আস্থা
বিনিয়োগকারীদের আস্থা বাড়ায় ঘুরে দাঁড়াচ্ছে ডিএসই
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রেখেছে। সপ্তাহের ব্যবধানে বেঞ্চমার্ক সূচক উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, ‘আগাম শেয়ার নিষ্পত্তি, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) মাধ্যমে তারল্য সহায়তা এবং সম্ভাব্য মূলধন লাভের কর কমানোসহ বেশ কয়েকটি পদক্ষেপের কারণে বাজারের এই ইতিবাচক মনোভাব দেখা দিয়েছে।’
বিনিয়োগকারীদেরও সচেতনভাবে তাদের অবস্থান পরিবর্তন করতে দেখা গেছে। তারা হয় পূর্ববর্তী বিনিয়োগ থেকে মুনাফা সুরক্ষিত করেছে বা প্রতিশ্রুতিবদ্ধ উপার্জনের প্রতিবেদনসহ স্টকগুলোতে মূলধন পুনরায় বিনিয়োগ করেছে। এই নির্বাচনমূলক পদ্ধতি আশার সঞ্চার করায় সামগ্রিক বাজারের গতিতে অবদান রেখেছে।
আরও পড়ুন: বিক্রির চাপ বেশি সত্ত্বেও ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন ডিএসইতে
ডিএসইতে ৫৬৫ কোটি টাকার লেনদেন, বেড়েছে ২৫৭ কোম্পানির শেয়ার দর
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১৬ দশমিক ৯ পয়েন্ট বা ২ দশমিক ২ শতাংশ বেড়ে পাঁচ হাজার ৩১৬ পয়েন্টে অবস্থান করছে। আগের সপ্তাহের তুলনায় বাজার লেনদেন ৪৫ দশমিক ৪ শতাংশ বেড়ে ৬০৫ কোটি ৮০ লাখ টাকা হয়েছে।
আগের পাঁচ সপ্তাহে ৬১৬ পয়েন্ট হারানোর পর টানা দুই সপ্তাহে ২০২ পয়েন্ট যোগ করেছে ডিএসইএক্স।
ডিএসইর খাতভিত্তিক সূচকগুলোকেও বেশ ভালো করতে দেখা গেছে। ৩০টি শীর্ষস্থানীয় কোম্পানি নিয়ে গঠিত ডিএস৩০ ইনডেক্স ৩৯ পয়েন্ট বেড়ে এক হাজার ৯৬৫ পয়েন্টে লেনদেন শেষ করেছে। একইভাবে শরিয়াহভিত্তিক কোম্পানিগুলোর প্রতিনিধিত্বকারী ডিএসইএস সূচক ৪৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ৬ হাজার ৫০০ কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৭১ হাজার ৮০০ কোটি টাকায়।
বাজার কার্যকলাপের একটি প্রধান সূচক বাজার লেনদেন এই সপ্তাহে ৩ হাজার ২৯ কোটি টাকায় উন্নীত হয়েছে, যা আগের সপ্তাহের ২ হাজার ৮৩ কোটি টাকার লেনদেনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। এতে দৈনিক গড় লেনদেন হয়েছে ৬০৬ কোটি টাকা, যা আগের সপ্তাহের গড় ৪১৬ কোটি টাকার তুলনায় ৪৫ শতাংশ বেশি।
আরও পড়ুন: ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে ৫৫৬ কোটি টাকার লেনদেন
ডিএসইতে ঊর্ধ্বমুখী সূচকে লেনদেন, দর বেড়েছে ৩৭৩ কোম্পানির
১ মাস আগে
ডিবির প্রতি জনগণের আস্থা অর্জনের চেষ্টা করেছি: হারুন
গোয়েন্দা পুলিশ (ডিবি) থেকে ক্রাইম অ্যান্ড অপারেশনে (সিএন্ডও) বদলি করা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশীদ দৃঢ়ভাবে বলেছেন, কোটা আন্দোলনে সহিংসতা ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয়, এমন ব্যক্তিদের গ্রেপ্তার করা হবে না।
বৃহস্পতিবার(১ আগস্ট) সন্ধ্যায় মিন্টো রোডে ডিবি অফিস গেটে সাংবাদিকদের এ কথা বলেন।
