পিকআপচাপা
যশোরে পিকআপচাপায় নিহত ১, আহত ৪
যশোরের বাঘারপাড়ায় পিকআপচাপায় সিদ্দিক শেখ (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
শুক্রবার (১২ জুলাই) সকাল ৬টার দিকে যশোর-নড়াইল সড়কের শ্রীরামপুরে ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপচাপায় এসআই নিহত
সিদ্দিক বাঘারপাড়ার দক্ষিণ শ্রীরামপুর গ্রামের মৃত শুকুর শেখের ছেলে।
আহতরা হলেন, একই গ্রামের মোস্তাক মোল্যার ছেলে সুফিয়ান, আক্কাছ মোল্যার ছেলে সাহিদুল, বারিক মোল্যার ছেলে মজিদ ও জালাল মোল্যার ছেলে কবির।
আহতরা জানান, তারা মাছ ধরার জন্য বাড়ি থেকে বেরিয়ে যশোর নড়াইল সড়ক পার হচ্ছিলেন। ওই সময় নড়াইল থেকে আসা একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় পিকআপচাপায় সিদ্দিকের মৃত্যু হয়। আহত হন চারজন।
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আলি হাসান বলেন, ‘আহতরা প্রাথমিক চিকিসৎসা নিয়েছেন।’
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুজ্জামান বলেন, ‘পিকআপটি জব্দ করেছে পুলিশ। পিকআপ চালককে আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’
আরও পড়ুন: যশোরে পিকআপচাপায় সাইকেল আরোহী নিহত
ডাকাতির পর পালানোর সময় পিকআপচাপায় পথচারী নিহত, স্বর্ণ ব্যবসায়ীসহ আহত ৩
৫ মাস আগে
যশোরে পিকআপচাপায় সাইকেল আরোহী নিহত
যশোরের শার্শায় পিকআপের চাপায় সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) রাত ৯টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শার শ্যামলাগাছি নামক স্থানে রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।
নিহত জিহাদ সরদার (৫০) বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের মৃত খিলাত আলী সরদারের ছেলে।
জিহাদ সরদারের ছেলে শফিকুল বলেন, তার বাবা বাজার করে বাড়ি ফেরার পথে শ্যামলাগাছিতে রাস্তা পারাপার হওয়ার সময় বেনাপোল থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি পিকআপ তাকে চাপা দেয়। এ সময় স্থানীয়রা মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাভারন হাইওয়ে পুলিশের ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পিকআপটি আটকের চেষ্টা চলছে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে রাইস মিলের বয়লার বিস্ফোরণে মা-মেয়েসহ নিহত ৩
বগুড়ায় পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ২
১১ মাস আগে
চাঁদপুরে পিকআপের চাপায় বাবা-ছেলে নিহত
চাঁদপুরে পিকআপের চাপায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। শুক্রবার রাত পৌনে ৯টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের জেলার হাজিগঞ্জের বলাখাল বাজারে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার শ্রীনগর গ্রামের জিল্লুর রহমান (৪৬) ও তার ছেলে বায়েজিদ (৮)।
আরও পড়ুন: পিরোজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ নিহত ২
এলাকাবাসীর বরাত দিয়ে হাজিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়ের সৈয়দ জানান, বলাখাল বাজারে নিজের নতুন দোকানে মিলাদ ও দোয়া করার পরে জিল্লুর ও তার ছেলে তবারক নিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি খালি পিকআপ তাদের হঠাৎ চাপা দেয়। পরে স্থানীয়রা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: বাবার মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে প্রাণ হারাল মাদরাসাছাত্র
এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা এক ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।
ওসি জানান,পুলিশ পিকআপটিকে জব্দ করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
২ বছর আগে