পা বিচ্ছিন্ন
নড়াইলে প্রতিপক্ষের হামলায় যুবকের হাত-পা বিচ্ছিন্ন
নড়াইলের কালিয়ায় প্রতিপক্ষের কোপে এক যুবককের হাত ও পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়েছে। এসময় আহত হয়েছেন আরও পাঁচ জন।
শনিবার সকালে উপজেলার চাচুড়ি বাজারের বকুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: লোহাগড়ায় কুপিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতার হাত বিচ্ছিন্নের অভিযোগ
গুরুতর আহত শারাফাত শেখ (৩৫) উপজেলার চন্দ্রপুর গ্রামের মৃত সোলেমান শেখের ছেলে এবং ঈগল পরিবহনের চাচুড়ি বাজারের কাউন্টার ম্যানেজার।
আহতরা হলেন-কালিয়া উপজেলার চন্দ্রপুর গ্রামের মৃত সোলেমান শেখের ছেলে ফুলমিয়া শেখ (৫০), নুরু মিয়া শেখের ছেলে শামীম শেখ (২৫), নিলু শেখের ছেলে পলাশ শেখ ও অলিয়ার মোল্যার ছেলে লোকমান মোল্যা (৪৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চন্দ্রপুর গ্রামের রবিউল মোল্যা ও আতাউর মৃধা পক্ষের মধ্যে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে স্থানীয়ভাবে উত্তেজনা বিরাজ করছিলো।
এরই জেরে শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে শারাফাত শেখ চাচুড়ি বাজারের বকুলতলায় ঈগল পরিবহনের কাউন্টরের সামনে দাঁড়িয়ে ছিলেন। এসময় রবিউল মোল্যা পক্ষের লোকজন শারাফাতকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
এতে তার বাঁ হাতের কব্জি ও পা শরীর থেকে বিছিন্ন হয়ে যায়। এসময় তাকে বাঁচাতে যাওয়া তার ভাই ফুলমিয়া শেখ, ভাতিজা শামীম শেখসহ পাঁচ জনকে কুপিয়ে জখম করে হামলাকারীরা।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দু’জনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। বাকি আহতদের স্থানীয় হাসপাতালেই ভর্তি করা হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বলেন, ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।
এ বিষয়ে পুলিশ সুপার মোছা. সাদিরা খাতুন বলেন, ওই এলাকায় দীর্ঘদিন গ্রাম্য দলাদলি আছে। আমরা নজর রাখছি আর যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।
আরও পড়ুন: তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, সারাদেশের সঙ্গে খুলনার যোগাযোগ বিচ্ছিন্ন
সিলেটে জমি নিয়ে বিরোধ, যুবকের কব্জি বিচ্ছিন্ন
১ বছর আগে
দোছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে ব্যক্তির পা বিচ্ছিন্ন
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে আব্দুল কাদের নামে এক ব্যক্তির পা উড়ে গেছে। চোখসহ শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়ে গেছে। মঙ্গলবার দুপুরের দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ছেড়াকুম এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
দোছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইমরান জানান, মঙ্গলবার দুপুরে এই ঘটনার পর রাত ৮ টার দিকে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়।
আহত কাদেরর সঙ্গে থাকা মোহাম্মদ হোসাইন জানান, সীমান্ত এলাকায় গরু আনতে গিয়ে মাইন বিস্ফোরণের শিকার হয় কাদের। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।
আরও পড়ুন: রেজুআমতলী সীমান্তে মিয়ানমারের ফের গোলাগুলিতে স্থানীয়রা আতঙ্কিত
কক্সবাজার সদর হাসপাতালের মেডিকেল অফিসার তারেকুল ইসলাম জানান, কাদেরের ডান পায়ের হাঁটু পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে গেছে। চোখেও মারাত্মক আঘাত পেয়েছেন। তাছাড়া শরীরের বিভিন্ন অংশে আঘাত পাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক। তাই তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
গত দুই মাস ধরে বাংলাদেশের ঘুমধুমের তুমব্রুতে মিয়ানমারের পাশ থেকে গোলাগুলি চলছে। গত ১৬ সেপ্টেম্বর জিরো পয়েন্ট রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমার সেনাবাহিনীর ছোড়া মর্টার শেল বিস্ফোরণে মোহাম্মদ ইকবাল নামে এক রোহিঙ্গা শিশু নিহত এবং পাঁচ জন আহত হন।
আরও পড়ুন: মিয়ানমার সীমান্তে গোলাবর্ষণে রোহিঙ্গা কিশোর নিহত, আহত ৫
