ব্যবসায়ীর
জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ওষুধ ব্যবসায়ীর মৃত্যু
মাগুরার শ্রীপুরে গাছ থেকে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মছিউল আজম খান নামে এক ওষুধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
মঙ্গবার (১১ জুন) সকাল ১০ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের খড়িবাড়িয়া গ্রামে নিজের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
নিহত মছিউল আজম খান খড়িবাড়িয়া গ্রামের মৃত আলী খানের ছেলে এবং তিনি ওষুধ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মছিউল বাড়ির গাছ থেকে জাম পাড়ার সময় বিদ্যুতের তারে লেগে বিদ্যুৎপৃষ্ট হয়ে গাছ থেকে পড়ে মারাত্মক আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসমীম আলম বলেন, বিদ্যুৎপৃষ্টে একজনের মৃত্যুর ঘটনায় শ্রীপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
আরও পড়ুন: ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মা ও ছেলের
চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশার চালক নিহত
৫ মাস আগে
নেত্রকোণায় ‘চোরের লাঠির আঘাতে’ ব্যবসায়ীর মৃত্যু
নেত্রকোণার দুর্গাপুরে দোকানে চুরি করতে আসা যুবকের লাঠির আঘাতে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাতে উপজেলার মধ্যম বাগান গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত হেকমত আলী উপজেলার সদর ইউনিয়নের মধ্যম বাগান এলাকার মৃত মেহের আলীর ছেলে ও ডিজেল ব্যবসায়ী।
অভিযুক্ত মাসুদ মিয়া (২০) উপজেলার চকলেংগুরা এলাকার জালাল উদ্দিনের ছেলে।
আরও পড়ুন: সিলেটে ছাদ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু
স্থানীয় ইউপি সদস্য হযরত আলী জানান, নিহত হেকমত আলী সারা দিন ব্যবসা পরিচালনা করে রাতে দোকানেই থাকতেন। রবিবার মধ্যরাতে শাহীন তার ভেকুর জন্য ডিজেল কিনতে আসলে দোকানের দরজায় কড়া নাড়েন। সাড়াশব্দ না পেয়ে শাহীন দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকতেই মাসুদ তাকেও আঘাত করে পালিয়ে যায়। পরে শাহীনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে হেকমত আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে মাহবুবের অভিযোগ, মাসুদ নামে এক ছেলে দোকানে ঢুকে তার বাবাকে হত্যা করে। তার ধারণা মাসুদ দোকানে এসে হয়তোবা টাকা-পয়সা লুট করতে চেয়েছিল।
আরও পড়ুন: মহম্মদপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহবুবুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চুরি করতে এসে ব্যবসায়ীকে লাঠি দিয়ে আঘাত করা হয়েছে। লাশের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। অভিযুক্ত মাসুদকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
২ বছর আগে