ভারতীয় জনতা পার্টি
আ.লীগ ও বিজেপি প্রতিনিধি দলের বৈঠক, সম্পর্ক উন্নয়নে জোর
বাংলাদেশ আওয়ামী লীগ ও ভারতীয় জনতা পার্টি (বিজেপি) দুই দলের মধ্যে সম্পর্ক উন্নয়নের উপায় নিয়ে আলোচনা করেছে।
সোমবার রাজধানীর একটি হোটেলে আওয়ামী লীগের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ও সফররত বিজেপি প্রতিনিধি দলের মধ্যে এই আলোচনা অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং বিজেপির নেতৃত্ব দেন দলটির পররাষ্ট্র বিষয়ক বিভাগের প্রধান ড. বিজয় চৌথাইতওয়াল।
আরও পড়ুন: আওয়ামী লীগ সরকার কখনই লবিস্ট নিয়োগ করেনি, করার পরিকল্পনাও নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বৈঠক সূত্র জানায়, দুই পক্ষ ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও উন্নত করার গুরুত্ব তুলে ধরে।
এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী ও কাজী জাফরুল্লাহ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী উপস্থিত ছিলেন।
২ বছর আগে