গুলি করে আত্মহত্যা
নিজ অস্ত্র বুকে ঠেকিয়ে বিজিবি সদস্যের আত্মহত্যা
নওগাঁর সাপাহার সীমান্তে দায়িত্বরত এক বিজিবি সদস্য নিজের কাছে থাকার রাইফেল বুকে ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার ভোরে সীমান্ত এলাকার সুন্দরইল বিজিবি ক্যাম্পে এই ঘটনা ঘটে।
নিহত তানভীর (২৬) নড়াইল জেলার শেখ আরজুনুর এর ছেলে ওই ক্যাম্পে সিপাহী পদে ছিলেন।
নওগাঁর সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল আমিন জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। আমরা তার লাশ ময়নাতদন্ত করার জন্য বিজিবির কাছে হস্তান্তর করেছি।
আরও পড়ুন: বুকে গুলি করে আত্মহত্যার চেষ্টা পুলিশ সদস্যের!
সাপাহার থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার জানান, তানভীর নামের ওই বিজিবি সদস্য তার কাছে থাকা রাইফেল দিয়ে গুলি করে নিজে আত্মহত্যা করেছে। এ ব্যাপারে সাপাহার থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। পরে পুলিশের পক্ষ থেকে সুরতহার রিপোর্ট তৈরি করে লাশ ময়নাতদন্ত করার জন্য বিজিবির তত্ত্বাবধানে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন: চাঁদপুরে কীটনাশক খেয়ে প্রেমিক যুগলের আত্মহত্যা!
নওগাঁ ১৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান জানান, পারিবারিকভাবে কোন ক্ষোভ থেকে এমন ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে।
২ বছর আগে