শাহজালাল ইউনিভার্সিটি ফটোগ্রাফারস অ্যাসোসিয়েশন (সুপা)
শাবিপ্রবিতে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী শুরু
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) তিন দিনব্যাপী আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদালয়ের একাডেমিক ভবন-ডি’র গ্রাউন্ডে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. ফারজানা সিদ্দিকা, ম্যাপস ফটো এজেন্সির পরিচালক হাসান চন্দন ও সংগঠনের সভাপতি রাদিয়া ইসলাম কেক কেটে এই প্রদর্শনীর উদ্বোধন করেন।
বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফি বিষয়ক সংগঠন শাহজালাল ইউনিভার্সিটি ফটোগ্রাফারস অ্যাসোসিয়েশন (সুপা) ষষ্ঠবারের মতো এ প্রদর্শনীর আয়োজন করেছে।
আরও পড়ুন: আন্তর্জাতিক রাসায়নিক গবেষণা প্রতিযোগিতায় তৃতীয় শাবিপ্রবির রিফাত
এবারের প্রদর্শনীর প্রতিটি ছবিতে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার চেষ্টা করাকে ফুটিয়ে তোলা হয়েছে। প্রদর্শনীটি মোট দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে।
বৃহস্পতিবার থেকে আগামী ৫ মার্চ (শনিবার) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলমান প্রথম পর্ব শেষ হবে। এরপর দ্বিতীয় পর্ব ১১ ও ১২ মার্চ ঢাকায় আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক মশিউর রহমান শৈশব বলেন, এবারের প্রদর্শনীতে 'রিলায়েন্স' থিমের মাধ্যমে প্রতিকূলতা কাটিয়ে উঠার শক্তি, জীবনে কঠিন সময় পার করে নতুন আশা ও নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার চেষ্টা প্রতিটি ছবির মাধ্যেম ফুটিয়ে তোলা হয়েছে।
আরও পড়ুন: ইউজিসির পোস্ট ডক্টরাল ফেলোশিপ পেলেন শাবিপ্রবি অধ্যাপক ফারুক মিয়া
আয়োজক সংগঠন সূত্র জানায়, ‘ইনকুইস্ট ইনসাইট-৬’ শিরোনামে বাংলাদেশসহ বিশ্বের ৩০টির অধিক দেশ থেকে আড়াই হাজারের বেশি ছবি এই প্রদর্শনীতে পাঠানো হয়েছে। এর মধ্য থেকে ভারত, পাকিস্তান, স্পেন, ইতালিসহ বিভিন্ন দেশ থেকে প্রায় ৫০০ শতাশিক ছবি পাঠানো হয়।
এরপরসবগুলো ছবি থেকে ৭৫টি ছবি বাছাই করা হয়। এর মধ্যে একক ক্যাটাগরিতে ৩০টি, মোবাইল ক্যাটাগরিতে ১১টি ও বাকি ছবি দিয়ে তৈরি করা তিনটি ফটো স্টোরি প্রদর্শনীতে স্থান পায়।
২ বছর আগে