একই দিনে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে আরেক বাংলাদেশি যুবক গুরুতর আহত হন।
আহত অঙ্গনথোয়াই তঞ্চঙ্গ্যা (২২) উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাসিন্দা।
২ বছর আগে
লঞ্চ ও পন্টুনের চাপা খেয়ে নারীর পা প্রায় বিচ্ছিন্ন
বরিশালের মেহেন্দীগঞ্জে লঞ্চ ও পন্টুনের মাঝে চাপা খেয়ে রিনা আক্তার নামে (২৯) এক নারীর পা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। রবিবার রাত ৯টার দিকে উপজেলার উলানিয়া কালীগঞ্জ লঞ্চঘাটে এ ঘটনা ঘটে।
পরে সোমবার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠিয়েছে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসাপাতালের চিকিৎসকরা।
মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, যতটুকু জেনেছি রিনা আক্তারকে প্রথমে উদ্ধার করে রবিবার রাতেই মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে থেকে রাতেই শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।
তবে এখন তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন: লঞ্চ-বাল্কহেড সংঘর্ষে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার
তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে আমরা খোঁজ খবর রাখছি। তবে থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি, অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এদিকে থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম বলেন, আহত রিনা আক্তার তার মা ফাতেমা বেগমকে ঢাকাগামী লঞ্চে উঠিয়ে দিতে লঞ্চঘাটে গিয়েছিলেন। এমভি ফারহান-৪ লঞ্চটি ঘাটে ভিড়লে রিনা আক্তার তার মা ফাতেমা বেগমকে নিয়ে লঞ্চে উঠছিলেন।
এসময় লঞ্চ ও পল্টুনের মাঝে চাপা লেগে বাম পা গুরুতর জখম হয়। প্রচুর রক্তক্ষরণের পাশাপাশি হাটুর নিচের অংশ চামড়ার সঙ্গে ঝুলছিল। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে তার পায়ের অবস্থা এতটাই খারাপ ছিল যে তাকে এখানে রাখা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, রিনা আক্তারের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। পাশাপাশি এই ঘটনায় লঞ্চ চালক, মাস্টার বা স্টাফদের কোনো ধরনের গাফলতি কিংবা অবহেলা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম বলেন, রবিবার রাত ১১টার দিকে হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের অপারেশন থিয়েটারে নেয়া হয়েছিল রিনা বেগমকে। ক্ষতিগ্রস্ত পায়ের হাটুর নিচে থেকে হাড় গুড়োগুড়ো হয়ে গেছে।
তারপরও পা না কেটে সবকিছু ম্যানেজ করে ব্যাক স্লাব দিয়ে রাখা হয়েছিল। পরে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।
আরও পড়ুন: লঞ্চ ভাড়া প্রতি কিলোমিটারে কমল ১৫ পয়সা
ঝড়ের কবলে লঞ্চ, ৭০ যাত্রী উদ্ধার
২ বছর আগে
রেললাইনে গেম খেলার সময় ট্রেনে কাটা পড়ে যুবকের পা বিচ্ছিন্ন
খুলনায় রেললাইনে বসে মোবাইল ফোনে পাবজি গেম খেলার সময় ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে এক যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানা গেছে। শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে নগরীর নিউমার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পা হারানো জিহাদ (২০) নগরের বসুপাড়া এলাকার বাচ্চু হাওলাদারের ছেলে।
আরও পড়ুন: খুলনায় মস্তক ও হাত-পা বিচ্ছিন্ন যুবকের খণ্ড লাশ উদ্ধার
খুলনা রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার আশিক আহমেদ জানান, শুক্রবার সন্ধ্যায় খুলনা রেলস্টেশনের অদূরে রেললাইনে বসে পাঁচ বন্ধুর সঙ্গে বসে জিহাদ মোবাইল ফোনে পাবজি গেম খেলছিলেন। পুরাতন স্টেশন থেকে একটি ইঞ্জিল নতুন স্টেশনের দিকে আসছিল। হর্ন দিলেও কানে হেডফোন থাকায় শুনতে পাননি জিহাদ। যার কারণে বাকি বন্ধুরা সরে গেলেও জিহাদ সরতে পারেনি। এ সময় লাইনের ওপর জিহাদের থাকা বাম পা ইঞ্জিনে কাটা পড়ে। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: সাভারে ট্রাকচাপায় নিহত ১, গার্মেন্টস শ্রমিকের পা বিচ্ছিন্ন
২ বছর আগে