রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়
কিয়েভসহ ইউক্রেনের ৪ শহরে যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার
সাধারণ নাগরিকদের নিরাপদে শহর ছাড়ার সুযোগ দিতে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ চারটি শহরে যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ নভোস্তি এই তথ্য প্রকাশ করেছে।
এতে বলা হয়, যুদ্ধের ১২তম দিন সোমবার সকালে যুদ্ধবিরতি শুরু হবে। রাজধানী কিয়েভ ছাড়াও অন্য তিনটি শহর হচ্ছে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ, মারিউপোল এবং সুমি।
বিবৃতি অনুযায়ী, উল্লিখিত অঞ্চলগুলোর বাইরে যুদ্ধ বন্ধ থাকবে কি না বা কখন যুদ্ধবিরতি শেষ হবে তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার ছিল না।
ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর অনুরোধে যুদ্ধবিরতি এবং করিডোর খোলার ঘোষণা করা হয়েছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। এর আগে রবিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কথা বলেন ম্যাক্রোঁ।
যুদ্ধবিরতির ফলে বেসামরিক লোকেরা রাশিয়া এবং বেলারুশে যেতে পারেবে। এছাড়া মানবিক করিডোর খুলে দেবে রাশিয়ান সামরিক বাহিনী।
পড়ুন: আবাসিক এলাকায় গোলাবর্ষণ জোরদার করেছে রাশিয়া, অভিযোগ ইউক্রেনের
এদিকে, রুশ সামরিক বাহিনী ইউক্রেনের উত্তর ও দক্ষিণের শহরগুলোর আবাসিক এলাকায় গোলাবর্ষণ জোরদার করেছে বলে একজন ইউক্রেনীয় কর্মকর্তা জানিয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা ওলেক্সি আরেস্তোভিচ বলেছেন, রবিবার গভীর রাতে কিয়েভের উপকণ্ঠ উত্তরে চেরনিহিভ, দক্ষিণে মাইকোলাইভ এবং দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে ব্যাপক গোলাবর্ষণ হয়েছে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছে, ভারি কামান খারকিভের আবাসিক এলাকায় আঘাত করেছে এবং গোলাবর্ষণে একটি টেলিভিশন টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশের জনগণকে লড়াই অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
অপরদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আক্রমণের জন্য ইউক্রেনকে দায়ী করে বলেছেন, মস্কোর আক্রমণ বন্ধ করা যেতে পারে ‘কেবল কিয়েভ যদি শত্রুতা বন্ধ করে।
পড়ুন: দ্বিতীয়বারের মতো যুদ্ধবিরতির সিদ্ধান্ত ভেস্তে গেছে: ইউক্রেন
২ বছর আগে