ড্রাইভিং ট্রেনিং
গরীব ও বেকার ছাত্রদের জন্য ‘ড্রাইভিং ট্রেনিং প্রোগ্রাম’ চালু কাতার চ্যারিটির
কর্মসংস্থান তৈরি ও আর্থিকভাবে স্বনির্ভর করার লক্ষ্য নিয়ে গরীব ও বেকার ছাত্রদের জন্য ‘ড্রাইভিং ট্রেনিং প্রোগ্রাম’ চালু করেছে কাতার চ্যারিটি।
রাজধানী ধামরাইয়ে প্রাথমিকভাবে বিভিন্ন জেলার বেশ কিছু আগ্রহী ছাত্রকে নিয়ে দুই মাসব্যাপী এই প্রশিক্ষণ প্রোগ্রাম শুরু হয়েছে। টেনিং চলাকালীন ছাত্ররা থাকা ও খাওয়ার সুবিধাও পাবে।
কাতার চ্যারিটির প্রকল্প পরিচালক সোহেল আলম জানিয়েছেন, ইনকাম জেনারেটিং প্রজেক্টের অংশ হিসেবে কাতার চ্যারিটি এই ড্রাইভিং ট্রেনিং প্রোগ্রাম চালু করেছে। যাতে করে ছাত্ররা বেকার না থেকে সহসা উপার্জন করতে সক্ষম হয়।
তিনি জানান, ট্রেনিং প্রোগ্রাম শেষে কাতার চ্যারিটির অর্থায়নে প্রত্যেককে ড্রাইভিং লাইসেন্সও করে দেয়া হবে।
ইনকাম জেনারেটিং প্রজেক্টের আওতায় কাতার চ্যারিটি গত ৫ বছরে ১১৫টি প্রজেক্ট বাস্তবায়ন করেছে। এতে উপকৃত হয়েছে ৬০০ জন।
আরও পড়ুন: পাহাড়ের দুর্গম এলাকায় হেলিকপ্টারের সাহায্যে করোনার টিকা পৌঁছে দিল সেনাবাহিনী
৩৩৩-তে সাহায্য চেয়ে রিকশাভ্যান পেলেন হাটহাজারীর প্রদীপ
২ বছর আগে