গ্রেপ্তার ২
গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা হত্যা মামলায় গ্রেপ্তার ২
গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় নিজড়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি এবং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে গ্রামের বাড়ি থেকে কৃষকলীগ সভাপতি এবং গোপালগঞ্জ কাঁচা বাজার থেকে ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- নিজড়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ফায়েকউজ্জামান মীনা ও উরফি ইউপি চেয়ারম্যান মনির গাজী। দিদার হত্যায় এখন পর্যন্ত শতাধিক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির সাজেদুর রহমান বলেন, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের দিদার হত্যা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে দেখানো হয়েছে।
আরও পড়ুন: মেছো বিড়াল হত্যার অভিযোগে ঝিনাইদহে যুবক গ্রেপ্তার
শনিবার (২১ ডিসেম্বর) বিকালে তদের গোপালগঞ্জ আদালতে পাঠানো হবে এবং আদালতের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর শহরের বেদগ্রামে বিএনপির পথসভা অনুষ্ঠিত হয়। সভা শেষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী গাড়িবহর নিয়ে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। বিকালে তার গাড়িবহর ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার ঘোনাপাড়া মোড়ে পৌঁছালে আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা করেন বলে অভিযোগ ওঠে। এতে জিলানীসহ অর্ধশতাধিক মানুষ আহত হন; ভাঙচুর করা হয় ১০টি গাড়ি।
হামলায় গাড়িবহরে থাকা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহত হন। এ ঘটনায় গত ১৭ সেপ্টেম্বর দিদারের স্ত্রী রাবেয়া রহমান বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় ১১৭ জনের নাম উল্লেখ ও ১ হাজার ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা করেন।
আরও পড়ুন: রাজশাহীতে বাসচাপায় দম্পতিসহ তিনজন নিহত
২ সপ্তাহ আগে
চুয়াডাঙ্গায় টিকটকার মুন্নিকে ধর্ষণের পর হত্যা, গ্রেপ্তার ২
চুয়াডাঙ্গায় টিকটকার মুন্নি হত্যার ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- মানিক আলী মুন্সি ও পারভেজ মহসিন স্বপন। গ্রেপ্তার দুইজন চাচাতো ভাই।
আরও পড়ুন: পল্লবীতে ২ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা
শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় চুয়াডাঙ্গা আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তফা কামালের আদালতে মানিক ও পারভেজকে হাজির করা হলে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে তারা দুই জন ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
পরে বিচারক তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
অভিযুক্ত মানিক ও পারভেজ স্বীকার করেছে যে, মুন্নিকে সংঘবদ্ধ ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে তারা। পরে জবানবন্দি শেষে পুলিশ প্রহরায় ওই দুজনকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে নেওয়া হয়।
মানিক চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি শেখপাড়ার টোকন আলী মুন্সির ছেলে ও পারভেজ একই এলাকার মইদুল ইসলামের ছেলে।
৯ নভেম্বর দুপুরে হাটবোয়ালিয়া বাজারে মার্কেটে আসার কথা বলে বাড়ি থেকে বের হন। নিখোঁজের ৬ দিন পর চুয়াডাঙ্গা বোয়ালিয়া গ্রামের চরেরমাঠ থেকে তার অর্ধগলিত বিবস্ত্র লাশ উদ্ধার করে পুলিশ।
ময়নাতদন্ত শেষে এদিন রাতেই লাশ গ্রামের কবরস্থানে দাফন করা হয়।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
১ মাস আগে
নাগেশ্বরীতে ইউনিয়ন ভূমি অফিসে আগুন: গ্রেপ্তার ২
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বল্লভের খাষ ইউনিয়ন ভূমি অফিসে চুরি ও আগুন দেওয়ার ঘটনায় ২ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় চুরি হওয়া মালামাল উদ্ধার করা গেলেও অফিসের গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে।