হারুন জোর দিয়ে বলেন, ‘যারা মেট্রোরেলে অগ্নিসংযোগ, ভাঙচুর, সরকারি-বেসরকারি ভবনে অগ্নিসংযোগ এবং পুলিশ কর্মকর্তাদের হত্যার মতো ঘটনার সঙ্গে সত্যিই যারা জড়িত, তাদেরই বিচার করা হবে। অপরাধীদের কাউকেই ছাড় দেওয়া হবে না।’আরও পড়ুন: দাঙ্গাবাজ-নাশকতাকারীদের ছাড় দেওয়া হবে না: ডিবিপ্রধান হারুন
ডিবিতে নিজের দায়িত্বের মেয়াদের কথা তুলে ধরে হারুন বলেন, 'ডিবিতে আমার সোয়া তিন বছরে আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুসরণ এবং জনগণের আস্থা অর্জনের চেষ্টা করেছি। আমার পুরো মেয়াদে ডিবিকে সাধারণ মানুষের কাছে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্য ছিল।’
তিনি উল্লেখ করেন, তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি নতুন পদে পদায়ন করা হয়েছে। এখানে তিনি থানাগুলোকে জনসাধারণের জন্য একটি বিশ্বস্ত জায়গা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করবেন।
তিনি বলেন, ‘থানা মানুষের আশার শেষ বিন্দু। সাধারণ ডায়েরি বা মামলা দায়েরের জন্য মানুষ স্টেশনে এলে যাতে পরিষেবা পায় তা নিশ্চিত করাই আমার লক্ষ্য। থানাগুলোর প্রতি জনগণের আস্থা বাড়াতে আমি কাজ করব।’
কোটা আন্দোলনের সহিংসতার ঘটনায় দায়ের করা অসংখ্য মামলার বিষয়ে তার দৃষ্টিভঙ্গি জানতে চাইলে হারুন বলেন, 'ডিবিতে থাকাকালীন আমরা অনেক গুরুত্বপূর্ণ ঘটনা পরিচালনা করেছি। মতিঝিলে আওয়ামী লীগ নেতা টিপু হত্যাকাণ্ড থেকে শুরু করে এমপি আনার হত্যা মামলা পর্যন্ত আমরা সত্য উদঘাটনে ভালো তদন্ত করেছি। আমরা কোনও নিরপরাধ লোককে গ্রেপ্তার করিনি এবং জড়িত ব্যক্তিদের ক্ষমতা নির্বিশেষে, আমরা নিশ্চিত করেছি যে, দোষীরা বিচারের মুখোমুখি হবে।’
আরও পড়ুন: ছয় সমন্বয়ককে 'বিবৃতি দিতে বাধ্য করার' অভিযোগ ভিত্তিহীন ও গুজব: ডিবিপ্রধান হারুন
৪ মাস আগে
ডিএসসিসি ঢাকাবাসীর আস্থার আশ্রয়স্থল: ডিএসসিসি মেয়র
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘ডিএসসিসি ঢাকাবাসীর আস্থার আশ্রয়স্থল।’
নগর ভবন প্রাঙ্গণে বুধবার (৩ জুলাই) দুপুরে নগর ভবন অভ্যর্থনা ও তথ্যকেন্দ্র উদ্বোধনকালে ডিএসসিসি মেয়র এ কথা বলেন।
তিনি বলেন, ‘ঢাকাবাসীকে দ্রুততর সময়ে সুষ্ঠুভাবে আরও বেশি সেবা দিতেই নগর ভবন প্রাঙ্গণে ‘অভ্যর্থনা ও তথ্যকেন্দ্র’ প্রতিষ্ঠা করা হয়েছে।
আরও পড়ুন: ঈদের পরে পুরান ঢাকার রাসায়নিক গুদামের বিরুদ্ধে অভিযান: ডিএসসিসি মেয়র
মেয়র বলেন, ‘এখানে ঢাকাবাসী সরাসরি এসে জানতে পারবে যে- তার কাজের জন্য কোন জায়গায়, কোন দপ্তরে বা কোন কর্মকর্তার কাছে যেতে হবে, কী করতে হবে। এতে করে জনগণ তার প্রয়োজনীয় তথ্যগুলো পেয়ে যাবে এবং সুন্দরভাবে তার কাজ সম্পন্ন করে ফিরে যেতে পারবে। সুতরাং সেবাগুলো যেন আরও সুষ্ঠভাবে নিশ্চিত হয় ও ঢাকাবাসীর দোরগোড়ায় যেন পৌঁছানো যায়, সে জন্যই আমাদের এই উদ্যোগ।’
