আমবাগান
পাবনায় আমবাগান থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
পাবনার আটঘরিয়া পৌরসভার পাশের একটি আমবাগান থেকে মঙ্গলবার সকালে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মৃত ইসাহাক আলী (৪৮) উপজেলার উত্তর চক জালালের ঢাল এলাকার মৃত ইয়াসিন আলীর ছেলে।
আরও পড়ুন: রাজশাহীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, আটঘরিয়া পৌরসভার পাশে শুভঙ্কর কুমার সুজনের আম বাগানে এলাকাবাসী সকালে ওউ যুবকের লাশ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়।
পারিবারিক কলহের জেরে ঘটনাটি ঘটেছে বলে ধারণা পুলিশের।
আরও পড়ুন: সিলেটে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
বগুড়ায় কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার
৭২৮ দিন আগে
নাটোরে আমবাগান থেকে ইজিবাইক চালকের লাশ উদ্ধার
নাটোর সদরের এক আমবাগান থেকে ইজিবাইক চালকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার পীরগঞ্জ বুড়ির বটতলা এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
মৃত জাহিদুল ইসলাম (৪৫) একই এলাকার মৃত সামাদ আলীর ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, সকালে ওই এলাকার আম বাগানে আম গাছের নিচে জাহিদুলের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
তিনি আরও বলেন যে ঘটনাস্থল থেকে তার (জাহিদুল) মোবাইল উদ্ধার করা হয়েছে।
কীভাবে তার মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।
আরও পড়ুন: ময়মনসিংহে ধানখেত থেকে পুলিশ সদস্যের স্ত্রীর লাশ উদ্ধার
ভোলায় হোটেল থেকে ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার, ৫ সঙ্গীকে জিজ্ঞাসাবাদ
৭৪৭ দিন আগে
নওগাঁর মান্দায় আমবাগান থেকে ১৮টি ককটেল উদ্ধার
ওগাঁর মান্দায় একটি আমবাগান থেকে ১৮টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জানুয়ারি) ভোররাতে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেঁতুলিয়া ডিবি উচ্চ বিদ্যালয় এলাকার একটি আমবাগান থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর এ আলম সিদ্দিকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে ওই আমবাগানে অভিযান পরিচালনা করে পুলিশ।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত ককটেল উদ্ধার
এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগে জড়ানো ১৮টি ককটেল উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
ওসি বলেন, ককটেল গুলো প্রাথমিকভাবে তাজা মনে হওয়ায় সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের খবর দেয়া হয়েছে। তারা এসে উদ্ধার ককটেলগুলো পরীক্ষা করবেন। তবে কী উদ্দেশ্যে ককটেল গুলো আম বাগানে মজুত করা হয়েছিল তা নিয়ে তদন্ত করা হচ্ছে।
ওসি আরও বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করা এবং আটক করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে গোপন বৈঠকে বিএনপির ১৫ নেতাকর্মী আটক, ককটেল উদ্ধারের দাবি
বরিশালে ৫ ককটেল উদ্ধার
৭৭৭ দিন আগে
শেরপুরে আম কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
শেরপুরে নালিতাবাড়ীতে ঝড়ে পড়া আম কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে নালিতাবাড়ী পৌর শহরের আমবাগান মহল্লার পুরাতন কলেজ কোয়ার্টারে এ ঘটনা ঘটে।
নিহত রাকিব (৭) ওই মহল্লার রইছ উদ্দিনের ছেলে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার রাতে ঝড় ও বৃষ্টি হলে শনিবার সকাল সাড়ে নয়টার দিকে শিশু রাকিব বাসার পাশে থাকা পুরাতন কলেজ কোয়ার্টারে আম কুড়াতে যায়। আম কুড়ানোর একপর্যায়ে সে টিনের বেড়ার নিচ দিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় আগে থেকে ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুতায়িত হয়ে থাকা টিনের বেড়ার স্পর্শে এলে রাকিব বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশু রকিবকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্র নিহত
১০৫৩ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে পাতা কুড়াতে গিয়ে ককটেল বিস্ফোরণে ২ শিশু আহত
চাঁপাইনবাবগঞ্জে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে। শুক্রবার বিকাল ৩টার দিকে শিবগঞ্জ উপজেলা স্টেডিয়াম সংলগ্ন একটি আমবাগানে এ ঘটনা ঘটে।
আহতরা হলো, শিবগঞ্জ পৌরসভার চতুরপুর মহল্লার আনারুল ইসলামের ছেলে ইমন (১১) ও তার ভাই ইকবাল (৭)।
আহত শিশুদের মা শিউলি বেগম জানায়, দুপুরের খাবার খেয়ে ইমন ও ইকবাল শিবগঞ্জ স্টেডিয়ামের পশ্চিম দিকের আমবাগানে গাছের পাতা কুড়াতে যায়। এসময় ইমন একটি পরিত্যক্ত ককটেল দেখে পা দিয়ে চালানোর চেষ্টা করলে ককটেলটি বিস্ফোরিত হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে।
পড়ুন: হোসেনী দালান বিস্ফোরণ মামলায় ২ জনের কারাদণ্ড, ৬ জনের খালাস
পতেঙ্গায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রী দগ্ধ
১০৯৬ দিন আগে