কালিয়াকৈর
গাজীপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্র দায়িত্বরত শিক্ষককে কারাদণ্ড
গাজীপুরের কালিয়াকৈরে এসএসসি পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরত শিক্ষক সৈকত হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে জাতির পিতা বঙ্গবন্ধু স্কুল অ্যান্ড কলেজ এসএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলাকালীন ফোন দিয়ে প্রশ্নপত্রের ছবি তোলায় এ কারাদণ্ড ও জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
আরও পড়ুন: গ্রাহকের টাকা আত্মসাত: ব্যাংক কর্মকর্তার কারাদণ্ড
উপজেলা প্রশাসন সূত্র জানায়, মঙ্গলবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ইংরেজি পরীক্ষা চলাকালে সৈকত হোসেন ডিউটি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তিনি তার মোবাইল ফোন দিয়ে প্রশ্নপত্রের ছবি তোলার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি তার ফোনটি জব্দ করেন।
পরে তার ফোনের ভেতরে প্রশ্নপত্রের উত্তর দেখতে পান। ঘটনাস্থলে ওই শিক্ষককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন।
আরও পড়ুন: মানবতাবিরোধী অপরাধ: শেরপুরের ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড
এ সময় ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন- পুলিশ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।
উপজেলা মাধ্যমিক কর্মকর্তা জাকির হোসেন মোল্লা জানান, তার ফোনে ছবি ও উত্তরপত্র পাওয়া যায়। এর দায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আরও পড়ুন: নাটোরে কলেজ ছাত্রীকে ধর্ষণের দায়ে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড
১০ মাস আগে
গাজীপুরের কালিয়াকৈরে ভোটকেন্দ্রে আগুন
গাজীপুরের কালিয়াকৈরের বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই স্কুলের অফিস কক্ষের আসবাবপত্র পুড়ে গেছে।
শুক্রবার (৫ জানুয়ারি) রাতে বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে অগ্নিসংযোগ করা হয়।
রবিবারের (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্কুলটি ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করার কথা রয়েছে।
আরও পড়ুন: রামুর বৌদ্ধ বিহারে আগুন
জানা গেছে, রাতে স্কুলের অফিস কক্ষের তালা ভেঙে ভেতরে ঢুকে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে অফিস কক্ষের আসবাবপত্র পুড়ে যায়। খবর পেয়ে এলাকাবাসী ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। ফায়ার সার্ভিস ও আইশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী জানান, এই ঘটনায় ওই স্কুলের অফিস কক্ষের মালামাল পুড়ে যায়।
আরও পড়ুন: হবিগঞ্জ-৪ আসনে ভোটকেন্দ্রে আগুন
১১ মাস আগে
গাজীপুরে কারখানার আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরের কালিয়াকৈরে মঙ্গলবার রাতে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস কন্ট্রোলরুমের দায়িত্বরত কর্মকর্তা রাকিবুল হাসান জানান, মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকার সাফওয়ান ফয়েল অ্যান্ড কোয়ালিটি টেক্স নামের কারখানায় আগুন লাগে।
তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কালিয়াকৈর, সাভার ইপিজেডসহ আশপাশের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি বলে জানান তিনি।
আরও পড়ুন: সাভারে পার্ক করা বাসে আগুন
নাটোরে পণ্যবাহী নছিমন আগুন দিয়েছে দুর্বৃত্তরা
১ বছর আগে
গাজীপুরে স্পিনিং মিলের আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় একটি স্পিনিং মিলে আগুন লেগে ব্যাপক ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় দুই ঘন্টায় প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইফুল ইসলাম জানান, বুধবার দুপুরে কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় জমজম স্পিনিং মিলে আগুন লাগে।
