আবদুল আউয়াল মিন্টু
বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টু হাসপাতালে ভর্তি
বিএনপির ভাইস প্রেসিডেন্ট ও শীর্ষ ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টুকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২০ এপ্রিল )হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়ার পর বাড়িতে ফেরেন তিনি। তারপর ঘুমাতে গিয়ে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। এক পর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন বলে জানা গেছে। এই পরিস্থিতিতে তাকে হাসপাতালে নেওয়া হয়।
আরও পড়ুন: ইলিয়াসসহ অন্যদের নিখোঁজের পেছনে রাষ্ট্রের হাত রয়েছে: রিজভী
মিন্টুর বড় ছেলে বিএনপি নেতা তাবিথ আউয়াল বলেন, মিন্টু হৃদরোগে আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা।
অসুস্থ আবদুল আউয়াল মিন্টুকে দেখতে আজ দুপুর আড়াইটায় হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।
৭৪ বছর বয়সী আবদুল আউয়াল মিন্টু মাল্টিমোড গ্রুপের প্রতিষ্ঠাতা। তিনি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
আরও পড়ুন: আওয়ামী লীগ সরকার বিএনপিকে ভয় পায়: রিজভী
৭ মাস আগে
‘ভোট ডাকাতি এখন দেশ ডাকাতিতে পরিণত হয়েছে’
বিএনপির ভাইস প্রেসিডেন্ট আবদুল আউয়াল মিন্টু অভিযোগ করে বলেছেন, আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে ততদিন দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না। তাদের ভোট ডাকাতি এখন দেশ ডাকাতিতে পরিণত হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ জানিয়ে বুধবার সকাল দশটায় বরিশাল শহরের অশ্বিনী কুমার হল চত্বরে উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব অভিযোগ করেন মিন্টু।তিনি সরকারের সমালোচনা করে বলেন, আওয়ামী লীগের এমপি-মন্ত্রীরা চুরি করতে করতে আজ দেশের সব দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি।
আরও পড়ুন: আ.লীগ সরকার দলীয় সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়েছে: এবিএম মোশাররফ হোসেন
সাধারণ মানুষ নির্যাতনের শিকার বলেও দাবি করেন এই বিএনপি নেতা। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের সকল অভ্যন্তরীণ ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সরকার বিরোধী আন্দোলনে তারেক রহমানের ডাকে একাট্টা হওয়ার আহ্বান জানান।
বিক্ষোভ সমাবেশে অংশ নিতে এদিন সকালে জেলার দশ উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেয়।
দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মুজিবুর রহমান নান্টুর সভাপতিত্বে এতে যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নীরবসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।
আরও পড়ুন: নতুন সিইসি কট্টর আ’লীগ সমর্থক: বিএনপি
আ.লীগের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না: ফখরুল
২ বছর আগে