গ্রেপ্তারা হলো- মাদারগঞ্জ বাজারের এলাকার আরিফ হোসেন ও একই ইউনিয়নের গাবতলা ডাক্তার পাড়ার বাবু মিয়া।
আরও পড়ুন: শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা: আ. লীগ নেতা গ্রেপ্তার
পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে দুই যুবক বল্লভের খাষ ইউনিয়ন ভূমি অফিসে ঢুকে একটি পানির পাম্প চুরি করেন। সেই সঙ্গে অফিসের ভেতরে আগুন লাগিয়ে দেন। এতে রেজিস্ট্রার-২ বই ১২টি, রেজিস্ট্রার-১২ বই একটি, বেশকিছু নামজারি নথি পুড়ে যায়। পরে স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হয়। পুলিশ অভিযান চালিয়ে দুপুরের মধ্যে দুইজনকে গ্রেপ্তার করে।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, দুইজন যুবককে আটক করা হয়েছে। তাদের দেওয়া তথ্যে চুরি যাওয়া পানির পাম্প উদ্ধার করা হয়। পরে তাদের নামে মামলা দেওয়া হয়।
নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহম্মেদ বলেন, আগুনে গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: ভোলায় বিপুল পরিমাণ অস্ত্র জব্দ, গ্রেপ্তার ২
২ মাস আগে
গাইবান্ধায় ২০০ বোতল ফেন্সিডিল জব্দ, গ্রেপ্তার ২
গাইবান্ধায় ফেন্সিডিল বহনের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২০০ বোতল ফেন্সিডিল জব্দ করার দাবি করেছে পুলিশ।
শুক্রবার (১২ জুলাই) তাদের গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: কুমিল্লায় গ্রেপ্তার ২, ফেন্সিডিল জব্দ
গ্রেপ্তার হওয়া দুইজন হলেন, রংপুরের কোতোয়ালি থানার নুরপুর গ্রামের বাসিন্দা হাসান মিয়ার ছেলে পিকআপ চালক মো. মমিন মিয়া (২৯)।
অপরজন হলেন, একই গ্রামের রেজাউল করিমের ছেলে ও পিকআপের হেলপার রাকিব ইসলাম (২০)।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান বলেন, ‘পলাশবাড়ী চৌরাস্তায় রংপুর থেকে বগুড়াগামী একটি পিকআপভ্যানে তল্লাশি করে ২০০ বোতল ফেন্সিডিল জব্দসহ তাদের গ্রেপ্তার করা হয়।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।’
আরও পড়ুন: সিলেটে ১৩৫ বোতল ফেন্সিডিল জব্দ, গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে ৩৬ বোতল ফেন্সিডিল জব্দ, গ্রেপ্তার ২
৫ মাস আগে
নাটোরে বাস থেকে ১৮ কেজি গাঁজা জব্দ, গ্রেপ্তার ২
নাটোরে যাত্রীবাহী বাস থেকে ১৮ কেজি গাঁজা জব্দ ও ২ জনকে গ্রেপ্তার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার (২০ এপ্রিল) সকাল ১০টার দিকে শহরের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় আরপি পরিবহনের দুটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গাঁজা জব্দ ও তাদের গ্রেপ্তার করে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে গাঁজা জব্দ, গ্রেপ্তার ৩
গ্রেপ্তার ২ জন হলেন- সিলেটের দক্ষিণ সুরমা এলাকার রুহেল আহম্মেদ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট এলাকার গোলাম রাব্বানী।
জেলা মাদক অধিদপ্তরের পরিদর্শক মাহাবুর রহমান বলেন, তাদের ২ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: মেহেরপুরে ১১৫ বোতল ফেনসিডিলসহ ৪০০ গ্রাম গাঁজা জব্দ, গ্রেপ্তার ৫
পত্নীতলায় ৪২ কেজি গাঁজা জব্দ, আটক ২
৮ মাস আগে
নাটোরে চুরির অভিযোগে ২ যুবককে পিটিয়ে আহতের ঘটনায় একজন নিহত, গ্রেপ্তার ২
নাটোরের বড়াইগ্রামে দোকানে চুরির অভিযোগে দুই যুবককে পিটিয়ে আহত করা হয়েছে।
এ ঘটনায় দুজনের মধ্যে শামীম হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আহত অপর যুবক সোহানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: নাটোরে শিক্ষককে পিটিয়ে আহত করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে
এদিকে শামীমের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত দোকান মালিক মুক্তার হোসেন ও তার ছেলে সুমনকে বুধবার সকালে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় নিহত শামীমের বাবা সুলতান সরদার বাদী হয়ে সাত জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
বাকি অভিযুক্তদের ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানান বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম খান।
