এভিয়েশন উইং
পুলিশের সক্ষমতা বাড়াবে নবগঠিত এভিয়েশন উইং: আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেছেন, নবগঠিত এভিয়েশন উইং চালুর ফলে বাংলাদেশ পুলিশ ত্রিমাত্রিক সক্ষমতা অর্জন করতে সক্ষম হবে।
তিনি বলেন, এভিয়েশন উইং দুর্গম এলাকায় দ্রুত যোগাযোগ, গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা, তল্লাশি অভিযান ও উদ্ধার কার্যক্রমে বিশেষ ভূমিকা পালন করবে।
সোমবার পুলিশ সদরদপ্তরে আর্মি এভিয়েশন স্কুলের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন আইজিপি। এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আর্মি এভিয়েশন গ্রুপের গ্রুপ কমান্ডার মেজর জেনারেল আই কে এম মোস্তাহসিনুল বাকী।
আরও পড়ুন: জনকল্যাণে কাজ করতে পুলিশ কর্মকর্তাদের প্রতি আইজিপির আহ্বান
পুলিশের নবগঠিত এভিয়েশন উইংয়ের পাইলটদের প্রশিক্ষণে আর্মি এভিয়েশন স্কুল বিশেষ ভূমিকা পালন করছে উল্লেখ করে বেনজীর আহমেদ বলেন, পুলিশের সঙ্গে সশস্ত্র বাহিনী বিশেষ করে সেনাবাহিনীর ভালো পেশাদার সম্পর্ক ও সহযোগিতা রয়েছে। ভবিষ্যতে এ ধরনের সহযোগিতার ক্ষেত্র আরও প্রসারিত ও সুসংহত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নিরাপত্তাকে অক্সিজেনের সঙ্গে তুলনা করে আইজিপি বলেন, অক্সিজেন ছাড়া যেমন কোনো মানুষ বাঁচতে পারে না, তেমনি নিরাপত্তা ছাড়া কোনো সমাজ বা রাষ্ট্র কল্পনা করা যায় না।
তিনি বলেন, বাংলাদেশ পুলিশ দেশের ১৮ কোটি মানুষের জানমালের নিরাপত্তা প্রদানে নিয়োজিত রয়েছে।
আরও পড়ুন: করোনায় ১০৬ পুলিশ সদস্য মারা গেছেন: আইজিপি
মেজর জেনারেল মোস্তাহসিনুল বলেন, বাংলাদেশ পুলিশের প্রশিক্ষণার্থীরা অত্যন্ত আগ্রহ ও আন্তরিকতার সঙ্গে প্রশিক্ষণে অংশগ্রহণ করছে। তারা নিজেদের যোগ্য পাইলট হিসেবে গড়ে তুলতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বর্তমানে বিভিন্ন বাহিনীর ১০ জন প্রশিক্ষণার্থী আর্মি এভিয়েশন স্কুলে এভিয়েশন বেসিক কোর্সে অংশগ্রহণ করছেন। তাদের মধ্যে চারজন বাংলাদেশ পুলিশের। চারজন পুলিশ প্রশিক্ষণার্থী ইতোমধ্যে সফলভাবে তাদের একক উড্ডয়ন সম্পন্ন করেছেন। তারা পাইলট হিসেবে পুলিশের এভিয়েশন উইংয়ে যোগ দেবেন।
২ বছর আগে