নার্সের ঝুলন্ত লাশ
রাজধানীতে নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
রাজধানীতে জুলিয়েট মন্ডল (২২)নামে এক নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মিরপুরে তার শ্বশুড় বাড়িতে বুধবার সকালে তিনি ‘আত্মহত্যা’ করেন বলে তার শ্বশুড় বাড়ির লোকেরা দাবি করেন।
তবে তার বাবার অভিযোগ করেছেন জুলিয়েটকে স্বামী ও তার পরিবারের সদস্যরা হত্যা করেছে।
জুলিয়েট মন্ডল গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রামশীল গ্রামের নিক্সন তালুকদারের স্ত্রী।
মিরপুর থানার উপ-পরিদর্শক হোসনে আরা জানান, বুধবার সকালে স্কার্ফ দিয়ে ঘরের সিলিং থেকে ঝুলে আত্মহত্যা করেন জুলিয়েট।
আরও পড়ুন: সাতক্ষীরায় স্কুলছাত্রীর আত্মহত্যা!
স্বামীর পরিবারের লোকজন তাকে প্রথমে মিরপুরের হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যান। পরে তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, লাশ প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে রাখা হলেও পরে ওই নারীর বাবা-মায়ের অভিযোগের ভিত্তিতে লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তার বাবা সুবল মন্ডল জানান, জুলিয়েট দুই বছর আগে আইটি কর্মকর্তা নিক্সনের সঙ্গে বিয়ে করেন। এরপর থেকে মিরপুরের আহমেদনগরের পাইকপাড়া এলাকায় স্বামীর পরিবারের সাথে থাকতেন নিহত জুলিয়া।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ঋণের বোঝা সইতে না পেরে গরু ব্যবসায়ীর আত্মহত্যা
সুবল দাবি করেন, তার মেয়েকে তার স্বামী ও তার পরিবারের সদস্যরা হত্যা করেছে।
তিনি দাবি করেন, ‘এটি আত্মহত্যা নয়, একটি হত্যা’।
উপপরিদর্শক হোসনে আরা জানান, ‘তদন্তের পর নিহতের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
২ বছর আগে