পাটপণ্য
নভেম্বরেই পাটপণ্যের মেলার আয়োজন করতে যাচ্ছে জেডিপিসি
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের (জেডিপিসি) উদ্যোগে ঢাকায় বসছে বহুমুখী পাটপণ্য মেলা ২০২৪।
আগামী ২৬ থেকে ৩০ নভেম্বর তেজগাঁওয়ের মনিপুরী পাড়ায় জেডিপিসি প্রাঙ্গণে ৫ দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলা আয়োজন করা হচ্ছে।
সোমবার (৪ নভেম্বর) তেজগাঁওয়ের জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) এক ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।
এই বহুমুখী পাটপণ্য মেলায় থাকছে পাটকেন্দ্রিক ফটোগ্রাফি ও রচনা প্রতিযোগিতাও।
ব্রিফিংয়ে জেডিপিসি’র নির্বাহী পরিচালক জিনাত আরা, এইচ অ্যান্ড এইচ ফাউন্ডেশনের সভাপতি এম সাফাক হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: পাট মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদলের সাক্ষাৎ
জিনাত বলেন, ‘পাট ও পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে এবং মানুষকে উৎসাহ দিতে মেলার আয়োজন করা হচ্ছে। সরকার পাট ও অন্যান্য পণ্য চালুর জন্য উদ্যোগ নিয়েছে। দেশের বিভিন্ন জায়গায় এই মেলার আয়োজন করা হবে।
মেলার উদ্বোধন করবেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. এম সাখাওয়াত হোসেন।
এম সাফাক হোসেন বলেন, ‘পাট বিষয়ে রচনা (এক হাজার থেকে তিন হাজার শব্দের মধ্যে) লিখতে গিয়ে প্রতিযোগিরা পাটের বিষয়ে আরও জানবে, আগ্রহী হবে। এর জন্য মন্ত্রণালয় ও জেডিপিসি এবং এইচ অ্যান্ড এইচ ফাউন্ডেশনের পেইজের মাধ্যমে নিবন্ধন করা যাবে। পাটের উৎপাদন ও পুরো সাপ্লাই চেইন ফটোগ্রাফির মাধ্যমে প্রদর্শনীতে ফুটিয়ে তোলা হবে।'
উল্লেখ্য, বহুমুখী পাটপণ্যের প্রচার ও পরিচিত করা এবং তা ব্যবহারে আকৃষ্ট করার লক্ষ্যে এই বহুমুখী পাটপণ্যের একক মেলা আয়োজনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ১ নভেম্বর থেকে সমগ্র বাংলাদেশে পলিথিন ব্যাবহার নিষিদ্ধ করা হয়েছে। তাই পলিথিন শপিং ব্যাগের বিকল্প হিসেবে পাটের ব্যাগ ব্যবহারের জনগণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এইচ অ্যান্ড এইচ ফাউন্ডেশন সোনালী আঁশ পাট দিয়ে স্থির চিত্র প্রদর্শনী, ফটোগ্রাফি ও রচনা প্রতিযোগিতার আয়োজন হচ্ছে। এতে সকলকে আমন্ত্রণ জানানো হবে।
প্রসঙ্গত, এ মেলায় বিভিন্ন ধরণের পাটপণ্যের প্রায় ৩০টি স্টল থাকবে। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত্রি ৮ টা পর্যন্ত মেলা চলবে। মেলায় বিভিন্ন প্রকার ব্যাগ, অফিস আইটেম, নার্সারি আইটেম, হোম টেক্সটাইল, পরিধেয় বস্ত্র, বিভিন্ন ধরণের জুতা ও শোপিসসহ ব্যবহারযোগ্য বহুবিধ পাটপণ্য সামগ্রী প্রদর্শন ও বিক্রয় করা হবে।
আরও পড়ুন: পাট, বস্ত্র ও জাহাজ নির্মাণ শিল্পে বিশ্বব্যাংককে বিনিয়োগের আহ্বান উপদেষ্টা এম সাখাওয়াতের
১০ ঘণ্টা আগে
বিশ্বব্যাপী পাটপণ্যের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে: পাটমন্ত্রী
বর্তমান টেকসই উন্নয়নের যুগে বিশ্বব্যাপী পরিবেশবান্ধব পাট ও পাটপণ্যের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাস্থ জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের (জেডিপিসি) প্যাভিলিয়নে বহুমুখী পাটপণ্যের প্রদর্শনী পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: দেশের বস্ত্রখাত এক মোড়লের উপর নির্ভরশীল নয়: পাটমন্ত্রী
