মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার
ডাকাতিয়া নদীতে নিখোঁজের একদিন পর মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার
চাঁদপুর শহরের নতুন বাজার এলাকায় ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের একদিন পর রায়হান কবির (১২) নামে এক মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার সকাল পৌনে ৮টা থেকে দুপুর ১২টা ৫০ মিনিট পর্যন্ত চেষ্টা চালিয়ে মাদরাসা ছাত্রের লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিস।
নিহত রায়হান চাঁদপুর শহরের আলিম পাড়ার মো. লোকমান হোসেনের ছেলে। সে নতুন বাজার আহমাদিয়া মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
আরও পড়ুন: মাগুরায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
ফায়ার সার্ভিস চাঁদপুর নৌ ইউনিটের ইনচার্জ মুসলিম মিয়াজী ইউএনবিকে বলেন, শুক্রবার বিকাল ৪টার দিকে শহরের নতুন বাজার লন্ডন ঘাট এলাকায় ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে রায়হান হঠাৎ নিখোঁজ হয়।
তিনি বলেন, আমরা শনিবার সকাল পৌনে ৮টা থেকে দুপুর ১২টা ৫০ মিনিট পর্যন্ত ঘটনাস্থল ও আশপাশে উদ্ধার অভিযান চালাই। পরে আমাদের ফায়ার ফাইটার (ডুবুরি) রায়হানের লাশটি সন্ধান পায় এবং তাকে উদ্ধার করে। শনিবার ৩টায় রায়হানের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: নড়াইলে ছুরিবিদ্ধ কিশোরের লাশ উদ্ধার
৭ মাস আগে
চট্টগ্রামে মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার
চট্টগ্রাম মহানগরীর আলী বিন আবি তালিব (রা.) নামে মাদরাসার পেছন থেকে এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের পাঁচলাইশ থানার পিলখানা এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত মো. আরমান (১০) নগরীর একই থানার মির্জাপুলের আলী আব্বাসের ছেলে ও ওই মাদরাসার হেফজ বিভাগের ছাত্র।
তবে তার মৃত্যু হত্যা না দুর্ঘটনা তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
আরও পড়ুন: বাবার মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে প্রাণ হারাল মাদরাসাছাত্র
পাঁচলাইশ মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান জানান, শিশুর লাশ পড়ে থাকার খবর পেয়ে বেলা ১১টার দিকে মাদরাসার পেছন দিক থেকে আরমানের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। তার এক হাত ভাঙা এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।’
সিএমপির উপ কমিশনার (উত্তর) মোখলেছুর রহমান বলেন, চারতলা মাদরাসা ভবনটির ছাদে বাচ্চারা সবাই খেলছিল। হয়তো ছাদ থেকে নিচে পড়ে আরমানের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তারপরও আমরা বিষয়টি তদন্ত করে বের করবো।
আরও পড়ুন: পদ্মা নদীতে ডুবে মাদরাসাছাত্রীর মৃত্যু
এর আগে শনিবার বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের আল্লামা শাহ আছিয়র রহমান হেফজখানা ও এতিমখানা থেকে ইফতেখার মালেকুল মাশফি নামে এক শিশু ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মাদরাসার শিক্ষক আবু জাফরকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
২ বছর আগে