গান বাংলা
অভিনেত্রী শমী কায়সার ও গান বাংলার তাপস ৩ দিনের রিমান্ডে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার ঘটনায় করা মামলায় অভিনেত্রী শমী কায়সার ও বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৬ নভেম্বর) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজজামানের আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মৃত্যুঞ্জয় পন্ডিত তাদের ৭ দিনের রিমান্ড আবেদন করেন।
আরও পড়ুন: তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের মামলায় শহিদুল আলমের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম স্থগিত
রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন।
মঙ্গলবার রাতে উত্তরা থেকে শমী কায়সারকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম ও পূর্ব থানা পুলিশ। আর ৪ নভেম্বর উত্তরা থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার কৌশিক হোসেন তাপসকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, গত ১৮ জুলাই ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীসসহ অন্যান্যরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাইস্কুলের সামনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ হামলা চালায় এবং গুলিবর্ষণ করে।
এসময় ইসতিয়াকের পেটে গুলি লাগে। তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় ২৯ অক্টোবর ইশতিয়াক বাদী হয়ে পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ১২৬ জনের নাম উল্লেখসহ মামলা দায়ের করেন।
এ মামলার এজাহারভুক্ত ৯ নম্বর আসামি হলেন তাপস।
আরও পড়ুন: আরও এক মামলায় গ্রেপ্তার দেখানো হলো হাজী সেলিমকে
২ সপ্তাহ আগে
কারাগারে গান বাংলার তাপস, ৬ নভেম্বর রিমান্ড শুনানি
উত্তরা পূর্ব থানায় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলায় গান বাংলা চ্যানেলের চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান এ আদেশ দেন।
এর আগে, তাপসকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়।
আরও পড়ুন: সাবেক মন্ত্রী ওবায়দুল মোকতাদির ৫ দিনের রিমান্ডে
কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তরা পূর্ব থানার এসআই মো. মহিববুল্লাহ আদালতে উপস্থিত না থাকায় আসামিকে কারাগারে পাঠিয়ে আগামী ৬ নভেম্বর রিমান্ড শুনানির দিন ধার্য করেন আদালত।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাই স্কুলের সামনে আন্দোলনকারীদের ওপর আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনগুলো হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। সেসময় ইশতিয়াকের পেটে গুলি লাগে।
এ ঘটনায় ২৯ অক্টোবর ইশতিয়াক বাদী হয়ে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ১২৬ জনের নাম উল্লেখ করে মামলা করেন। এ মামলার এজাহারনামীয় ৯ নম্বর আসামি তাপস।
সোমবার গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
আরও পড়ুন: সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ৪ দিনের রিমান্ডে
২ সপ্তাহ আগে
ঢাকায় পৌঁছেছেন বলিউড অভিনেত্রী সানি লিওন
জনপ্রিয় বলিউড সুপারস্টার করনজিৎ কৌর ওয়েবার ওরফে সানি লিওন শনিবার বিকেলে ঢাকায় পৌঁছেছেন।
সানি বিমানবন্দরে তোলা তার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে লিখেছেন: ‘এই সুন্দর দেশে আসতে পেরে আমি খুব খুশি!’
পরে তিনি তার ইনস্টাগ্রামে আরেকটি ছবি পোস্ট করে লিখেছেন: ‘ঢাকায় পরিবারের সঙ্গে আনন্দময় কিছু সময়!’
এই পোস্টটি তিনি গায়ক-সংগীত পরিচালক এবং গান বাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কৌশিক হোসেন তাপসকে ট্যাগ করেছেন।
ধারণা করা হচ্ছে, সানি লিওন আরও কয়েকজন ভারতীয় শিল্পীর সঙ্গে একটি পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় এসেছেন।
সেলিম খান প্রযোজিত শামীম আহমেদ রনি পরিচালিত বাংলাদেশি চলচ্চিত্র ‘সোলজার’-এ সানি লিওনকে অভিনয়ের কথা থাকলেও, সানি লিওনের ওয়ার্ক পারমিট বাতিল করা হয়।
আরও পড়ুন: রুদ্র দ্য এইজ অব ডার্কনেস: ওটিটি প্ল্যাটফর্মে সুপারস্টার অজয় দেবগন
প্রযোজনা প্রতিষ্ঠান ‘চেয়ারম্যান ফিল্ম সিন্ডিকেট’ নিয়ম মেনে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করে। ২ মার্চ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সানি লিওন এবং আরও ১০ জন ভারতীয় শিল্পীকে ছবিটিতে অংশ নেওয়ার জন্য বাংলাদেশে আসার অনুমতি দেয়।
শুধুমাত্র সানির ওয়ার্ক পারমিট বাতিল করা হয়েছিল।
৯ মার্চ জারি করা একটি গেজেট অনুসারে, অনিবার্য কারণে অভিনেত্রী করণজিৎ কৌর ওয়েবারের ওয়ার্ক পারমিট বাতিল করা হয়েছে।
অন্যদিকে, অন্যান্য ভারতীয় শিল্পীকে কিছু শর্তে ৫ মার্চ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত ছবিটির শুটিং করার অনুমতি দেয়া হয়েছে।
জানা গেছে, চলতি সপ্তাহেই বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে সানি লিওনের।
আরও পড়ুন: বিয়ে বাড়িতে হলো ‘গুণিন’ সিনেমার প্রিমিয়ার!
অবশেষে মুক্তি পাচ্ছে রাজ-পরীর ‘গুণিন’
২ বছর আগে