এই তথ্যকেন্দ্রের সেবা অবারিত রাখতে সিটি করপোরেশন সজাগ থাকবে জানিয়ে মেয়র বলেন, ‘আমাদের প্রশাসনিক সংস্কার যেমন চলমান রয়েছে তেমনি আমরা বিভিন্ন বিভাগে জনবল বৃদ্ধি করেছি। ফলে আমাদের সক্ষমতা বেড়েছে। বর্তমানে কোনো কাজের জন্য আমরা প্রকল্পের ওপর নির্ভর করি না। সব কাজই নিয়মিত সূচি অনুযায়ী রক্ষণাবেক্ষণ ও মেরামত করা হয়। এছাড়াও সেবার উৎকর্ষতা বাড়ানের পাশাপাশি সেবার মান যেন প্রতিনিয়ত বাড়ে, সেসব বিষয়ের ওপর আমরা নজর দিয়েছি। সুতরাং এই তথ্যকেন্দ্রের সেবা স্থায়ীভাবেই চালু থাকবে। এখান থেকে ঢাকাবাসী সহজে তাদের সেবা পাবে।’
উপস্থিত ছিলেন, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, পরিবহন মহাব্যবস্থাপক হায়দর আলী, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হকসহ করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আরও পড়ুন: জনঘনত্ব ও ঢাকামুখী অভিবাসন রোধ করলে সুফল পাওয়া যাবে: ডিএসসিসি মেয়র
ঢাকাবাসীকে ডেঙ্গু রোগ থেকে সুরক্ষায় এডিসের বিস্তার নিয়ন্ত্রণ করতে চাই: ডিএসসিসি মেয়র
৫ মাস আগে
আস্থা ও নির্ভরতায় শীপ ইন্টারন্যাশনাল হাসপাতালের প্রথম বছরপূর্তি
রোগীর সেবায় আন্তরিকতা ও দায়বদ্ধতার প্রত্যয় নিয়ে ১৮ জুন ২০২৩ রাজধানীর উত্তরায় অবস্থিত শীপ ইন্টারন্যাশনাল হাসপাতালের প্রথম বছরপূর্তি অনুষ্ঠান সম্পন্ন হয়।
রোগীদের দীর্ঘায়ু কামনা করে পবিত্র কোরআন তেলওয়াত, দোয়া আয়োজনের মধ্যে দিয়ে শীপ ইন্টারন্যাশনাল হাসপাতালের প্রথম বছরপূর্তি অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
আরও পড়ুন: ডুয়াউক’র বর্ণিল আয়োজনে উদযাপিত ঢাবি’র শত বছর পূর্তি
এ সময় উপস্থিত ছিলেন- শীপ ইন্টারন্যাশনাল হাসপাতালের ডেপুটি চেয়ারম্যান ও সিএফও হিদেও কোজিমা এবং মেডিকেল উপদেষ্টা, কার্ডিওলজি বিভাগের প্রধান এবং চিফ কনসালটেন্ট প্রফেসর ডা. সৈয়দ আলী আহসান, শীপ ইন্টারন্যাশনাল হাসপাতালের পরিচালক ফুতোশি কোনো, পরিচালক জনাব হিরোশি কুমাজাকি, জাপানিজ কার্ডিয়াক সার্জন ডা. কাজুইউকি ইশিবাশি, সার্জারি ডিপার্টমেন্টের চিফ কনসালটেন্ট ও করডিনেটর প্রফেসর ডা. ফিরোজ কাদেরসহ অন্যান্য চিকিৎসক, নার্স ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।
এদের উপস্থিতিতে কেক কাটা হয় ও হাসপাতালের বিভিন্ন বিভাগে রোগীর সেবায় অবদানের জন্য এবং কর্মীদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলায় বিজয়ীদের পুরষ্কৃত করা হয়।
অনুষ্ঠানে শীপ ইন্টারন্যাশনাল হাসপাতালের ডেপুটি চেয়ারম্যান ও সিএফও হিদেও কোজিমা বলেন, শীপ ইন্টারন্যাশনাল হাসপাতাল এক বছর অতিক্রম করেছে।
তিনি বলেন, আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্য নিয়ে শীপ ইন্টারন্যাশনাল হাসপাতাল যাত্রা শুরু করেছিলো, আমরা সেখানে সফলতা পেয়েছি।
আরও পড়ুন: বসুন্ধরার স্পন্সরশিপের কারণে ফেডারেশনের ৫০ বছর পূর্তি বয়কট করল ৩ ফিল্ম সোসাইটি
এছাড়া চিকিৎসার প্রয়োজনে রোগীরা আমাদের ওপর আস্থা রেখেছে।
তিনি তার বক্তব্যে বলেন, জাপানি মানসম্পন্ন স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে প্রাইভেট হেলথ সেক্টরে আমরা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, আমাদের চিকিৎসক ও নার্সদের দলগত ও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে রোগীকে সেবা প্রদান সত্যিই প্রশংসার দাবীদার।
