মেডিসিন
করোনা মোকাবিলায় ঢাকা-দিল্লি সহযোগিতার প্রশংসা প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনার সময় বাংলাদেশ ও ভারতের মধ্যে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বিনিময়কে ‘ভালো প্রতিবেশী’ কূটনীতির রোল-মডেল হিসেবে বিবেচনা করা হয়েছে।
মঙ্গলবার ভারতের গুজরাট রাজ্যের জামনগরে গ্লোবাল সেন্টার ফর ট্র্যাডিশনাল মেডিসিন (জিসিটিএম) এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একটি ভিডিও বার্তায় বলেন, ‘পুরো বিশ্ব দেখেছে কীভাবে দুই প্রতিবেশী দেশ একে অপরকে সমর্থন করে এবং সঙ্কটের সময়ে একসঙ্গে কাজ করে।
তিনি বলেন, আধুনিক মেডিসিনের সঙ্গে ট্র্যাডিশনাল মেডিসিনের চর্চা হলে সবার জন্য মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে আরও ভালো ফলাফল পাওয়া যাবে।
আরও পড়ুন: মেগা প্রকল্পে বদলে যাবে দেশের অর্থনীতি: প্রধানমন্ত্রী
তিনি আস্থা ব্যক্ত করেন যে গ্লোবাল সেন্টার ফর ট্র্যাডিশনাল মেডিসিন প্রমাণ-ভিত্তিক গবেষণা এবং ট্র্যাডিশনাল মেডিসিনের মানদণ্ডের জন্য একটি বৈশ্বিক কেন্দ্র হিসেবে আবির্ভূত হবে।
তিনি বলেন, এসডিজি-৩ লক্ষ্য অর্জনে ইউনানি, আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক চিকিৎসা পরিষেবার সম্ভাব্য অবদানকে আমরা আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছি।
প্রধানমন্ত্রী বলেন,‘আমরা আমাদের পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে যৌথ চিকিৎসা গবেষণা প্রকল্পগুলোকে ইতিবাচকভাবে বিবেচনা করব।
তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অধীনে করোনা নিয়ন্ত্রণে এবং ব্যাপক টিকাকরণ কভারেজ অর্জনে দেশটির সরকারের প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়।
আরও পড়ুন: সব উপজেলায় সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী
২ বছর আগে
বরিশালে শেবাচিম হাসপাতাল থেকে ভুয়া চিকিৎসক আটক
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক ভুয়া চিকিৎসককে আটক করেছে পুলিশ।
শনিবার বেলা পৌনে ১টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলার শিশু মেডিসিন ওয়ার্ডের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক রাকিবুল ইসলামের বাড়ি ঝালকাঠি পৌর এলাকায়।
আরও পড়ুন: ‘অফিস সহায়ক’ পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ২
হাসপাতালের সহকারী পরিচালক ডা. মনিরুজ্জামান জানান, সকাল থেকে হাসপাতালের শিশু মেডিসিন ওয়ার্ডের সামনে এ্যাপ্রন পরা অবস্থায় ও গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে ঘুরছিল রাকিব। তখন ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসকরা পরিচয় জানতে চায়। রাকিব নিজেকে চিকিৎসক পরিচয় দেয়। তাকে ওয়ার্ডের চিকিৎসকদের কক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সে যে ভুয়া চিকিৎসক তা স্বীকার করে। পরে তাকে পুলিশে দেয়া হয়।
বরিশাল কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তা ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেয়া হবে। তার অন্য কোনো মতলব ছিল কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ঢাকায় আটক ৪
২ বছর আগে