মহসড়ক
সীতাকুণ্ডের সড়কে ঝরল দুই নারীর প্রাণ
চট্টগ্রামের সীতাকুণ্ডের ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে এক মানসিক ভারসাম্যহীন নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইেকল দুর্ঘটনা ঘটে। এতে ওই নারীসহ দুই নারী নিহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার ফৌজদারহাটস্থ জলিল গেইট এলাকায় এই দুর্ঘটনায় মোটরসাইকেল চালকসহ আরও দুইজন আহত হয়েছেন।নিহতদের লাশ উদ্ধার করেছে হাইওয়ে থানা পুলিশ। তবে হতাহতদের কারো নাম পরিচয় জানা যায়নি।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোরে প্রায় ১৫/২০ জনের মোটরসাইকেল বাইকার একটি গ্রুপ ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্য যাচ্ছিল। পথে ফৌজদারস্থ জলিল গেইট এলাকায় মহসড়কে দাঁড়িয়ে থাকা এক মানসিক ভারসাম্যহীন নারীকে বাঁচতে গিয়ে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় কবলিত হয়। এ সময় ওই নারী ঘটনাস্থলেই মারা যান এবং এ মোটরসাইকেলের পিছনে থাকা চালকের স্ত্রী গুরুতর আহত হন। পরে তিনি হাসপাতালে মারা যান। এ দুর্ঘটনায় আহত হন মোটরসাইকেল চালক ও এক পথচারী। মোটরসাইকেল চালকের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রামের বেসরকারি ইমপেরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক। তিনি বলেছেন, দুর্ঘটনায় গুরুতর আহত বাইক আরোহী এক নারীকে উদ্ধার করে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়। মানসিক ভারসাম্যহীন অপর নারী ঘটনাস্থলেই মারা যান। এছাড়া আহত হন আরও দুইজন। ঢাকা থেকে আসা ১৫/২০ জনের একটি বাইকার গ্রুপ কক্সবাজার যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: মানিকগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ভোলায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত
২ বছর আগে
যশোরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
বেনাপোল-যশোর মহসড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছে আরও দুজন।
শনিবার রাত সাড়ে আটটায় বেনাপোল-যশোর মহসড়কের শ্যামলীগাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের ধান্যখোলা গ্রামে রমজান আলীর ছেলে আশরাফুল আলম (৪৫) ও একই গ্রামের আ. খালেকের ছেলে মোহিন (৩৫)।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মামুন খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকাসহ নিহত ২, আহত ৯
পিরোজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ নিহত ২
২ বছর আগে