এছাড়া ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
শীপ ইন্টারন্যাশনাল হাসপাতালের মেডিকেল উপদেষ্টা, কার্ডিওলজি বিভাগের প্রধান এবং চিফ কনসালটেন্ট প্রফেসর ডা. সৈয়দ আলী আহসান বলেন, আমাদের উৎকর্ষ মানসম্পন্ন জরুরি সেবার জন্যে ইতিমধ্যে আমরা পরিচিতি লাভ করেছি।
তিনি বলেন, আমরা আন্তর্জাতিক মানের হার্ট সেন্টার চালু করেছি। আমাদের ডায়ালাইসিস সেন্টার, মা ও শিশু বিভাগ সহ অন্যান্য সব ডিপার্টমেন্টকে আধুনিক যন্ত্রপাতি সম্বলিত দৃঢ় পরিষেবা কেন্দ্র হিসেবে গড়ে তুলেছি, যা ভবিষ্যতে আমরা আরও আধুনিক ও সম্প্রসারিত করবো ইনশাআল্লাহ।
এছাড়া অনুষ্ঠানে অন্যান্য পরিচালকগণ, চিকিৎসকগণ ও ডিপার্টমেন্ট প্রধানগণ বক্তব্য রাখেন। এ সময়ে হাসপাতালের চেয়ারম্যান জনাব হিরোইউকি কোবায়াশি এর শুভেচ্ছা বার্তাও পাঠ করে শোনানো হয়।
অনুষ্ঠান শেষে রোগী ও তাদের পরিজন এবং বিভিন্ন কর্পোরেট মেম্বারগণ ফ্রি স্বাস্থ্যসেবা গ্রহণসহ এবং জাপানিজ ফুড ফেস্টিভ্যাল, ম্যাজিক শো, গেম শো এর মত নানা আয়োজনে অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: ঐতিহাসিক শান্তি চুক্তির ২৫ বছর পূর্তি: বিশিষ্ট নাগরিকরা বলছেন প্রত্যাশা অপূর্ণ রয়ে গেছে
১ বছর আগে
জনগণের আস্থা ধরে রাখতে সেবা অব্যাহত রাখুন: পুলিশ সদস্যের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ সদস্যদের জনগণের যে আস্থা তারা অর্জন করেছেন তা ধরে রাখার লক্ষ্যে সেবা অব্যাহত রাখতে বলেছেন।
মঙ্গলবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সপ্তাহ-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, ‘“...মানবিক দিকগুলো মাথায় রেখে জনগণের সেবা করা, যাতে পুলিশ বাহিনীর প্রতি জনগণের বিশ্বাস ও আত্মবিশ্বাস অটুট থাকে।’
আরও পড়ুন: প্রযুক্তিভিত্তিক পুলিশ সেবা সম্প্রসারণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
তিনি বলেন, পুলিশ এখন জনগণের বাহিনী হিসেবে জনগণের সেবা করছে। অতীতে তারা (জনগণ) পুলিশের ভয়ে থাকতো।
তিনি আরও বলেন, ‘এখন তারা জানে যে পুলিশ তাদের সেবা করে ও তাদের পাশে দাঁড়ায় এবং জনগণের আস্থা অর্জন যেকোনো বাহিনীর জন্য খুবই গুরুত্বপূর্ণ।’
শেখ হাসিনা বলেন, তার সরকার দেশের পুলিশ বাহিনীকে উন্নত দেশের মানদণ্ডে উন্নীত করতে চায়। উন্নত দেশগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা আমাদের পুলিশ বাহিনীকে একটি দক্ষ ও চৌকস বাহিনী হিসেবে গড়ে তুলতে চাই এবং দেশকে উন্নয়নের দিকে নিয়ে যেতে চাই।
দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় কেউ যেন কোনো বাধা সৃষ্টি করতে না পারে তা নিশ্চিত করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
তিনি স্মরণ করেন যে বিরোধী বিএনপি-জামায়াত জোট ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে জনগণের ওপর অগ্নিসংযোগ চালিয়েছিল। দেশে এ ধরনের জঘন্য কর্মকাণ্ডের পুনরাবৃত্তি হবে না বলে তিনি আশা প্রকাশ করেন। সেইসব হামলা প্রতিহত করার জন্য তিনি পুলিশ বাহিনীসহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানান তাদের সাহসী ভূমিকার জন্য।