আরও পড়ুন: রাজধানীর চকবাজারে সিরামিকের গুদামের আগুন নিয়ন্ত্রণে
খবর পেয়ে কালিয়াকৈর, সাভার ইপিজেডসহ আশপাশের ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।
তিনি আরও বলেন, প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের স্পিনিং মিলের তুলাসহ বেশ কিছু মালামাল পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এছাড়া আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: বঙ্গবাজারের বিপরীতে বরিশাল প্লাজা মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
বঙ্গবাজারের আগুন ৭৫ ঘণ্টা পর নিভল
১ বছর আগে
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ২ ভাইয়ের মৃত্যু
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলকে চাপা দিলে মঙ্গলবার বিকালে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়।
মৃতদের পরিচয়- কালিয়াকৈর উপজেলার হরিণহাটি গ্রামের আল আমিন (৩২) ও তার ছোট ভাই অনিক হোসেন (২৮)।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, প্রায় ছয় মাস আগে সিঙ্গাপুর থেকে ফিরে মোটরসাইকেলটি কিনেছিলেন বড় ভাই আমিন।
বিকালে চন্দ্রা এলাকায় কালিয়াকৈর-নবীনগর সড়কে ইউটার্ন নেয়ার সময় কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় গীতিকবি ও সাংবাদিক বিশালের মৃত্যু
এতে ঘটনাস্থলেই আমিন মারা যান এবং গুরুতর আহত অবস্থায় অনিককে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তারও মৃত্যু হয়।
কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে যেতে সক্ষম হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি আতিকুর রহমান।
আরও পড়ুন: সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১৫
কাঞ্চনজঙ্ঘা দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
২ বছর আগে
অনলাইনে প্রাথমিকের শিক্ষকদের বদলির কার্যক্রম শুরু
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বহুল প্রতীক্ষিত অনলাইনে বদলির (পাইলটিং) কার্যক্রম বুধবার থেকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় শুরু হয়েছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মহিবুর রহমান, অধিদপ্তরের পরিচালক বদিয়ার রহমান, গাজীপুর জেলা প্রশাসক আনিছুর রহমান প্রমুখ।
এ উপলক্ষে কালিয়াকৈর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি আ.ক.ম মোজাম্মেল হক বলেন, অনলাইনে এ বদলির কার্যক্রম শিক্ষকদের শান্তি ও স্বস্তি দেবে, তারা একাগ্রচিত্তে শ্রেণিকক্ষে পাঠদানে মনোনিবেশ করতে পারবে। তিনি আক্ষেপ করে বলেন, বর্তমান সরকার প্রাথমিক শিক্ষার উন্নয়নে সর্বোচ্চ প্রয়াস নেয়ার পরও শিশুরা প্রাথমিক বিদ্যালয় ছেড়ে কেজি স্কুলে ভর্তি হচ্ছে; যা অত্যন্ত দুঃখজনক। তিনি এ অবস্থার পরিবর্তনে প্রাথমিক শিক্ষার মান বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন: ৪৭১ শিক্ষক নিয়োগের সুপারিশ
বিশেষ অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষকদের হাতে আগামীর বাংলাদেশ, এ বাংলাদেশ যাতে মেধা ও জ্ঞান নির্ভর হয়ে গড়ে ওঠে সে জন্য সবাইকে সচেষ্ট হতে হবে। তিনি বলেন, চলমান ৪৫ হাজার সহকারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করে আরও ৩০ হাজার শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করবে মন্ত্রণালয়।
সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান তাঁর বক্তব্যে, অনলাইন বদলি কার্যক্রম শিক্ষকদের দিয়ে শুরু হলেও পরবর্তীতে অধিদপ্তরের অন্যান্য পর্যায়ের কর্মকর্তারাও এ প্রক্রিয়ায় চলে আসবেন। তিনি পাইলটিং এর কোন ক্রুটি-বিচ্যুতি পরিলক্ষিত হলে, তা নিয়ে বিরূপ সমালোচনা না করে সেটি কর্তৃপক্ষের নজরে আনার অনুরোধ জানান।
অনুষ্ঠানে অনলাইন বদলির জন্য তৈরি করা সফটওয়্যারের বিভিন্ন দিকগুলো তুলে ধরেন অধিদপ্তরের আইটি বিভাগের কর্মকর্তারা। পরে সফটওয়্যারের মাধ্যমে কালিয়াকৈরে কর্মরত সহকারী শিক্ষক হাসান উদ্দিন ও ফাতেমা বেগম অনলাইনে বদলির আবেদন করেন। আগামী ১৫ জুলাই পর্যন্ত বদলির আবেদন করা যাবে।
