চিলড্রেন্স ফিল্ম সোসাইটি
সিলেটে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব শুরু
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় মিলনায়তনে দুই দিনব্যাপী ১৫তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব (সিলেট বিভাগীয় পর্ব) শুরু হয়েছে। চিলড্রেন্স ফিল্ম সোসাইটির আয়োজনে বৃহস্পতিবার (২৪ মার্চ) পর্যন্ত দুই দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসব চলবে।
চলচ্চিত্র উৎসবে প্রতিদিন বেলা ১১টা, দুপুর ২টা, বিকাল ৪টা ও সন্ধ্যা ৬টায় মোট ৪টি প্রদর্শনী হবে। প্রতিটি প্রদর্শনীতে একাধিক শিশুতোষ চলচ্চিত্র দেখানো হচ্ছে। উৎসবের সব প্রদর্শনীতে অভিভাবক, শিশু-কিশোরসহ সবার জন্য বিনামূল্যে প্রবেশাধিকার থাকছে।
‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ স্লোগানে গত ৫ মার্চ এ উৎসব শুরু হয়েছে। ৫ থেকে ১১ মার্চ ঢাকা বিভাগের উৎসব চলে। খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগের উৎসব ইতোমধ্যে সফলভাবে আয়োজিত হয়েছে। বুধবার থেকে সিলেটের সাথে সাথে একই সময়ে ময়মনসিংহেও বিভাগীয় উৎসব অনুষ্ঠিত হচ্ছে। সব শেষে হবে চট্টগ্রাম বিভাগের উৎসব।
‘চিলড্রেন’স ফিল্ম সোসাইটি, বাংলাদেশ’ এবং সরকারের ইলেক্ট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট প্রদানকারী নিয়ন্ত্রকের কার্যালয় এ আয়োজন করেছে। স্থানীয় সংগঠক হিসেবে আয়োজনে সহায়তা করছে শাবিপ্রবির অন্যতম সাংস্কৃতিক সংগঠন ‘চোখ ফিল্ম সোসাইটি'।
পড়ুন: শাবিপ্রবি শিক্ষক সমিতি নির্বাচন ৩১ মার্চ
২ বছর আগে