ঝরনা
মীরসরাইয়ে ঝরনার কূপে ডুবে দুই পর্যটকের মৃত্যু
চট্টগ্রামের মীরসরাইয়ে রূপসী ঝরনার কূপে ডুবে দুই পর্যটককের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে কূপ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন: চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই পর্যটকের মৃত্যু
এর আগে সকাল সাড়ে ৮টার দিকে তারা দুই পর্যটক ঝরনা দেখতে যান। পরে তারা পানিতে ডুবে নিখোঁজ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তবে মৃত দুই পর্যটকের নাম-পরিচয় জানা যায়নি।
মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী জানান, বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঝরনার কূপে ডুবে যাওয়া পর্যটকদের উদ্ধারে অভিযান শুরু করে। দুপুর ১টার দিকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। তাদের পরিচয় জানা যায়নি।
এর আগে ২৭ সেপ্টেম্বর উপজেলার খৈয়াছড়া ঝরনা এলাকায় ঝরনার ওপর থেকে পাথর পড়ে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়।
আরও পড়ুন: কক্সবাজারে হোটেলের সুইমিংপুলে ডুবে শিশু পর্যটকের মৃত্যু
কক্সবাজারে সমুদ্রে নেমে পর্যটকের মৃত্যু
১ মাস আগে
মীরসরাইয়ে ঝর্ণা দেখতে গিয়ে আটকে পড়া ১৫ পর্যটক উদ্ধার
চট্টগ্রামের মীরসরাইয়ের পাহাড়ি এলাকায় ঝর্ণা দেখতে গিয়ে আটকাপড়া ১৫ তরুণ পর্যটককে উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা।
এর আগে মঙ্গলবার (২৭ জুন) সকালে চট্টগ্রাম শহর থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এ সকল শিক্ষার্থী উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের সোনাইছড়ির পাহাড়ে ঝর্ণা দেখতে গিয়ে আটকে পড়ে। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে পাহাড়ের গহীন জঙ্গল থেকে তাদের উদ্ধার করা হয়।
আরও পড়ুন: নওগাঁয় ব্রিজের নিচ থেকে মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার
পাহাড়ে আটকাপড়া পর্যটকরা হলেন- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ও গ্রিন হেরাল্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।
জানতে চাইলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী অয়ন চৌধুরী বলেন, সকালে আমরা বন্ধুরা মিলে সোনাইছড়ি ঝর্ণা দেখতে যায়। দুপুরে বৃষ্টি শুরু হলে পাহাড়ি পথ পিচ্ছিল হয়ে ঝিরি পথে হাঁটা কষ্টসাধ্য হয়ে যায়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আমাদের উদ্ধার করে।
তিনি আরও বলেন, আমরা এসএসসিতে সবাই চট্টগ্রাম নগরীর এলাকার সেন্ট প্ল্যাসিডস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলাম। ঈদের ছুটিতে বাড়িতে এসে সব বন্ধুরা মিলে সোনাইছড়ি ঝর্ণা দেখতে যাওয়ার পরিকল্পনা করি।
মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
ওসি কবির হোসেন বলেন, সোনাইছড়ি ঝর্ণা দেখতে এসে মঙ্গলবার দুপুরে বৃষ্টি শুরু হলে পাহাড়ের গহীনে আটকে পড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থী। এসময় ৯৯৯- এ কল দিয়ে মীরসরাই থানা পুলিশের সহযোগিতা নেয় তারা।
তিনি আরও বলেন, পরে মীরসরাই থানা পুলিশ ও মীরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা প্রায় ৪ ঘণ্টা অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। সন্ধ্যায় শিক্ষার্থীদের পরিবারের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার
খুলনায় ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার
১ বছর আগে
পথ হারিয়ে ৯৯৯ এ ফোন, ১৭ পর্যটককে উদ্ধার করল পুলিশ
সীতাকুণ্ডে গহীন পাহাড়ে ঝরনা দেখতে গিয়ে পথ হারিয়ে নিখোঁজ হন ১৭ পর্যটক। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন কলের সূত্র ধরে তাদের উদ্ধার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার পন্থিছিলা এলাকায় গভীর পাহাড় থেকে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করা হয়।
জানা যায়, ১৭ জনের একটি দল সীতাকুণ্ডের পন্থিছিলা এলাকায় পাহাড়ে আসেন ঝরনা দেখতে। তারা নাইট ক্যাম্পিংয়ের নামে পাহাড়ে তাবু টাঙিয়ে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। এর মধ্যে চারজন পাহাড়ে ঘুরতে গিয়ে পথ হারিয়ে ফেলেন। তারা বাকিদের খুঁজে না পেয়ে বিপদে পড়ে যান। এসময় ওই চারজন হারিয়ে যাওয়ার বিষয়টি ৯৯৯ নম্বরে কল দিয়ে সাহায্য চান। এরপর ৯৯৯ কল সেন্টার থেকে বিষয়টি সীতাকুণ্ড থানাকে অবহিত করা হলে গভীর রাতে দুর্গম পাহাড় থেকে স্থানীয়দের সহায়তায় তাদের সবাইকে রাত দেড়টার দিকে উদ্ধার করা হয়।
সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বণিক বলেন, অন্য জেলা থেকে বেড়াতে আসা পর্যটকের একটি দল রাতে পাহাড়ে গিয়ে পথ হারিয়ে ফেলে। সাধারণত রাতে ওই এলাকায় কেউ যায় না। দিনে ঘুরতে গেলেও আলো থাকতে আবার ফিরে আসতে হয়। আমরা খবর পেয়ে তাদের নিরাপদে ফিরে নিয়ে আসি।
পড়ুন: রাজধানীতে নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
কুষ্টিয়ায় ৫২ ভরি স্বর্ণ উদ্ধার, গ্রেপ্তার ১
২ বছর আগে