তিনি জানান, ডেকোরেটরের দোকানের মালামাল চুরির ঘটনায় পাশ্ববর্তী পিওভাগ গ্রামের শামীম ও সোহানকে ধরে এনে পিটিয়ে জখম করে মুক্তার, তার ছেলে ও কর্মচারীরা। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে শামীমের মৃত্যু হয়।
আরও পড়ুন: ঝিনাইদহে চ্যানেল ২৪-এর সাংবাদিককে পিটিয়ে আহত, বাড়িতে হামলা
১০ মাস আগে
সিলেটে প্রতিবেশীর ছুরিকাঘাতে যুবক খুনের অভিযোগ, গ্রেপ্তার ২
সিলেটের বিশ্বনাথ উপজেলায় প্রতিবেশীর ছুরিকাঘাতে দিলোয়ার হোসেন নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে আমতৈল সাদীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দিলোয়ার ওই গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: পাবনায় যাত্রীর ছুরিকাঘাতে বাসের হেলপার নিহত
স্থানীয়রা জানায়, আমতৈল সাদীপাড়া গ্রামের বাসিন্দা দিলোয়ার হোসেন ও শামসুন নাহারের বাড়ি পাশাপাশি। শুক্রবার সন্ধ্যায় শামসুন নাহার মুরগির বাচ্চা খুঁজে না পেয়ে অভিযোগ করেন, দিলোয়ারের পরিবারের সদস্যরা বাচ্চাগুলো চুরি করেছেন।
এ নিয়ে দুই পরিবারের সদস্যদের মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে শামসুন নাহার ও তার পরিবারের সদস্যরা দিলোয়ারের পরিবারের সদস্যদের উপর হামলা করেন। এ সময় ছুরিকাহত হন দিলোয়ার।
আরও পড়ুন: যশোরে ছুরিকাঘাতে শ্রমিক নিহত
পরে রাত পৌনে ১১টার দিকে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দিলোয়ারকে মৃত ঘোষণা করেন।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমাপ্রসাদ চক্রবর্তী বলেন, মুরগির বাচ্চা ঘরের পরিবেশ নষ্ট করছে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধে ছুরিকাঘাতে দিলোয়ারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির বড় ভাই থানায় অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ীর মৃত্যু
১১ মাস আগে
নারায়ণগঞ্জে মুদি ব্যবসায়ীকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মুদি ব্যবসায়ী হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তাররা হলেন-সোনারগাঁ উপজেলার গোয়ালপাড়া গ্রামের মৃত আনিছুর রহমানের ছেলে মো. জহিরুল ইসলাম জহির (৩৪) এবং আড়াইহাজার উপজেলার বারোইপাড়া গ্রামের মৃত হক সাহেবের ছেলে ইউনুস (৩০)।
আরও পড়ুন: নেত্রকোনায় বাবাকে হত্যার পর মাটিচাপা, ছেলে গ্রেপ্তার
র্যাব-১১ (মিডিয়া) এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) কর্মকর্তা রিজওয়ান সাঈদ জিকু জানান, এলিট ফোর্স সোমবার রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজার ও মদনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
র্যাবের ওই কর্মকর্তা জানান, আসামিদের সঙ্গে ভিকটিম আমির হোসেনের দীর্ঘদিনের বিরোধ ছিল।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে আসামি আমির হোসেনকে তার বাসা থেকে ফোন করে।
পরে তাকে হত্যা করে লাশ নারায়ণগঞ্জের মাদবদী এলাকার জাকির হোসেনের ধানখেতে ফেলে দেয়।
রবিবার নিহতের স্ত্রী জাকিয়া আক্তারের অভিযোগের প্রেক্ষিতে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া আসামি হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
র্যাব কর্মকর্তা আরও জানান, পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তাদের আড়াইহাজার থানায় মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: ইসলামাবাদের আদালত থেকে ইমরান খান গ্রেপ্তার
মুক্তিযোদ্ধা শফিউদ্দিন হত্যার ২০ বছর পর খুনি গ্রেপ্তার
১ বছর আগে
নিকলীতে আবাসিক হোটেল থেকে যুবতীর লাশ উদ্ধার, গ্রেপ্তার ২
কিশোরগঞ্জের নিকলীতে আবাসিক হোটেল থেকে তামান্না (২২) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
বুধবার (২৯ মার্চ) দুপুরে নিকলী উপজেলা সদরের পুরান বাজারে অবস্থিত আওয়ার হাওর প্যারাডাইস নামে একটি আবাসিক হোটেলের ৬ষ্ঠ তলার একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: ঢাবি শিক্ষার্থীকে লাঞ্ছিত করার ঘটনায় 'প্রলয় গ্যাংয়ের' দুই সদস্য গ্রেপ্তার
