জনগণের মত প্রকাশের স্বাধীনতা
আমরা কথা বলতে পারি না, নিঃশ্বাস নিতে পারি না: ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রবিবার অভিযোগ করেছেন, বাংলাদেশের মানুষ এখন তাদের ভোট ও অন্যান্য সকল অধিকার হারিয়ে ভয়ানক ফ্যাসিবাদের কবলে পড়েছে।
তিনি বলেছেন, ‘দেশে দমবন্ধ করা এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। আমরা একটা কঠিন সময় পার করছি। আমরা কথা বলতে পারি না, নিঃশ্বাস নিতে পারি না।’
এক আলোচনা সভায় বিএনপি নেতা বলেন, জনগণের মত প্রকাশের স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করতে নতুন আইন প্রণয়ন করা হচ্ছে।
‘মানুষ ভয়ঙ্কর ফ্যাসিবাদে বাস করছে। কারণ তাদের অধিকার সম্পূর্ণভাবে কেড়ে নেয়া হয়েছে…তাদের ভোটের অধিকার এবং জীবনের অধিকার কেড়ে নেয়া হয়েছে। তারা (সরকার) ভিন্ন আড়ালে একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে যাচ্ছে,’ বলেন ফখরুল।
তিনি অভিযোগ করেন, তাদের দলের চেয়ারপার্সন খালেদা জিয়াকে ‘মিথ্যা’ মামলায় সাজা দিয়ে এখন গৃহবন্দি করে রাখা হয়েছে। ‘তিনি খুব অসুস্থ, কিন্তু উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে দেয়া হচ্ছে না।’
আরও পড়ুন: জন্মদিনে মির্জা ফখরুল বললেন ‘জীবন সুন্দর’
বিএনপি নেতা বলেন, তাদের দল গণতন্ত্র পুনরুদ্ধার করে দেশের বর্তমান পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য কাজ করে যাচ্ছে।
বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওবায়দুর রহমান স্মৃতি সংসদ জাতীয় প্রেসক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
ফখরুল বর্তমান সরকারকে গণবিরোধী, রাষ্ট্রবিরোধী ও স্বাধীনতাবিরোধী বলে আখ্যায়িত করে জনগণকে সতর্ক করে বলেন, আওয়ামী লীগ আরও কিছুদিন ক্ষমতায় থাকলে দেশের অস্তিত্ব হুমকির মুখে পড়বে।
তিনি সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তাদের দলের আন্দোলনে যোগদান ও সফল করার আহ্বান জানান। ‘আমাদের সংগ্রাম তখনই সফল হবে যদি আমরা জনগণকে জাগাতে পারি, রাজপথে আনতে পারি এবং ভয়ঙ্কর স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থান গড়ে তুলতে পারি। এটাই আমাদের এখন করতে হবে।’
ফখরুল দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে কে এম ওবায়দুর রহমানের অবদানের কথা স্মরণ করেন এবং তার প্রতি শ্রদ্ধা জানান।
আরও পড়ুন: গণমাধ্যম নিয়ন্ত্রণে আইন ও নীতিমালা করা হচ্ছে: ফখরুল
২ বছর আগে