রাসায়নিক কারখানা
নারায়ণগঞ্জে রাসায়নিক কারখানায় আগুন
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার দুপ্তরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) শাহজাহান সিকদার জানান, দুপুর ১টা ৩৫ মিনিটে এসপি কেমিক্যালসে আগুন লাগে।
তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।
আরও পড়ুন: কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে
আগুনে পুড়ছে কড়াইল বস্তি
১ বছর আগে
নারায়ণগঞ্জে রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ড, দগ্ধ ৮
জেলার রূপগঞ্জ উপজেলার দক্ষিণ গোলাকান্দইলে বুধবার ভোর রাতে একটি রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ঘুমন্ত অবস্থায় আটজন শ্রমিক দগ্ধ হয়েছেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আরেফিন জানান, ভোর রাত ৩টার দিকে লিলি কেমিক্যাল কারখানায় আগুন লাগে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে।
তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
দগ্ধরা হলেন-বায়েজিদ, রোকন, খাদেমুল, সজীব, রিপন, মেহেদী, রাসেল ও আকালুর। তাদের ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আরেফিন বলেন, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ফায়ার সার্ভিসের কর্মীরা ধারণা করছেন। আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
পড়ুন: রাজধানীর খিলগাঁও ও পোস্তগোলায় অগ্নিকাণ্ড
সদরঘাটে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
২ বছর আগে
চীনে রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু
উত্তর চীনের মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলে সোমবার একটি রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডে সাত জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
বাওতু শহরের হন্ডলন জেলায় রাত ২টা ৮ মিনিটে আগুনের সূত্রপাত হয় এবং প্রায় এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে। এতে সাত জন নিখোঁজ হন।
আরও পড়ুন: চীনের কাছে সামরিক সহায়তা চেয়েছে রাশিয়া: দাবি যুক্তরাষ্ট্রের
সোমবার সকাল ৬টায় ৪০ মিনিটে উদ্ধার কাজ শেষ হলে নিখোঁজ সকলকে মৃত পাওয়া যায়। দুর্ঘটনার কারণ জানতে অনুসন্ধান চলছে।
২ বছর আগে