খোলা জিপে চড়ে প্রধানমন্ত্রী কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন। তিনি ২০২২ সালে সাহসী কাজের জন্য ১১৫ জন পুলিশ ও র্যাব সদস্যের মধ্যে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) প্রদান করেন। তাদের মধ্যে ১৫ জন বিপিএম-বীরত্ব, ২৫ জন পিপিএম-বীরত্ব, ২৫ জন বিপিএম-সার্ভিস ও ৫০ জন পিপিএম-সার্ভিস।
আরও পড়ুন: গ্যাস ও বিদ্যুতের নিরবিচ্ছিন্ন সরবরাহ পেতে উৎপাদন খরচ পরিশোধ করুন: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ‘২০২৩ নতুন অর্জনে পূর্ণ’ করার অঙ্গীকার সজীব ওয়াজেদের
১ বছর আগে
টি-২০ বিশ্বকাপ ২০২২: পেসারদের ওপর আস্থা বেড়েছে সাকিবের
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচেই ক্যারিয়ার সেরা বোলিং করেছেন তাসকিন আহমেদ। একই ম্যাচে তরুণ পেসার হাছান মাহমুদও ভালো করেছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, আশা করি বিশ্বকাপে পেসাররা এভাবেই পারফর্ম করে যাবে।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৯টায় সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগাররা।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘তাসকিন আমাদের দলের একজন অন্যতম নেতা। মাশরাফি জাতীয় দল ছাড়ার পর গত কয়েক বছরে তাসকিনের অনেক উন্নতি হয়েছে। তিন ফরম্যাটেই আমাদের দুর্দান্ত পেস-বোলিং আক্রমণ রয়েছে। আশা করি বিশ্বকাপেও তারা একই ধারা অব্যাহত রাখবে।’
হোবার্টে শেষ ম্যাচে বাংলাদেশ ঠাণ্ডা পরিবেশে খেলতে হলেও সিডনিতে ভালো আবহাওয়া পেতে যাচ্ছে। এটি টাইগারদের আরও ভালো পারফর্ম করতে সাহায্য করতে পারে।
আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপ ২০২২: বৃষ্টি আইনে আয়ারল্যান্ডের কাছে ৫ রানে হারল ইংল্যান্ড
একই ভেন্যুতে সুপার টুয়েলভের প্রথম ম্যাচে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০০ রানের বিশাল সংগ্রহ করেছিল। সিডনির উইকেট ব্যাটসম্যানদের জন্য সহয়াক হবে বলে মনে করা হচ্ছে। টস জেতা বড় ভূমিকা রাখতে পারে।
তবে টস জেতা বা না নিয়ে আলোচনায় সাকিবকে আগ্রহী মনে হয়নি।
টস খেলায় গুরুত্বপূর্ণ প্রভাব রাখতে পারে এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘টস আমাদের হাতে নেই, আমরা এই ম্যাচটি জেতার জন্য খেলবো, প্রথমে যাই করি না কেন আমাদের ভালো খেলতে হবে-সেটা বোলিং বা ব্যাটিং হোক।’
খারাপ আবহাওয়ার কারণে জিম্বাবুয়ের সঙ্গে গত ম্যাচে দক্ষিণ আফ্রিকা পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছিল। বাংলাদেশের বিপক্ষে হেরে গেলে ইভেন্টের পরবর্তী পর্বে খেলার সুযোগ তাদের সঙ্কুচিত হয়ে যাবে। সাকিব বলছেন, এই পরিস্থিতি দক্ষিণ আফ্রিকা আক্রমণাত্বক ক্রিকেট খেলবে।
