জালাল ইউনুস
পারিবারিক সমস্যা সত্ত্বেও দ. আফ্রিকায় খেলা চালিয়ে যাবেন সাকিব
বাংলাদেশি তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের পরিবারের পাঁচ সদস্য বিভিন্ন অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি। তা সত্ত্বেও দেশের হয়ে দক্ষিণ আফ্রিকায় খেলা চালিয়ে যেতে ইচ্ছুক তিনি। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।
তারকা এই ক্রিকেটারের মা, শাশুড়ি ও তিন সন্তান বিভিন্ন রোগে ভুগছেন। তবে তারা সকলেই আশঙ্কামুক্ত।
জালাল ইউনুস গণমাধ্যমে বলেন, ‘সাকিব আপাতত খেলা চালিয়ে যেতে চান। সাকিবের সঙ্গে আমার কথা হয়েছে। আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি।’
আরও পড়ুন: ৭ উইকেটে জিতে সিরিজে ফিরল দক্ষিণ আফ্রিকা
এর আগে মানসিকভাবে ফিট নয় বলে দক্ষিণ আফ্রিকা সফরে না যাওয়ার কথা জানিয়েছিলেন সাকিব। বিসিবিও তার দুই মাসের ছুটি মঞ্জুর করে। তবে পরবর্তীতে নিজের অবস্থান পরিবর্তন করে দক্ষিণ আফ্রিকা যান সাকিব।
দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের প্রথম ওয়ানডে জয়ের ম্যাচটিতে সাকিব ম্যাচ সেরা হন। তবে দ্বিতীয় ম্যাচে তেমন ভালো করতে পারেননি তিনি।
২৩ মার্চ তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের পর টাইগাররা দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলবে প্রোটিয়াদের বিপক্ষে। টেস্ট সিরিজের স্কোয়াডেও রয়েছেন সাকিব।
আরও পড়ুন: প্রোটিয়াদের হারিয়ে দ. আফ্রিকায় ইতিহাস গড়ল বাংলাদেশ
২ বছর আগে