তূর্ণা-নিশিতা
নরসিংদীতে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকার উল্টে নিহত ১, আহত ৫
নরসিংদীর পলাশে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের এক যাত্রী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও পাঁচ জন। শুক্রবার রাত দেড়টার দিকে উপজেলার ঘোড়াশাল রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইউসুফ আলী (৩০) শিবপুর উপজেলার দত্তেরগাঁও এলাকার মনোউদ্দিন ভূইয়ার ছেলে। আহতরা হলেন, দত্তেরগাঁও এলাকার আবু হানিফার ছেলে মোকাররম মিয়া (২৬), মাসুম মিয়ার ছেলে মো. রেদুয়ান (৯) ও মো. আবদুল্লাহ (১০), মাহবুব (৩৫) এবং পলাশের চরসিন্দুর এলাকার আনিস মিয়ার ছেলে আল আমিন মিয়া (৪৩)।
আরও পড়ুন: সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় নদীতে পড়ে স্কুলছাত্র নিহত
স্থানীয়রা জানায়, রাত দেড়টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী তূর্ণা-নিশিতা এক্সপ্রেস ঘোড়াশাল রেলস্টেশন অতিক্রম করছিল। একই সময় স্টেশনের পূর্ব পাশের ক্রসিং দিয়ে রাস্তা পার হচ্ছিল একটি প্রাইভেটকার। এসময় ট্রেন ও প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি উল্টে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং গাড়িতে থাকা আরও পাঁচ যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী জানান, প্রাইভেটকারে থাকা ছয়জনের মধ্যে আহত মাহবুব বিদেশগামী ছিলেন। শিবপুরের নিজ বাড়ি থেকে সবাই বিদেশগামী ওই ব্যক্তিকে নিয়ে ঘোড়াশাল রেলক্রসিং হয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন।
আরও পড়ুন: বগুড়ায় ট্রেনের ধাক্কায় সাবেক ইউপি সদস্য নিহত
নিহতের লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান তিনি। রেলক্রসিংটি অরক্ষিত ছিল বলে জানা গেছে।
২ বছর আগে