জালাল
‘মানসিক ও শারীরিকভাবে আনফিট’ সাকিব আপাতত ক্রিকেট থেকে দূরে থাকবেন: জালাল ইউনুস
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান দক্ষিণ আফ্রিকা সফরে যেতে প্রস্তুত নন।
বুধবার জালাল ইউনুস গণমাধ্যমকে বলেন, ‘আমি আজ সাকিবের সঙ্গে কথা বলেছি এবং তার পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসা করেছি। সাকিব জানান, সে শারীরিক ও মানসিকভাবে আনফিট। তিনি দক্ষিণ আফ্রিকা সফরে যেতে অনিচ্ছুক।’
তিনি আরও বলেন, এপ্রিলের শেষ পর্যন্ত সাকিবকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
জালাল ইউনূস আরও বলেন, ‘আমি বোর্ডের সভাপতি, সিইও এবং অন্যান্য বোর্ড পরিচালকদের সঙ্গে কথা বলে তাকে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। কারণ সে মানসিক এবং শারীরিক ক্লান্তিতে ভুগছেন। সে এখন সব ধরনের ক্রিকেটের বাইরে থাকবেন।’
আরও পড়ুন: বিসিবি সাকিবের পেছনে ছুটতে পারে না: খালেদ মাহমুদ
তার মানে হলো ঢাকা প্রিমিয়ার ডিভিসন ক্রিকেট লিগে এই অলরাউন্ডার খেলতে পারে। ঢাকায় ৫০ ওভারের এই আসরে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলার কথা রয়েছে সাকিবের।
জালাল ইউনুস বলেন, ‘সে মিডিয়াকে বলেছে যে সে এখন খেলার জন্য মানসিকভাবে ফিট নয়। এখন আপনি কি এমন কাউকে দিয়ে জোর করে খেলাতে পারবেন যে ফিট না? আমরা তাকে ভাবতে আরও কয়েকদিন সময় নিতে বলেছিলাম। সে আমাদের বলেছে সে খেলতে প্রস্তুত নন।’
বিসিবি সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফরের জন্য দুটি স্কোয়াড ঘোষণা করেছে। যেখানে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা রয়েছে। সাকিবও এই দলে ছিলেন।
তবে রবিবার সাকিব জানিয়েছেন, মানসিক ও শারীরিক ক্লান্তির কারণে এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেট খেলার মতো অবস্থা নেই তার।
একই সময়ে, ৩৪ বছর বয়সী এই অলরাউন্ডার বলেন, তিনি লাল বলের ক্রিকেটের পরিবর্তে সাদা বলের ক্রিকেটে বেশি মনোযোগ দিতে পছন্দ করেন।
আরও পড়ুন: বাংলাদেশ-আফগানিস্তান ২য় টি-টোয়েন্টি ম্যাচে ওয়ার্নের জন্য এক মিনিট নীরবতা: বিসিবি
জালাল ইউনুস বলেন, ‘এই বিরতির পর সাকিবকে সব ফরম্যাটেই পাওয়া যাবে কিনা, তা পরিষ্কার নয়। সে আগামীকাল (বৃহস্পতিবার) সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরবেন। এর পরে সে তার ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করতে বোর্ডের সঙ্গে বসতে চান।’
সাকিব এবারই প্রথম বিদেশ সফর এড়িয়ে যাচ্ছেন না। এর আগে, তিনি ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ খেলতে যাননি। সে নিউজিল্যান্ডে শেষ দুটি সফরও এড়িয়ে গিয়েছেন এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশ নেয়ার জন্য সে শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি সিরিজ খেলা বাদ দেন।
বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বর্তমান বোর্ডের পরিচালক খালেদ মাহমুদ সম্প্রতি বলেছেন সাকিব, মুশফিকুর (রহিম), তামিম (ইকবাল) এবং মাহমুদুল্লাহ (রিয়াদ) এর মতো সিনিয়র খেলোয়াড়রা তাদের ক্যারিয়ারের শেষের দিকে। তাই বোর্ডের উচিত নতুন মুখদের পরিচয় করিয়ে দেয়া। যারা দীর্ঘ সময়ের জন্য জাতির সেবা করতে পারবে।
মঙ্গলবার তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমাদের এ সত্য মেনে নিতে হবে। সাকিব খেলতে না চাইলে বোর্ড তার কেয়ার করে না। আমাদের নতুন খেলোয়াড়দের সামনে আনতে হবে।’
আরও পড়ুন: টাইগারদের নতুন বোলিং কোচ অ্যালান ডোনাল্ড
২ বছর আগে