কাঠমিস্ত্রী
ফটিকছড়িতে কাঠমিস্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ
চট্টগ্রামের ফটিকছড়িতে এক কাঠমিস্ত্রিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে উপজেলার খিরাম ইউনিয়নের লম্বা টিলা এলাকা থেকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত মোহাম্মদ সুমনের (৩০) বাড়ি উপজেলার জাফতনগর ইউনিয়নে হলেও দীর্ঘদিন ধরে তিনি ধর্মপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের একটি টিলায় স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে নিয়ে বাস করতেন। পুলিশ ও এলাকাবাসী জানায়, কাঠমিস্ত্রি সুমনকে কুপিয়ে তার মাথা দ্বিখণ্ডিত করা হয়েছে। তবে কারা, কী কারণে তাকে হত্যা করেছে কেউ বলতে পারেননি।
আরও পড়ুন: মাগুরায় স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার
নিহত সুমনের স্ত্রী জানান, গতকাল মঙ্গলবার সকালে কাজের উদ্দেশ্যে বের হলেও রাতে বাড়িতে ফেরেনি। এ সময় তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।ফটিকছড়ি থানার তদন্ত কর্মকর্তা দেওয়ান শামস উদ্দিন বলেন, আমরা খবর পাওয়ার পর খিরাম থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করি। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। কুপিয়ে মাথা দ্বিখণ্ডিত করা হয়েছে। সুরতহাল শেষে লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: সিলেটে রাস্তার পাশ থেকে আ'লীগ নেতার লাশ উদ্ধার
বাগেরহাটে এসআইকে কুপিয়ে জখম
১৩৬৪ দিন আগে