হার্ডওয়্যার
গুগল স্ট্রিমিং গেম পরিষেবা বন্ধ করবে আগামী জানুয়ারিতে
আমেরিকান টেক জায়ান্ট গুগল তাদের গেম স্ট্রিমিং পরিষেবা স্ট্যাডিয়া বন্ধ করার ঘোষণা দিয়েছে। যা কার্যকর হবে ২০২৩ সালের ১৮ জানুয়ারি থেকে।
কোম্পানিটি হার্ডওয়্যার ও সফটওয়্যার সংক্রান্ত অর্থ এর ব্যবহারকারীদের ফেরত দেয়ার কথাও জানিয়েছে। যারা স্ট্যাডিয়া কন্ট্রোলার কিনেছিলেন তারা এর অর্থ ফেরত পাবেন। এমনকি স্ট্যাডিয়া স্টোর থেকে কেনা গেম বা অ্যাড-অন সেবার ক্ষেত্রেও একই সিদ্ধান্ত বহাল থাকবে। আশা করা হচ্ছে যে অর্থ ফেরতের কাজ ২০২৩ সালের জানুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে শেষ হবে।
গুগল জানিয়েছে, স্ট্যাডিয়া চালানোর জন্য যে প্রযুক্তি ব্যবহার করা হত তা এখন কোম্পানিটির ইউটিউব, গুগল প্লে ও অগমেন্টেড রিয়ালিটির মতো সেক্টরে প্রয়োগ করা হবে।
আরও পড়ুন: বাংলাদেশে ভ্যাট নিবন্ধন নিল গুগল-আমাজান
এএনআই জানিয়েছে, গুগল স্ট্যাডিয়া শুরু করেছিল ২০১৯ সালের মার্চে। কিন্তু সেসময় এক্ষেত্রের শিল্পসংশ্লিষ্টরা বেশ সংশয় প্রকাশ করে। কারণ গুগলের নতুন কিছু শুরু করে তা আবার বন্ধ করে দেয়ার প্রবণতা আছে। যেহেতু এটি স্ট্রিমিং গেম পরিষেবা অর্থাৎ ব্যবহারকারীদের ক্লাউডের সাহায্যে খেলতে হয় এবং অপ্রতুল গেম লাইব্রেরির কারণে অনেকেই বেশ সমালোচনাও করেছিল।
আরও পড়ুন: গুগলের প্রোডাক্ট উন্নয়নে বাংলাদেশি তরুণদের সুযোগ প্রদানের আহ্বান পলকের
গুগলে কীভাবে চাকরি পেতে পারেন
২ বছর আগে
রাজশাহীতে ফোম গুদামে আগুন
রাজশাহীতে ওয়েল্ডিংয়ের ঝালাই থেকে একটি ফোম ও পারটেক্সের গুদামে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর কাদিরগঞ্জ দড়িখড়বোনা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসী জানান, শহিদুল ইসলাম বাচ্চু নামে এক ব্যক্তির মাস্টার এগ্রো অ্যান্ড হার্ডওয়্যারের গুদামের বাইরে সংস্কারের কাজ চলছিল। সেখানে একটি ওয়েল্ডিংয়ের ঝালাইয়ের সময় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
আরও পড়ুন: সীতাকুণ্ডে চলন্তবাসে আগুন
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স রাজশাহীর সহকারী পরিচালক দিদারুল আলম বলেন, গুদামে ফোম, পারটেক্স ও আঠাসহ বিভিন্ন দাহ্য পদার্থ ছিল। ফলে আগুন নেভাতে গিয়ে বেগ পেতে হয়েছে। ৮টি ইউনিট টানা এক ঘণ্টার চেষ্টায় সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর পর ডাম্পিংয়ের কাজ করা হয়।
তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান তিনি।
আরও পড়ুন: কলকাতায় গেস্ট হাউজে আগুন, বাংলাদেশি নারীর মৃত্যু
২ বছর আগে