বৌদ্ধধর্ম
সমৃদ্ধির জন্য সবার ঐক্যবদ্ধ হওয়া আবশ্যক: বিএনপি
স্বার্থান্বেষী মহল কখনও কখনও ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টির চেষ্টা করে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে এবং এর সমৃদ্ধি নিশ্চিত করতে সব বাংলাদেশিদের ঐক্যবদ্ধ হওয়া আবশ্যক।
তিনি বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা প্রায় শূন্য। এটাই বাস্তবতা। কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল আছে যারা মাঝে মাঝে ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টির চেষ্টা করে।
বৃহস্পতিবার বাসাবোতে বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শুদ্ধানন্দ মহাথেরোর শেষকৃত্য অনুষ্ঠানে এমন মন্তব্য করেন বিএনপি নেতা।
আরও পড়ুন: সরকার বিএনপির বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দিয়েছে: রিজভী
তিনি বলেন, সবার ভিন্ন ধর্ম ও ভিন্ন চিন্তা থাকতে পারে। এটাই জিয়াউর রহমানের দর্শন।
মির্জা ফখরুল বলেন, আমরা সব সময় ঐক্যের রাজনীতি করি। বাংলাদেশকে যদি সমৃদ্ধ ও এগিয়ে নিতে হয়, তাহলে সকল বাংলাদেশিদের মধ্যে দৃঢ় ঐক্য থাকতে হবে।
বৌদ্ধধর্ম শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের সর্বত্র একটি বড় প্রভাব সৃষ্টি করেছে বলে মন্তব্য করেন বিএনপির নেতা।
এর আগে, ফখরুলের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল শুদ্ধানন্দ মহাথেরোর প্রতি শ্রদ্ধা জানাতে ও তার শেষকৃত্যে যোগ দিতে বাসাবোর বৌদ্ধ বিহারে যান।
উল্লেখ্য,২০২০ সালের ৩রা মার্চ, ৮৭ বছর বয়সে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুদ্ধানন্দ মহাথেরোর মৃত্যু হয়।
আরও পড়ুন: ‘ভোট ডাকাতি এখন দেশ ডাকাতিতে পরিণত হয়েছে’
২ বছর আগে