বাংলাদেশ অধিনায়ক মনে করেন, সিডনির মাঠে স্পিনাররা কিছুটা সহায়তা পেতে পারেন। অধিনায়কের কথায় এটা স্পষ্ট যে পরের ম্যাচে অতিরিক্ত স্পিনার নিয়ে খেলতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে ইয়াসির আলীর জায়গায় মেহেদি হাসান মিরাজ একাদশে ঢুকতে পারেন।
এই ম্যাচের আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশ সাতটি টি-টোয়েন্টি খেলেছে। তার মধ্যে কোনো ম্যাচেই জয়লাভ করতে পারেনি বাংলাদেশ। তবে এবার বাংলাদেশের ভালো সুযোগ রয়েছে, বিশেষ করে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের পর টাইগাররা জয়ের ধারা অক্ষুণ্ণ রাখতে আত্মবিশ্বাসী।
আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপ: নেদারল্যান্ডসকে চেপে ধরেছে বাংলাদেশ
টি-২০ বিশ্বকাপ ২০২২: আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড
২ বছর আগে
আ.লীগের প্রতি জনগণের আস্থা সরকারের সাফল্যের চাবিকাঠি: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার বলেছেন, বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উন্নীত করতে আওয়ামী লীগের ওপর জনগণের আস্থাই তার সরকারের সাফল্যের চাবিকাঠি।
তিনি বলেন, ‘আমাদের ওপর যেমন জনগণের আস্থা ও বিশ্বাস রয়েছে, তেমনই তাদের ওপরও আমাদের আস্থা ও বিশ্বাস রয়েছে। বাংলাদেশ আজকে একটি উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে।’
রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি মিলনায়তনে অনুষ্ঠিত সাপ্তাহিক একনেক সভায় সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি সভায় যোগ দেন।
শেখ হাসিনা বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের ভোটে জয়ী হয়ে সরকার গঠন করেছে।
তিনি উল্লেখ করেন, সরকারের ধারাবাহিকতা দেশকে এগিয়ে নিতে এবং উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জনে সহায়তা করেছে।
সরকারপ্রধান বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই আমরা জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করি। আমাদের অর্জন যাই হোক, তা জনগণের অবদান।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ সন্তান হাসিনা জানান, দেশ ও জনগণের জন্য কাজ করতে তিনি সবসময় তার পিতার পথ ও আদর্শ অনুসরণ করেন।
তিনি বলেন, ‘আমরা স্বল্প-মধ্য এবং পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়েছি এবং সেগুলো বাস্তবায়ন করেছি। এছাড়াও, আমরা দীর্ঘমেয়াদী পরিপ্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করেছি, লক্ষ্য নির্দিষ্ট করেছি এবং দেশকে সে দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি।’
তিনি আরও উল্লেখ করেন, তার সরকার ২০০৮ সালের নির্বাচনের আগে ঘোষিত রূপকল্প ২০২১ বাস্তবায়ন করছে।
পড়ুন: তরুণদের উদ্যোক্তা হতে দক্ষতা অর্জনের আহ্বান প্রধানমন্ত্রীর
রিজার্ভ দিয়ে ৯ মাসের খাবার আমদানি করতে পারবো: শেখ হাসিনা
২ বছর আগে
গ্রাহকের টাকা ফেরত দিলে আস্থা ফিরবে ই-কমার্সে
