হৃদপিণ্ড
‘মেকানিক্যাল হার্ট ইমপ্লান্টের সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা’
সম্প্রতি ইউনাইটেড হসপিটাল লিমিটেড এ ৪২ বছর বয়স্ক এক নারীর হৃদপিণ্ডে সফল মেকানিক্যাল হার্ট ইমপ্লান্ট এর মধ্য দিয়ে দেশের স্বাস্থ্যসেবার ওপর আস্থা সৃষ্টি হচ্ছে নতুনভাবে।
রবিবার (২৭ মার্চ) ‘মেকানিক্যাল হার্ট ইমপ্লান্টের সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা’ নামক এক অনুষ্ঠানে এ সর্ম্পকে রোগী ও তাদের আপনজনেরা বক্তব্য রাখেন।
ইউনাইটেড হসপিটালের প্রধান কার্ডিয়াক সার্জন ও কার্ডিয়াক সেন্টারের পরিচালক ডা. জাহাঙ্গীর কবির এবং তার দক্ষ সহকর্মীরা সফলভাবে ৪২ বছর বয়স্ক এক নারীর হৃদপিণ্ডে গত ২ মার্চ, ২০২২ ইউনাইটেড হসপিটালে একটি মেকানিক্যাল হার্ট বা এল্ভ্যাড স্থাপন করেন।
আরও পড়ুন: বাংলাদেশে প্রথমবারের মতো মেকানিক্যাল হার্ট ইমপ্ল্যান্ট সম্পন্ন
প্রেস কনফারেন্সে রোগী ও তার পরিবারের সদস্যরা অস্ত্রোপচারের বিষয়ে অভিজ্ঞতা শেয়ার করেন ।
এসময় সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য তারা ডা. জাহাঙ্গীর কবির এবং তার দক্ষ দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সঙ্গে তারা ইউনাইটেড হাসপাতালের অত্যাধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ আইসিইউ থেকে অস্ত্রোপচার-পরবর্তী পরিচর্যা নিয়েও সন্তুষ্টির কথা জানান।
অনুষ্ঠানে ডা. জাহাঙ্গীর কবির ও তার দক্ষ সহকর্মীদের কৃতিত্বের জন্য সম্মাননা দেয়া হয়। বাংলাদেশের নেতৃস্থানীয় হার্ট সার্জনদের এই দলটি ইউনাইটেড হাসপাতালের সূচনা থেকে দেড় হাজার জনেরও বেশি মানুষের হৃদযন্ত্রের সফল অস্ত্রোপচার করেছেন।
আরও পড়ুন: ইউনাইটেড হাসপাতালে বিশ্ব কিডনি দিবস পালিত
২ বছর আগে
বাংলাদেশে প্রথমবারের মতো মেকানিক্যাল হার্ট ইমপ্ল্যান্ট সম্পন্ন
বাংলাদেশে প্রথমবারের মতো মেকানিক্যাল হার্ট ইমপ্ল্যান্ট বা যান্ত্রিকভাবে হৃদপিণ্ডের কাজ প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন হয়েছে।
ইউনাইটেড হসপিটালের প্রধান কার্ডিয়াক সার্জন ও কার্ডিয়াক সেন্টারের পরিচালক ডা. জাহাঙ্গীর কবির গতকাল বুধবার ইউনাইটেড হসপিটালে ৪২ বছর বয়স্ক এক নারীর হৃদপিণ্ডে মেকানিক্যাল হার্ট স্থাপন করেন। যিনি দীর্ঘদিন শেষ পর্যায়ের বা তীব্র হার্ট ফেইলিওর নামক হৃদপিণ্ডের নানা জটিলতায় ভুগছিলেন ।
চিকিৎসা বিজ্ঞানের বর্তমান উৎকর্ষতায় উন্নত বিশ্বে এর একমাত্র চিকিৎসা আরেকটি সুস্থ হার্ট দিয়ে প্রায় অকার্যকর হার্টটি প্রতিস্থাপন। তবে যদি সুস্থ হার্ট না পাওয়া যায় কিংবা পেতে দেরী হচ্ছে এবং হার্টের অবস্থা যদি দ্রুত অবনতি ঘটতে থাকে তবে মেকানিক্যাল হার্ট ইমপ্ল্যান্ট স্থাপন করা হয়। এতে রোগীর হার্ট কিছুটা বিশ্রাম পায় এবং সমস্ত শরীরের রক্ত চলাচল অনেকটা স্বাভাবিক হয়ে আসে । ফলে শরীরে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেমন কিডনি, লিভার ইত্যাদি সেরে ওঠার সুযোগ পায়। তীব্র হার্ট ফেইলিওরে আক্রান্ত কিছু রোগী হার্ট ট্রান্সপ্লান্ট এর উপযুক্ত না হলে তাদের জন্য একমাত্র বিকল্প এল্ভ্যাড, যা স্থাপনের মাধ্যমে বাকি জীবন সুস্থভাবে অতিবাহিত করতে পারেন।
আরও পড়ুন: কান পেতে রই: দেশের প্রথম মানসিক সহায়তা হেলপলাইন
ডা. জাহাঙ্গীর কবির ও তার দক্ষ সহকর্মীরা প্রায় ৪ ঘণ্টা সময় ধরে সফল অস্ত্রপচারের মাধ্যমে হার্টমেট-৩ নামের একটি মেকানিক্যাল হার্ট রোগীর হৃদপিণ্ডের বাম নিলয়ে স্থাপন করেন এবং তার পুরো হৃদপিণ্ডের কার্যকারিতা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনেন। আশা করা যাচ্ছে এর মাধ্যমে রোগীর মৃত্যুঝুঁকি অনেক কমে আসবে এবং হার্ট ফেইলিওরের লক্ষণ সমূহের উন্নতি ঘটবে।
বাংলাদেশে হার্ট সার্জারীর প্রথম সারির এ চিকিৎসক দল ইউনাইটেড হসপিটালের শুরু থেকেই ১৫ হাজারেরও বেশি মানুষের হার্টের সফল সার্জারী করেছেন ।
বর্তমানে সারা বিশ্বে দশ মিলিয়ন এরও বেশি মানুষ ‘হার্ট ফেইলিওর’ রোগে আক্রান্ত । এশিয়ায় এ রোগের প্রাদুর্ভাব এক দশমিক ২৬ শতাংশ থেকে ৬দশমিক সাত শতাংশ ।
আরও পড়ুন: শীতকালে কেনো বেশি ঘুম পায়?
২ বছর আগে