দক্ষিণ আফ্রিকা সফর
দক্ষিণ আফ্রিকা সফরের জন্য বাংলাদেশের দল ঘোষণা
দক্ষিণ আফ্রিকার সঙ্গে তিন ম্যাচ ওয়ানডে ও দুই ম্যাচ টেস্ট খেলতে দেশটিতে সফরে যাবে বাংলাদেশ দল। এ সফরের জন্য বৃহস্পতিবার ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রথমবারের মতো ওয়ানডে দলে সৈয়দ খালেদ আহমেদকে রেখেছে বিসিবি।
সাকিব আল হাসান ও তামিম ইকবাল দুজনকেই টেস্ট দলে রাখা হয়েছে। পাঁচ ম্যাচ না খেলার পর তামিম ক্রিকেটের দীর্ঘ সংস্করণে ফিরতে চলেছেন।
আরও পড়ুন: আফগানিস্তানের বিপক্ষে ৬১ রানের জয় পেল বাংলাদেশ
এদিকে মোহাম্মদ নাঈম ও ফজলে রাব্বি দল থেকে বাদ পড়েছেন। ক্রাইস্টচার্চ টেস্টে নাঈমের অভিষেক হয় এবং বাঁহাতি ব্যাটার ফজলে রাব্বি নিউজিল্যান্ড সফরে সাকিব না খেলায় দলে ডাক পেয়েছিলেন।
ডানহাতি পেসার শহিদুল ইসলামও টেস্ট দলে ডাক পেয়েছেন।
ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ১৮ মার্চ, দ্বিতীয় ম্যাচ ২০ মার্চ ও তৃতীয় ম্যাচ ২৩ মার্চ। প্রথম ও তৃতীয় ম্যাচ হবে সেঞ্চুরিয়নে সুপারস্পোর্ট পার্কে এবং দ্বিতীয় ম্যাচটি হবে জোহানেসবার্গে।
আরও পড়ুন: লিটন-মুশফিক জুটিতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের
এছাড়া টেস্ট সিরিজের প্রথম ম্যাচ ৩১ মার্চ এবং দ্বিতীয় ম্যাচ হবে ৮ এপ্রিল। প্রথম ম্যাচ হবে ডারবানে এবং দ্বিতীয় ম্যাচ হবে পোর্ট এলিজাবেথে।
ওয়ানডে দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, নাসুম আহমেদ, মো. ইয়াসির আলী, মাহমুদুল হাসান জয় ও সৈয়দ খালেদ আহমেদ।
টেস্ট দল: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, আবু জায়েদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, খালেদ আহমেদ, সাদমান ইসলাম ও নুরুল হাসান সোহান।
আরও পড়ুন: আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর
২ বছর আগে