একাডেমিক পাঠ্যক্রম
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী শিক্ষা দিন: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শ্রমবাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে একাডেমিক পাঠ্যক্রমের পরিকল্পনা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘শ্রমবাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের একাডেমিক পাঠ্যক্রমের পরিকল্পনা করতে হবে। প্রায়ই দেখা যায় শিক্ষার্থীরা তাদের আগ্রহ ও পছন্দ অনুযায়ী পড়াশোনা করতে পারে না।’
রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন রাষ্ট্রপতি। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে।
আরও পড়ুন: ইসিকে সাহসের সঙ্গে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির
তিনি বলেন, বাংলাদেশ ইতোমধ্যে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
তিনি বলেন, ‘এই লক্ষ্য অর্জনের জন্য আমাদের তরুণ প্রজন্মকে শিক্ষিত ও দক্ষ করে গড়ে তুলতে হবে।’
রাষ্ট্রপ্রধান বলেন, ‘শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, প্রকৌশল ও তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনশক্তি তৈরি করতে হবে।’
আরও পড়ুন: পিএসসিকে সরকারি নিয়োগ কার্যক্রম ত্বরান্বিত করার নির্দেশ রাষ্ট্রপতির
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা যেন কোনোভাবেই সনদ ভিত্তিক না হয় তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
রাষ্ট্রপতি বেসরকারি বিশ্ববিদ্যালয়তে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য কিছু আসন টিউশন ফি-মুক্ত রাখারও পরামর্শ দিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণার কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যান্য দেশে তাদের পাঠদান নিয়ে কী করা হচ্ছে তা জানতে গবেষকদের যথেষ্ট আগ্রহ ও উদ্দীপনা থাকতে হবে।
সংগঠনটির চেয়ারম্যান কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিক্ষামন্ত্রী দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
২ বছর আগে