বাস-মাইক্রোবাস
পাবনায় বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২
ঘন কুয়াশার কারণে পাবনার ঈশ্বরদীতে মিরকামারী পূর্বপাড়া কোলের কান্দিতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন, পাবনা পৌর শহরের রাধানগর এলাকার সুব্রত কুন্ডুর ছেলে অমিত কুমার কুন্ডু (৪০) ও ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের শেখপাড়া গ্রামের আব্দুর রউফের ছেলে নাসিম হোসেন (৪৫)।
আরও পড়ুন: নরসিংদীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩
এ ঘটনায় আহত হয়েছেন মাইক্রোবাসের চালকসহ তিনজন। আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (২০ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার ছলিমপুর ইউনিয়নে কোলেরকান্দি বটতলার কাছে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: টাঙ্গাইলে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬
পুলিশ জানায়, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা এস এন পরিবহন উপজেলার মিরকামারী কোলের কান্দি বটতলা এলাকায় এলে বিপরীতমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার সান্যাল বলেন, এ সময় ঘটনাস্থল থেকে লাশসহ বাস ও মাইক্রোবাস উদ্ধার করে বর্তমানে পাকশী হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: হবিগঞ্জে ট্রাক-বাস-মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৪
১০ মাস আগে
নরসিংদীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩
নরসিংদীর রায়পুরায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলার মারজাল তারাবাগ এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আব্দুল খালেক জানান, ভোর ৪টার দিকে সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস মাইক্রোবাসকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালকসহ তিনজন মারা যায়।
তিনি জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতাল মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনার তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।
পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
২ বছর আগে