অজয় দেবগনের ওয়েব সিরিজ
রুদ্র দ্য এইজ অব ডার্কনেস: ওটিটি প্ল্যাটফর্মে সুপারস্টার অজয় দেবগন
রুদ্র দ্য এইজ অব ডার্কনেস দিয়ে ওটিটি প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ করলেন বলিউড সুপারস্টার অজয় দেবগন। গত ৪ মার্চ ২০২২ শুক্রবার বিখ্যাত ডিজনী প্লাস হটস্টারে সম্প্রচারিত হলো ওয়েব সিরিজটি। শুভ মহরোতের দিন থেকেই ভক্ত ও সমালোচকদের প্রশংসায় ভাসছে ওটিটি প্রোগ্রামটি। ওয়েব সিরিজের জনপ্রিয় ট্রেন্ডের সাথে একীভূত হয়ে অজয় দেবগনের চিরায়ত পুলিশি ভূমিকা সাদরে গ্রহণ করলেন দর্শকরা। রহস্য, উত্তেজনা ও নাটকীয়তায় ওয়েব কন্টেন্টটি ভারতীয় ভিডিও স্ট্রীমিং সাইটটির সর্বোচ্চবার দেখা প্রোগ্রাম হিসেবে কন্টেন্ট টপচার্টে অবস্থান করছে। চলুন, নতুন সিরিজটির ব্যাপারে বিস্তারিত জেনে নেয়া যাক।
রুদ্র দ্য এইজ অব ডার্কনেস-এর চিত্রনাট্য
সিরিজটি মুম্বাই কেন্দ্রিক এক অন্ধকার জগতের প্রেক্ষাপটে রচিত। একদিকে অত্যন্ত বুদ্ধিমান অপরাধী আরেকদিকে তাদের পিছু গোয়েন্দাদের ধাওয়া করার ঘটনাকে নাট্যরূপ দেয়া হয়েছে এখানে। প্রতিটি পর্বে নতুন নতুন হুমকিগুলো যেন একেকটা টাইম বম্ব। যে কোন সময় বিস্ফোরণের পূর্বাভাসে শিরদাঁড়া বেয়ে হিম শীতল অনুভূতির যোগান দেয়।
শিরোনামের রুদ্র পুলিশের একজন ডেপুটি কমিশনার বা ডিসিপি। তুখোড় অপরাধী ও খুনিদের অনুসরণ করতে যেয়ে তার বন্ধুত্ব হয় ডক্টর আলিয়া চোকসির সাথে। ধীরে ধীরে অন্ধ জগতের অলিতে গোলিতে সাইকোপ্যাথিক গোলকধাঁধায় জড়িয়ে যেতে থাকে গোয়েন্দা রুদ্র বীর সিং।
আরও পড়ুন: প্রথমবারের মতো নুসরাত ফারিয়ার বিপরীতে যশ
ব্রিটিশ লেখক নীল ক্রসের বইয়ের উপর নির্মিত টিভি সিরিজ লুথার-এর বলিউড ভার্সন এই রুদ্র দি এইজ অফ ডার্কনেস।
রুদ্র দ্য এইজ অব ডার্কনেস-এর নেপথ্যে যারা আছেন
ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন রাজেশ মাপুস্কার। খুব অল্প বয়সে চিত্রজগতে আসা এই ভারতীয় পরিচালক কাজ করেছেন মুন্না ভাই এমবিবিএস ও থ্রি ইডিয়টসের মত ব্লকবাস্টার সিনেমাগুলোতে। তাঁর ২০১৬ সালের মারাঠি ভাষার চলচ্চিত্র ভেন্টিলেটরের জন্য তিনি সেরা পরিচালক হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এই সিরিজে তাঁর পরিচালনা ইতোমধ্যে দর্শক সহ চলচ্চিত্র সমালোচকদের থেকে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
সিরিজটির সঙ্গীত আয়োজনে ছিলেন সিদ্ধার্থ পাণ্ডিত ও জাপজীসিং ভালেছা। অন্তরা লাহিড়ীর সম্পাদনায় সিরিজটি নিজের একটি সপ্রতিভ অবস্থান তৈরি করেছে ভারতের আধুনিক ধারাবাহিকগুলোর মধ্যে। সামগ্রিক ভাবে সিরিজটির প্রযোজনায় ছিলেন ভারতের স্বনামধন্য মিডিয়া ব্যবসায়ীদের মধ্যে অন্যতম ব্যক্তিত্ব সামীর নায়ার।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের আগেই বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘দ্য ব্যাটম্যান’
২ বছর আগে