আরও পড়ুন: প্রাথমিক শিক্ষক নিয়োগ: পরীক্ষার ১ম ধাপে উত্তীর্ণ ৪০ হাজার ৮৬২
২ বছর আগে
গাজীপুরে আগুনে পুড়ল ৩০ ঘর
গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় শনিবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনার ঘটে। এতে অন্তত ৩০টি ঘর পুড়ে গেছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সাইফুল ইসলাম জানান, শনিবার সকালে উপজেলার চন্দ্রা এলাকায় একটি কলোনির ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তেই আগুন কলোনির অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: ডিপোতে বিস্ফোরক ছিল না, আগুন নাশকতা কি না তদন্তে বেরিয়ে আসবে: নৌপ্রতিমন্ত্রী
তিনি জানান, অগ্নিকাণ্ডে অন্তত ৩০টি ঘর ও ঘরে থাকা মালামাল পুড়ে যায়।
২ বছর আগে
শিলপাটার আঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক
গাজীপুরের কালিয়াকৈরে স্বামীর সঙ্গে কথা কাটাকাটির জেরে শিলপাটার আঘাতে এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।
আটক আকবর হোসেন (২৬) ভোলা জেলার রামদাসপুর এলাকার আমির হোসেনের ছেলে।
নিহত আঁখি আক্তার (২৩) একই এলাকায় মহাবুবুর আলমের মেয়ে ও আকবর হোসেনের স্ত্রী। তারা গাজীপুরের পল্লী বিদ্যুৎ এলাকায় আনোয়ার হোসেনের বাসায় ভাড়া থাকতেন।
আরও পড়ুন: স্বামীর দেয়া আগুনে দগ্ধ সাদিয়ার মৃত্যু
পুলিশ ও পরিবার সূত্র জানায়, কয়েক বছর আগে পারিবারিকভাবে দুজনের বিয়ে হয়। বিয়ে হওয়ার পর থেকে তাদের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয়ে দ্বন্দ্ব চলছিল। বৃহস্পতিবার রাতে এরই জের ধরে স্বামী-স্ত্রীর কথা কাটাকাটির একপর্যায়ে স্বামী শিলপাটা দিয়ে আঘাত করলে স্ত্রী আঁখি আক্তার ঘটনাস্থলেই মারা যান। পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার ও অভিযুক্ত স্বামীকে আটক করে থানায় নিয়ে যায়।
আরও পড়ুন: ফেসবুক লাইভে স্বামীর নির্যাতনের বর্ণনার দিয়ে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা!
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন জানান, শিলপাটার (পুতার) আঘাতে স্ত্রী হত্যার অভিযোগে স্বামীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
২ বছর আগে
গাজীপুরে সুতার গুদামের আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরে কালিয়াকৈর একটি সুতার গোডাউনে লাগা আগুন দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল হামিদ মিয়া জানান, উপজেলার চন্দ্রায় নুর গ্রুপের রায়হান নিট কম্পোজিট নামে কারখানায় সকাল সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রপাত হয় এবং বেলা ১১টার দিকে তা নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে ফোয়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করেছে। সৌভাগ্যক্রমে, কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ডের সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ের জন্য তদন্তের নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি।
পড়ুন: দিল্লিতে ভবনে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ২৯
২ বছর আগে
গাজীপুরে পোশাক কারখানায় আগুন
গাজীপুরের কালিয়াকৈরে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকালে কালিয়াকৈর থানার চান্দুরা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ডিভাইন ফেব্রিক্সের দোতলা ভবনে এই আগুন লাগে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিকাল ৪টা ৮মিনিটে ডিভাইন ফেব্রিক্সে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলেও জানান তারা।
দুর্ঘটনার কারণ ও কোনো হতাহতের খবর এখনও পাওয়া যায়নি।
আরও পড়ুন: চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
হাতিরঝিলে প্রাইভেটকারে আগুন
খুলনায় আগুনে পুড়ল ১৫ ঘর
২ বছর আগে