টেকসই আগামী
আন্তর্জাতিক নারী দিবসে জাতিসংঘ মহাসচিবের বাণী
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসে বলেছেন, আন্তর্জাতিক নারী দিবসে আমরা বিশ্বের সব জায়গার নারী ও মেয়েদের অবদানকে স্বীকার করছি।
দিবসে এবারের প্রতিপাদ্য ‘টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’
জাতিসংঘ মহাসচিব বলেন, ‘করোনা মহামারির সমাপ্তি ঘটাতে তাঁদের অবদানকে আমরা উদযাপন করছি।বিশ্বের মঙ্গলের জন্য তাঁদের পরিকল্পনা, উদ্ভাবন ও সক্রিয় অংশগ্রহণের কথা আমরা স্বীকার করছি।এবং আমরা স্বীকার করছি জীবনের সবক্ষেত্রে তাঁদের নেতৃত্বকে।’
তিনি বলেন, তবে আমাদের এটাও স্বীকার করতে হবে যে অনেক ক্ষেত্রেই নারীর অধিকার প্রশ্নে ঘড়ির কাটা পেছনের দিকে ছুটছে।মহামারি মেয়েদের ও নারীদের বিদ্যালয় ও কর্মক্ষেত্র থেকে দূরে রেখেছে।তারা এখন ক্রমবর্ধমান দারিদ্র্য ও সহিংসতার শিকার।
বিশ্বের জরুরি সেবাখাতের অবৈতনিক কর্মের সিংহভাগই নারীর অবদান উওল্লখ করে জাতিসংঘ মহাসচিব বলেন, শুধুমাত্র জেন্ডারের কারণে তারা সহিংসতা ও নিপীড়নের শিকার হচ্ছে।সব দেশেই, অত্যন্ত বেদনাদায়কভাবে ক্ষমতার পরিকাঠামো ও ব্যবসা-বাণিজ্যে নারীর প্রতিনিধিত্ব কম।
তিনি বলেন,এই বছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য আমাদের স্মরণ করিয়ে দেয় যে নারীরাই জলবায়ু পরিবর্তন ও পরিবেশের অবক্ষয়ের বড় ভুক্তভোগী।এই আন্তর্জাতিক নারী দিবসই প্রতিটি নারী ও মেয়েদের অধিকার প্রশ্নে ঘড়ির কাটা সামনের দিকে ঘুরিয়ে দেয়ার উপযুক্ত সময়।
নারীদের প্রশিক্ষণ ও শালীন কাজের জন্য ব্যাপক বিনিয়োগ করতে হবে উল্লেখ করে আন্তোনিও গুতেরেস বলেন, মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার মাধ্যমে প্রতিটি মেয়ে যেন নিজেদের মতো করে জীবন গড়তে পারে এবং এই বিশ্বকে আমাদের সবার জন্য আরও উপযুক্ত করে গড়ে তুলতে পারে।
তিনি বলেন, জেন্ডার-ভিত্তিক সহিংসতা বন্ধে ও এই গ্রহটাকে রক্ষায় জোরালো ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।জেন্ডার-ভিত্তিক সংরক্ষিত ব্যবস্থার মতো বিশেষ পদক্ষেপ নিতে হবে, যাতে সর্বক্ষেত্রে নারীর পরিকল্পনা, অভিজ্ঞতা ও নেতৃত্বের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা যায়, যার সুফল আমরা সবাই পাব।
আরও পড়ুন: আন্তর্জাতিক নারী দিবস আজ
মহাসচিব বলেন, পুরুষশাসিত বিশ্বে ও পুরুষ নিয়ন্ত্রিত সংস্কৃতিতে জেন্ডার-অসমতা ক্ষমতার পরিকাঠামোয় গুরুত্বপূর্ণ একটি ঘাটতি। ক্ষমতার পরিকাঠামোর এই ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে হবে।
তিনি বলেন, আমরা জাতিসংঘ সদরদপ্তর এবং বিশ্বজুড়ে জাতিসংঘের কার্যালয়গুলোয় জ্যেষ্ঠ ব্যবস্থাপনা পর্যায়ে জেন্ডার-সমতা নিশ্চিত করেছি, যা আমাদের কাজে এবং আমাদের সেবায় উন্নতি ঘটিয়েছে।
আন্তোনিও গুতেরেস বলেন, আমাদের আরও নারী পরিবেশমন্ত্রী, ব্যবসায়িক নেতা, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী প্রয়োজন। তাঁরা জলবায়ু সংকট চিহ্নিত, পরিবেশবান্ধব কর্মসংস্থান সৃষ্টি এবং ন্যায্য ও টেকসই বিশ্ব গড়তে পারবেন।
তিনি বলেন, নারীর অধিকার প্রশ্নে আমাদের ঘড়ির কাটা সামনের দিকে ঘোরাতে হবে।এখনই উপযুক্ত সময়।
পড়ুন: নারীদের এগিয়ে চলা নিয়ে বইমেলায় আইরিশের ‘অপরাজিতা’
২ বছর আগে
আন্তর্জাতিক নারী দিবস আজ
জলবায়ু পরিবর্তনের ফলে অভিযোজন ও টেকসই ভবিষ্যতের ক্ষেত্রে প্রতিক্রিয়া বিষয়ে নারী নেতৃত্বকে স্বীকৃতি দিয়ে মঙ্গলবার সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস।
এবারের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য হচ্ছে 'টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য।’
ইউএন উইমেন এক বিবৃতিতে জানিয়েছে, ২০২২ সালে জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে লিঙ্গ সমতা অর্জনের জন্য পরিবেশগত ও দুর্যোগ ঝুঁকি হ্রাস গুরুত্বপূর্ণ। যা একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় বৈশ্বিক চ্যালেঞ্জগুলোর একটি৷
ইউএন উইমেন বিবৃতিতে আরও বলেছে, ‘লিঙ্গ সমতা ছাড়া টেকসই ও সমতাভিত্তিক ভবিষ্যত আমাদের নাগালের বাইরে থেকে যাবে।’ আন্তর্জাতিক নারী দিবস ২০২২-এর প্রচারের থিম হল হ্যাশট্যাগ ব্রেক দ্য বায়াস।
সমতার জন্য নারীদের আন্দোলন ও সংগ্রামকে উদযাপন করতে প্রতি বছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়।
দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে।
পড়ুন: বিশ্ব নারী দিবস-২০২২ উপলক্ষ্যে টিম গ্রুপের ভিন্নধর্মী অনুষ্ঠান
দিবসটি উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে এ বছর পাঁচ নারীকে ‘জয়িতা পুরস্কার’ দেয়া হবে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
এ বছর জয়িতা পুরস্কারপ্রাপ্তরা হলেন, অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্যের জন্য রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ উপজেলার সানজিদা আক্তার শিমু, শিক্ষা খাতে অবদানের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. হোসনে আরা আরজু, সফল মা হিসেবে চট্টগ্রাম বিভাগের খোশনাহার বেগম, নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বরিশাল বিভাগের জেসমিন আক্তার এবং সামাজিক উন্নয়নে অবদানের জন্য রংপুর বিভাগের রোকেয়া বেগম।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে বিশ্বের সকল নারীকে শুভেচ্ছা জানিয়েছেন।
পড়ুন: নারী দিবস উদযাপনে দারাজের আকর্ষণীয় অফার
২ বছর আগে