ই-কমার্স প্রতিষ্ঠানগুলো গ্রাহকের টাকা ফেরত দিয়ে ব্যবসায় ফিরলে আস্থায় ফিরতে পারবে বলে মনে করছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইআইটি) এ এইচ এম সফিকুজ্জামান।তিনি বলেন, যে সকল ই-কমার্স প্রতিষ্ঠানগুলো এই বিষয়গুলোর ক্ষেত্রে লুকিয়ে থাকবে তারা মার্চের পরে আর পারবে না। এই তথ্যটা সবার মাধ্যমে জানাতে চাই।বুধবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দালাল প্লাস, বাংলাদেশ ডিল এবং আনন্দ বাজারের প্রতারিত গ্রাহকদের আটকে থাকা টাকা হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।সফিকুজ্জামান বলেন, যারা অফিস বন্ধ করে পালিয়ে বেড়াচ্ছে তারা গ্রাহকের টাকা শোধ করে ব্যাবসায় আসলে আস্থার জায়গায় ফিরে আসবে। আজকে দালাল প্লাসের ১০ জন গ্রাহককে ৯ লাখ সাত হাজার ৪৬৩ টাকা, বাংলাদেশ ডিলের ১০ গ্রাহককে পাঁচ লাখ ৪৬ হাজার ৪৯ টাকা এবং আনন্দের বাজার ১০ গ্রাহককে ৬ লাখ ৫ হাজার ৬৪৩ টাকা দেয়া হয়েছে।
এছাড়া আমরা আরও তিনটি প্রতিষ্ঠানের টাকা ফেরতের কার্যক্রম গুছিয়ে এনেছি। আগামী সপ্তাহে আবার বসে শ্রেষ্ঠ.কম, আলিফ ওয়ার্ল্ড, ধামাকার টাকাগুলো অনুষ্ঠানের মাধ্যমে ফেরত দিতে পারব। তাহলে সবমিলে ১১টি প্রতিষ্ঠান এই প্রক্রিয়ার মধ্যে আসবে।অতিরিক্ত সচিব বলেন, কিউকমের এখন পর্যন্ত ২৩ কোটি টাকা ফেরত দেয়া হয়েছে। তাদের টাকা সেটেল হয়ে গেছে, ফস্টারের সঙ্গে আমার কথা হয়েছে। দু'একদিনের মধ্যে আরও ৩৫ কোটি টাকা চলে যাবে। তাহলে কিউকমের ৬০ কোটি টাকার মধ্যে ৫৭ কোটি টাকার মতো পরিশোধ হয়ে যাবে, বাকি কিছু থাকতে পারে। তাদের ১০০ কোটি টাকার প্রোডাক্ট আছে সেগুলোও প্রক্রিয়া করা যাবে।
আরও পড়ুন: কাঁচা চামড়া রপ্তানির সিদ্ধান্ত নিলো বাণিজ্য মন্ত্রণালয়
কিউকমের মালিকের জামিন প্রসঙ্গে তিনি বলেন, জামিনের বিষয়ে আমরাও বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছি, ই-ক্যাবকে বলেছিলাম কোর্টে যোগাযোগ করার জন্য। তারা সেখানে গেছেন, সেটার রেজাল্টও আপনারা জানেন। একটা মামলার জামিন হয়ে গেছে। আমরা আশা করছি সে যদি লিগ্যাল প্রসিডিউরে আসতে পারলে কিউকমের আটকে থাকা প্রায় ৪শ' কোটি টাকা ফেরত দেয়া যাবে। এটি ফেরত দিতে পারলে বড় ধরনের রিলিফ হবে। এ কারণে আবারও বলব যারা যেখানে সমস্যায় আছে, গা ঢাকা দিয়ে আছে তারা যদি যোগাযোগ করে পজিটিভলি টাকাগুলো ফেরত দেয় তাহলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অ্যাডযাস্টমেন্টও আছে তাদেরকে আমরা আপাতত ডিস্টার্ব করব না।উল্লেখ্য, আমাদের ই-কমার্সের ২৪ টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কমপক্ষ ১১০ টি মামলা রয়েছে। প্রতিষ্ঠানগুলোর টাকা বিভিন্ন পেমেন্ট গেটওয়েতে আটকে আছে ৫০০ কোটি টাকা। এরমধ্যে ১০ থেকে ১১টি প্রতিষ্ঠান আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। তারমধ্যে আটটি প্রতিষ্ঠানের টাকা গ্রাহকদের ফেরত দেয়া প্রক্রিয়া শুরু হয়েছে।
আরও পড়ুন: ভোজ্যতেলের দাম বাড়ানোর আগে বিটিটিসির প্রতিবেদন চেয়েছে বাণিজ্য মন্ত্রণালয়
মনিটরিং টিমের অভিযান অব্যাহত রেখেছে বাণিজ্য মন্ত্রণালয়
২ বছর আগে