নিহত তামান্না কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার পশ্চিম জগন্নাথপুর গ্রামের অহিদ মিয়া মেয়ে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মেয়েটির কথিত স্বামী হুমায়ুনকে (২৯) আটক করেছে পুলিশ। হুমায়ুন একই জেলার কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের বাসিন্দা।
জানা যায়, গত ২৫ মার্চ তামান্না ও হুমায়ুন স্বামী-স্ত্রী পরিচয়ে নিকলী উপজেলা সদরে প্যারাডাইস আবাসিক হোটেলের ৬০৯ নম্বর রুমে তারা অবস্থান করেন।
বুধবার দুপুরে হুমায়ুন তামান্নাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক তামান্নাকে মৃত ঘোষণা করেন।
এছাড়া তামান্নার গলায় কালো দাগ পাওয়া গেছে।
পরে, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠায়। এছাড়া কথিত স্বামী হুমায়ুনকে আটক করা হয়েছে।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো মনসুর আলী আরিফ, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের গলায় কালো দাগ পাওয়া গেছে।
ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে তার মৃত্যু হয়েছে।
তামান্নার পরিবারকে জানানো হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: সিআইডি প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে একটি মামলায় গ্রেপ্তার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
দিনাজপুরে মিজান হত্যা মামলার অভিযুক্ত গ্রেপ্তার
১ বছর আগে
যুবকের কবজি কেটে নেয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২
নড়াইলের কালিয়ায় যুবকের কবজি কেটে নেয়ার ঘটনায় কালিয়া থানায় মামলা হয়েছে।
কবজি হারানো আবদুর রহমানের বড় ভাই লায়েক শেখ বাদী হয়ে শনিবার (১১ ফেব্রুয়ারি) রাতে ৫১ জনের বিরুদ্ধে মামলা করেন।
মামলায় উপজেলার চাঁচুড়ী ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তৌরুত মোল্যাসহ ৫০ জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় কলেজ শিক্ষকের ডান হাতের কবজি কেটে নিলো দুর্বৃত্তরা
এদের মধ্যে মামলার অন্যতম আসামি যুবলীগের সাবেক নেতা তৌরুত মোল্যা ও তার সহযোগী কাতেবার মোল্যাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে যুবলীগ নেতা তৌরুত মোল্যা তার সহযোগী কাতেবার মোল্যাকে গ্রেপ্তার করে পুলিশ।
এরপর রবিবার (১২ ফেব্রুয়ারি) তাঁদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
এর আগে শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার পুরুলিয়া ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিনের চলমান বিরোধের জেরে ধারালো অস্ত্রের কোপে সাফায়েত শেখ ওরফে সারাফ শেখ (৪২) নামে একজনের বাম হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করে প্রতিপক্ষরা।
একই সঙ্গে ডান হাতের কবজি ও দুই পা কেটে শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন করেছে হামলাকারীরা।
এ সময় সারাফের সহোদর ফুল মিয়া শেখ (৫০), শামীম শেখ (২৭), লোকমান হোসেন (৩৫) ও পলাশ (২৭) নামে আরও চারজনকে কুপিয়ে মারাত্মক জখম করেছে।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চন্দ্রপুর গ্রামে মহাসীন মোল্যা ও রবিউল মোল্যা গ্রুপের সঙ্গে আতাউর মৃধা ও লায়েক শেখ গ্রুপের বিরোধ চলে আসছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
হাতের কবজি ও পা বিচ্ছিন্ন হওয়া ওই যুবক উপজেলার চাঁচুড়ী বাজারের একটি পরিবহন কাউন্টাররম্যান হিসেবে কর্মরত রয়েছেন।
তিনি চন্দ্রপুর গ্রামের মরহুম ছলেমান শেখের ছেলে।
আহত সারাফ শেখকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ও গুরুতর আহত শামীম শেখকে ঢাকা মেডিকেল কলেজ পাঠানো হয়েছে।
আহত অন্যদেরকে নড়াইল আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ ব্যাপারে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বলেন, আমাদের কাছে অপরাধীদের একটাই পরিচয়, সে অপরাধী।
এ ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে পুলিশের কেটে নেয়া কবজি সফলভাবে প্রতিস্থাপিত
১ বছর আগে