টিম গ্রুপ
বিশ্ব নারী দিবস-২০২২ উপলক্ষ্যে টিম গ্রুপের ভিন্নধর্মী অনুষ্ঠান
বিশ্ব নারী দিবস-২০২২ উপলক্ষ্যে প্রতি বছরের মতো এবারও টিম গ্রুপ তাদের প্রসূতি নারীকর্মীদের প্রতি বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে। শুক্রবার (৪ মার্চ, ২০২২) সাভারের বাইপাইলে কাইচাবাড়িতে অবস্থিত টিম গ্রুপের ফোর এ ইয়ার্ন ডায়িং ফ্যাক্টরিতে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
‘প্রসূতি মায়ের যত্ন ও সম্মান, ভালো কর্ম পরিবেশের অবদান’-এই শিরোনামকে মূলমন্ত্র করে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে টিম গ্রুপের ছয়টি কারখানা থেকে মোট ১৪০ জন প্রসূতি নারীকে সম্মাননা দেয়া হয়। কর্মক্ষেত্রে নারীদের কাজের উদ্দীপনা বাড়ানোর পাশাপাশি পরিবারে নারীদের যথাযথ সম্মান প্রতিষ্ঠার লক্ষ্যে অনুষ্ঠানে তাদের স্বামী,বাবা ও ভাইয়ের হাত থেকে সম্মাননা প্রদানের ব্যতিক্রমধর্মী উদ্যোগ নেয়া হয়।
অনুষ্ঠানে টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল রাকিব বলেন, ‘আমরা ২০ হাজার শ্রমিকের একটি পরিবার। আমাদের টেকসই প্রজন্ম তৈরির পাশাপাশি মাতৃত্বের দায়িত্ব নেয়ায় আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমরা যেমন অফিসে আমাদের প্রসূতি কর্মীদের উপযোগী কর্ম পরিবেশ তৈরি করে দিই, তেমনি বাসায়ও তাদের জন্য যেন সুস্থ শারীরিক ও মানসিক বিকাশের পরিবেশ নিশ্চিত করা হয় এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সকলের কাছে সেই অনুপ্রেরণা পৌঁছে দিতে চাই।’
আরও পড়ুন: নিউইয়র্ক সিটি ফ্যাশন উইকে ট্রান্স মডেল হিসেবে বাংলাদেশের তাসনুভা আনান শিশির
টিম গ্রুপের উপ- ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল নকিব বলেন, মাতৃত্বের গুরুত্ব অনুধাবনের মাধ্যমে সবাই নারীর সহযোগিতায় এগিয়ে আসলে দেশ উন্নতির চরম শিখরে পৌঁছে যাবে।
অভিনেত্রী শম্পা রেজা সকলকে সুন্দর মানুষ হয়ে গড়ে উঠার আহ্বান জানিয়ে প্রসূতি মায়েদের উদ্দেশ্যে বলেন, ‘নারীদের জীবনে গর্ভকালীন সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে পরিবারের সকলের, বিশেষ করে তার স্বামীর উচিত তার প্রতি বিশেষ যত্নবান হওয়া।’
দেশের উন্নয়নে গার্মেন্টসকর্মীদের ভূমিকা উল্লেখ করে অভিনেত্রী সুমাইয়া শিমু বলেন, দেশকে এগিয়ে নিতে নারীদের প্রতিনিয়ত তাদের দক্ষতা বৃদ্ধির চেষ্টা করে যেতে হবে। এর পাশাপাশি সন্তানকে মানুষের মতো মানুষ করে তুলতে হবে এবং এক্ষেত্রে পরিবারের সকলের সাহায্য করতে হবে।
২ বছর আগে