ভস্মিভূত
নলডাঙ্গায় অগ্নিকাণ্ড: ৩০টি বাড়ি ভস্মিভূত
নাটোরের নলডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩০টি বাড়ি ভস্মিভূত হয়েছে। এসময় আরও দুইজন দগ্ধ হয়েছে।
রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে নলডাঙ্গা উপজেলার বাসিলা উত্তরপাড়া গ্রামে আগুনের ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: নবাবগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৩টি বাড়ি ও ৮টি গরু
এলাকাবাসী জানায়, নলডাঙ্গা উপজেলার বাসিলা উত্তরপাড়া গ্রামের খলিলুর রহমানের বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। ঘনবসতিপূর্ন কাঁচা ঘরবাড়ি হওয়ায় মুহূর্তেই পূরো গ্রামে ছড়িয়ে পড়ে আগুন।
খবর পেয়ে নাটোরের দুইটি সহ রাজশাহী বাগমারা ও নওগাঁর আত্রাই থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও পুড়ে যায় গ্রামের অন্তত ৩০টি বাড়ি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তার ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেন।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা একেএম মুর্শেদ জানান, তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।
আরও পড়ুন: বঙ্গবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য ঈদ উপহার হিসেবে ৯ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীর
মার্কেটে অগ্নিকাণ্ডের পেছনে সরকারের হাত রয়েছে: ফখরুল
১ বছর আগে
চাঁদপুরে অগ্নিকাণ্ডে ৭০ দোকান ভস্মিভূত
চাঁদপুরের হাইমচরের চরভৈরবী লঞ্চঘাট সংলগ্ন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের ৭০টি দোকান ভস্মিভূত হয়ে গেছে। বৃহস্পতিবার ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
চাঁদপুর ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক শাহীদুল আলম জানান, বৃহস্পতিবার ভোরে একটি খাবারের হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে ছোট-বড় ৭০টি দোকান পুড়ে যায়।
আরও পড়ুন: গাজীপুরে ঝুটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
তিনি জানান, খবর পেয়ে হাইমচর ফায়ার স্টেশন ও রায়পুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টা চালিয়ে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণ আনে। এর আগে আগুন নেভাতে গিয়ে স্থানীয় প্রায় ১৫ জন আহত হন। তারা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
২ বছর আগে