সম্পাদ
রংপুরে প্রথম আলোর সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন
কুড়িগ্রামের রাজারহাট এলাকার নালাকে নদ বানানো এবং অবসরপ্রাপ্ত মেজর ইউনুস আলীকে হেয় করে খবর প্রকাশ ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তা শেয়ারের ঘটনায় প্রথম আলো পত্রিকার সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।
সোমবার (১৭ এপ্রিল) দুপুরে রংপুর সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলার আবেদন করেন অবসরপ্রাপ্ত মেজর ইউনুস আলী।
আরও পড়ুন: হবিগঞ্জে জোড়া খুনের মামলায় ২ যুবকের যাবজ্জীবন
মামলার আসামিরা হলেন-প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, বার্তা সম্পাদক রাজিব বসুনিয়া, রিপোর্টার জহির রায়হান এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বাংলা বিভাগের শিক্ষক ড. তুহিন ওয়াদুদ।
মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন রংপুর সাইবার ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সামছুল হুদা বিষয়টি নিশ্চিত করে বলেন, অবসরপ্রাপ্ত মেজর বীরমুক্তিযোদ্ধা ইউনুস আলী একজন সম্মানিত ব্যক্তি ও জাতির শ্রেষ্ঠ সন্তান। দৈনিক প্রথম আলো পত্রিকায় সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে একজন সম্মানিত ব্যক্তির সম্মানহানি করা হয়েছে।
তিনি আরও বলেন, আমরা আদালতের দ্বারস্থ হয়েছি। আদালত মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আমরা আশাবাদী আদালতের কাছে ন্যায়বিচার পাবো।
মামলা সূত্রে জানা গেছে, চলতি বছরের ১০, ১২ ও ১৮ জানুয়ারি রাজারহাট এলাকার চাকির পশার নামে নালাকে নদ বানিয়ে তিনটি সংবাদ প্রথম আলোতে প্রকাশিত হয়।
এছাড়া মামলার বাদী অবসরপ্রাপ্ত মেজর ইউনুস আলীকে হেয় প্রতিপন্ন করে সংবাদ প্রকাশ এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করা হয়। এসব ঘটনায় প্রথম আলোর সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে রংপুর সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন করা হয়।
আরও পড়ুন: শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার রায়: আদালত চত্বরে বিক্ষোভ, ছাত্রদল নেতা আটক
জয়পুরহাটে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন
১ বছর আগে
টিআরএনবির সভাপতি রাশেদ, সাধারণ সম্পাদক রবিন
দেশের টেলিযোগাযোগ ও প্রযুক্তি বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশের (টিআরএনবি) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার রাতে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা ও এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
কমিটিতে দৈনিক সমকালের বিশেষ প্রতিনিধি রাশেদ মেহেদী সভাপতি ও যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার এস এম মাসুদুজ্জামান রবিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
আরও পড়ুন: শিল্পী সমিতির নির্বাচন শেষে ভোট গণনা চলছে
সাত সদস্যের কমিটিতে কোষাধ্যক্ষ পদে দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার ফারুক হোসাইন এবং সাংগঠনিক সম্পাদক পদে টেকশহরের নির্বাহী সম্পাদক আল- আমীন দেওয়ান নির্বাচিত হয়েছেন।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হয়েছেন দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার সমীর কুমার দে, চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি পান্থ রহমান ও বাসসের সিনিয়র রিপোর্টার মাজহারুল আনোয়ার খান শিপু।
এই কমিটি এপ্রিল ২০২২ থেকে মার্চ ২০২৪ পর্যন্ত দায়িত্ব পালন করবে।
আরও পড়ুন: কঠোর নিরাপত্তায় চলছে শিল্পী সমিতির নির্বাচন
বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নির্বাচন ২০ মার্চ
২ বছর আগে