তিনি বলেন, পাট আমাদের প্রধান রপ্তানি পণ্য ছিল। কিন্তু আমাদের গর্বের পাট অনেকটা হারিয়ে গিয়েছিল। পাটকে আবারও আমরা প্রধান রপ্তানি পণ্যের তালিকায় দেখতে চাই।
তিনি আরও বলেন, এবার আন্তর্জাতিক বাণিজ্য মেলায় স্থান সংকুলান না হওয়ায় মাত্র ২০জন উদ্যোক্তাকে উৎপাদিত বহুমুখী পাটপণ্য প্রদর্শনীর সুযোগ দেওয়া গেছে। তবে আগামী মেলায় আরও বড় প্যাভিলিয়ন নির্মাণ করে আরও বেশি উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনীর ব্যবস্থা করা হবে।
মন্ত্রী বলেন, আমি বহুমুখী পাটপণ্যের রপ্তানি বাড়াতে বেসরকারি খাতের উদ্যোগকে উৎসাহিত করার জন্য যা যা করণীয় আছে তাই করব।
আরও পড়ুন: পাট উৎপাদনে উৎসাহিত করা হবে: পাটমন্ত্রী
ভুল সিদ্ধান্তের কারণে বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে: বস্ত্র ও পাটমন্ত্রী
৮ মাস আগে
বহুমুখী পাটপণ্য মেলার শেষ দিনে ব্যাপক জনসমাগম
বহুমুখী পাটপণ্য মেলার শেষ দিনে ব্যাপক লোক সমাগম হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।
এর আগে রবিবার রাজধানীর ফার্মগেটের মনিপুরী পাড়ায় জুট ডাইভারসিফিকেশন প্রোডাক্ট সেন্টার (জেডিপিসি) এর প্রাঙ্গণে তিন দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলার আয়োজন করা হয়। মঙ্গলবার ছিল এ আয়োজনের শেষ দিন।
মেলায় ৩৩টি স্টলে বৈচিত্র্যময় পাটজাত পণ্যের উদ্যোক্তারা ২৮২টি পণ্য প্রদর্শন করেন। আর ৩৩ জন উদ্যোক্তার মধ্যে তিনজন সেরা ডিসপ্লে পুরস্কার পেয়েছেন।
হোলি ক্রাফট অ্যান্ড ফ্যাশনের সিইও মো. কামরুল হোসেন প্রথম পুরস্কার জিতেছেন, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছেন যথাক্রমে সুসং ফ্যাশনের মো. জাকিরুল ইসলাম ওকুল এবং ‘ক্র্যাফট ভিশন’-এর ইব্রাহিম খলিল।
মেলার সমাপনী অনুষ্ঠানে জেডিপিসির নির্বাহী পরিচালক এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আবুল কালাম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
তিনি বলেন, ‘এটা মাত্র শুরু। পাটের বহুমুখী পণ্য ব্যবহারে মানুষকে উৎসাহিত করতে বিভিন্ন শহরে এ ধরনের আরও মেলার আয়োজন করা হবে।’
আরও পড়ুন: নারীদের এগিয়ে চলা নিয়ে বইমেলায় আইরিশের ‘অপরাজিতা’
মোহাম্মদ আবুল কালাম বিদেশি ক্রেতাদেরও আকৃষ্ট করতে উদ্যোক্তাদের পণ্যের গুণগতমান উন্নত করার আহ্বান জানান।
মঙ্গলবার সন্ধ্যায় জেডিপিসি একটি শিল্প প্রতিযোগিতারও আয়োজন করে। শিল্পীরা সেখানে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উদযাপনের বিভিন্ন থিম আঁকেন।
শিল্পী রাশিদুল ইসলাম প্রথম, মনিরুল আলম দ্বিতীয় এবং এস এম মিজানুর রহমান তৃতীয় পুরস্কার পান।
টুইঙ্কল ক্রাফট ক্রাফটের স্বত্বাধিকারী মরিয়ম নার্গিস ইউএনবিকে বলেন, ইউরোপে বহুমুখী পাটজাত পণ্যের চাহিদা বাড়ছে। তিনি তরুণ উদ্যোক্তাদের বহুমুখী পাটজাত পণ্য উৎপাদন শুরু করার আহ্বান জানান।
আরও পড়ুন: বই মেলার ভার্চুয়াল প্লাটফর্মে ক্লাউড সার্ভিস দিচ্ছে হুয়াওয়ে
মানিকগঞ্জে আড়াই হাজার মুক্তিযোদ্ধার মিলন মেলা
২ বছর আগে