র এই সিদ্ধান্ত ঘোষণা করেন।
রেইটার বলেন, আমি আশা করেছিলাম যে তিনি রাশিয়ান নেতা সম্পর্কে তার ইতিবাচক মূল্যায়ন পুনর্বিবেচনা করবেন। যেহেতু সেটা হয় নি তাই একমাত্র বিকল্প হল অব্যাহতি দেয়া।
আরও পড়ুন: ৫৭১০ রুশ সেনা হত্যার দাবি ইউক্রেনের
গারগিয়েভ ২০১৫-১৬ মৌসুম থেকে মিউনিখের প্রধান কন্ডাক্টর ছিলেন।
পুতিনের বন্ধু ও সমর্থক গারগিয়েভ রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে মেরিনস্কি থিয়েটার এবং এর হোয়াইট নাইটস ফেস্টিভ্যালের সঙ্গীত পরিচালক। তিনি ইতোমধ্যেই এডিনবার্গ ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল এবং ভিয়েনা ফিলহারমোনিকের পাঁচ-কনসার্ট মার্কিন সফর থেকে বাদ পড়েছেন।
আরও পড়ুন: ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ রুশ বাহিনীর নিয়ন্ত্রণে
২ বছর আগে