শিয়ালের মাংস বিক্রি
চাঁদপুরে প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, ক্ষমা চাইলেন দিনমজুর
চাঁদপুর, ২০ ফেব্রুয়ারি (ইউএনবি)- চাঁদপুরের ফরিদগঞ্জে ২০০ টাকা কেজিতে প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি করা হয়েছে। এ ঘটনায় বিক্রেতা খলিলুর রহমান নামের এক দিনমজুরকে সতর্ক করে দেওয়া হয়েছে, ভবিষ্যতে যাতে আর এ কাজ না করেন।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার গুপ্টি র্পূব ইউনিয়নের গল্লাক বাজারে এই ঘটনা ঘটে। খলিল (৪৬) উপজেলার একই ইউনিয়নের শ্রীকালিয়া গ্রামের বাসিন্দা। তিনি একজন দরিদ্র দিনমজুর।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাজাহান পাটোয়ারি জানান, বুধবার বিকালে গল্লাক বাজারে শিয়ালের মাংসের উপকারিতা বর্ণনা করে গোশত প্রতি ভাগ ২০০টাকায় বিক্রি করছিলেন খলিল।
আরও পড়ুন: গোখাদ্য হিসেবে বিক্রি হচ্ছে মিষ্টি কুমড়া, চাঁদপুরে কৃষকের মাথায় হাত
খবর পেয়ে খলিল মিয়াকে ডেকে পাঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। খলিল বলেন, ‘আমি হতদরিদ্র দিনমজুর। আমার জানা ছিল না এ বিষয়টি। পরে, নির্বাহী কর্মকর্তার কাছে অপরাধের জন্য ক্ষমা চেয়ে ও মুচলেকা দিয়ে মুক্তি পান তিনি।’
এ বিষয়ে সুলতানা রাজিয়া বলেন, ‘শিয়ালসহ যেকোনো বন্যপ্রাণি হত্যা করা ও তার মাংস বিক্রি করা বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ।’
৫৭ দিন আগে
ফেসবুকে পোস্ট দিয়ে শিয়ালের মাংস বিক্রি, ৪ জনের বিরুদ্ধে মামলা
কুমিল্লায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে শিয়ালের মাংস বিক্রি করার অভিযোগে চার জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মুরাদনগর উপজেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মতিন বাদী হয়ে মুরাদনগর থানায় এই মামলা দায়ের করা হয়।
সোমবার সকালে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশিম এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলায় অভিযুক্তরা হলেন, কাজিয়াতল এলাকার মো. আলমগীর হোসেন, জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম, মো. শফিক ইসলাম।
আরও পড়ুন: কুমিল্লায় স্কুলছাত্র হত্যার দায়ে ৩ বন্ধুর আমৃত্যু কারাদণ্ড
বন কর্মকর্তা আবদুল মতিন বলেন, গত বৃহস্পতিবার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল হাছান মার্কেটে শিয়াল জবাই করে পাঁচশ টাকা কেজি ধরে মাংস বিক্রি করেন স্থানীয় একদল যুবক। আর এই মাংসের ক্রেতা পাওয়ার জন্য ফেসবুকে মোবাইল নাম্বার দিয়ে যোগাযোগও করতে বলা হয়েছে। এছাড়া ক্রেতা পাওয়ার জন্য শফিকুল ইসলাম নামে একজন তার ফেসবুক আইডিতে শিয়ালের মাংস কাটার ছবিসহ মোবাইল নম্বর দিয়েছেন। উক্ত নাম্বারে যোগাযোগ করা হলে তিনি বলেন, শিয়ালের মাংস ডিপ ফ্রিজে রাখা আছে। কাজিয়াতল হাছান মার্কেটে এসে ফোন দিলে আপনাকে সিরিভ করা হবে।
তিনি জানান, পরে আমরা এলাকায় খোঁজ নিয়ে জানতে পারি, ফাঁদ পেতে কিংবা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তারা শিয়াল ধরে জবাই করে। যা আইনবিরোধী কাজ। নানা রোগের ওষুধ হিসেবে প্রচারণা চালিয়ে জবেহ করা শিয়ালের মাংস পাঁচশ টাকা কেজি দরে বিক্রি করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিষেক দাশ বলেন, ফেসবুকে বন্যপ্রাণী জবাই করে মাংস বিক্রি করার বেশ কয়েকটি ছবি আমরা পেয়েছি। এটি আইনত অপরাধদণ্ডনীয় অপরাধ, তাই মামলা করা হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: কুমিল্লায় গাঁজা ও ফেনসিডিল জব্দ, আটক ৩
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাশিম বলেন, ঘটনাটি সঠিক; আমরা তদন্ত করছি। এখনও কোন আসামি ধরা পড়েনি। খুব শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে।
১১৩১ দিন আগে