ক্রিকেট বিশ্ব
শেন ওয়ার্নের মৃত্যুতে স্তব্ধ ক্রিকেট বিশ্ব, টুইটারে শোকের মাতম
অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্নের আকস্মিক মৃত্যুতে স্তব্ধ হয়ে গেছে ক্রিকেট বিশ্ব। তার মৃত্যুর সংবাদে সমবেদনা প্রকাশ করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন অনেক সাবেক ক্রিকেট তারকারা।
ওয়ার্ন থাইল্যান্ডের কোহ সামুই দ্বীপে মারা গেছেন বলে বলে নিশ্চিত করেছে ফক্স ক্রিকেট। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।
স্যার ভিভ রিচার্ড টুইটে লিখেছেন, ‘অবিশ্বাস্য, আমি স্তব্ধ। এটা সত্য হতে পারে না। শেন ওয়ার্নের আত্মার শান্তি কামনা করছি। এই মুহূর্তে আমি যা অনুভব করছি তা বর্ণনা করার কোন শব্দ আমার জানা নেই। ক্রিকেটের জন্য এটা এক বিরাট ক্ষতি।’
পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম লিখেছেন, ‘বন্ধু ওয়ার্নের আকস্মিক মৃত্যুর কথা শুনে আমি মর্মাহত এবং অত্যন্ত দুঃখিত। তিনি সর্বদা যোগাযোগে ছিলেন এবং সহায়ক ছিলেন.. একজন আইকনিক বোলার ছাড়াও তিনি একজন দুর্দান্ত বিনোদনকারী ছিলেন।পরিবার এবং বন্ধুদের প্রতি আমার সমবেদনা... শান্তিতে থাকুন আমার বন্ধু।’
আকরামের সতীর্থ ওয়াকার ইউনিস ওয়ার্নকে শ্রদ্ধা জানাতে টুইটারে লিখেছেন, ‘শেন ওয়ার্ন আর নেই। আমি স্তব্ধ এবং ভেঙে পড়েছি। আমি এটা শুনে বিশ্বাস করতে পারছি না। আমাদের ক্রিকেট বিশ্বের জন্য খুবই দুঃখের দিন। আমার প্রজন্মের সবচেয়ে বড় সুপারস্টার চলে গেলেন। বিদায় কিংবদন্তি শেন ওয়ার্ন। পরিবার এবং বন্ধুদের প্রতি সমবেদনা।’
পড়ুন: কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন আর নেই
শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক এবং আধুনিক ক্রিকেটের আরেক কিংবদন্তি কুমার সাঙ্গাকারাও ওয়ার্নের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
সাঙ্গাকারা টুইটে বলেন, ‘কিংবদন্তি এবং বন্ধু শেন ওয়ার্নের মৃত্যু কথা শুনে একেবারে স্তব্ধ এবং হতাশ। বিশ্বাস করতে পারছি না।’
শেন ওয়ার্ন তার প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ১৯৯২ সালে। আর সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০০৭ সালে।
ওয়ার্নের ম্যানেজমেন্ট সংস্থা জানিয়েছে, পরিবার এ সময়ে গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছে এবং বিস্তারিত পরে জানানো হবে।
ওয়ার্ন ১৪৫ টেস্টের ক্যারিয়ারে ৭০৮টি উইকেট নিয়েছেন, যা টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ। এছাড়া ১৯৪ ওয়ানডেতে তিনি ২৯৩ উইকেট নিয়েছিলেন।
পড়ুন: টাইগারদের নতুন বোলিং কোচ অ্যালান ডোনাল্ড
২ বছর আগে