কল্যাণপুর
কল্যাণপুর বস্তিতে আগুন: ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার ঘোষণা ডিএনসিসির
রাজধানীর কল্যাণপুর বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
ডিএনসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মেয়র আতিকুল ইসলাম ২৭৯ ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেককে ৫ হাজার টাকা করে সহায়তার নির্দেশ দিয়েছেন।
রবিবার রাজধানীর কল্যাণপুর বস্তির নতুন বাজারের কাছে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: রাজধানীর কল্যাণপুরে বস্তিতে আগুন
১৩৫৫ দিন আগে
রাজধানীর কল্যাণপুরে বস্তিতে আগুন
রাজধানীর কল্যাণপুরে বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক (মিডিয়া সেল) শাহজাহান শিকদার জানান, রবিবার রাত ৮টা ৫০ মিনিটের দিকে নতুন বাজারের কাছে ৯ নম্বর বস্তিতে আগুনের সূত্রপাত হয়।
আরও পড়ুন: শীতলক্ষ্যায় লঞ্চডুবি: নিহতের সংখ্যা বেড়ে ৬, জাহাজ আটক
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
আগুন নেভানোর কাজে যোগ দিতে ফায়ার সার্ভিসের আরও চারটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে বলেও জানান তিনি।
১৩৫৬ দিন আগে