ফাইনালিস্ট
মাস্টারশেফ অস্ট্রেলিয়ার ফাইনালিস্ট কিশোয়ার অস্ট্রেলিয়ান হাই কমিশনে সম্মানিত
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুর বাংলাদেশি-অস্ট্রেলিয়ান মাস্টারশেফ অস্ট্রেলিয়ার গ্র্যান্ড ফাইনালিস্ট কিশোয়ার চৌধুরীর সম্মানে এক সংবর্ধনার আয়োজন করেছেন।
বুধবার অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে অস্ট্রেলিয়ানদের কাছে বাংলাদেশি সংস্কৃতি এবং খাবারের সমৃদ্ধি প্রচারে কিশোয়ার চৌধুরীর সাফল্য উদযাপন করা হয়।
হাইকমিশনার বলেন, হাইকমিশনার বলেন, অস্ট্রেলিয়ায় বাংলাদেশ সম্পর্কে ভাল ও পূর্ণাঙ্গ ধারণা প্রচারে কিশোয়ারের চেয়ে খুব কম মানুষই বেশি কিছু করেছেন। এর মধ্যে রয়েছে বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে অসামান্য অর্জনও। সমৃদ্ধ ও বৈচিত্র্যময় বহুসংস্কৃতির দেশ অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের সম্পর্কে ধারণা তৈরির ক্ষেত্রেও সহায়তা করেছেন কিশোয়ার।
আরও পড়ুন: নারী দিবসে ৩ সম্মাননা পেলেন বিশ্বজয়ী বাংলাদেশি পর্যটক নাজমুন নাহার
অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা, জ্যেষ্ঠ কূটনীতিক, ব্যবসায়িক ও এনজিও প্রতিনিধি এবং তরুণ নারী শেফরা উপস্থিত ছিলেন।
অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকীতে অস্ট্রেলিয়ান হাই কমিশনের অব্যাহত উদযাপনের অংশ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আরও পড়ুন: ঝালকাঠিতে প্রয়াত ৩ ভাষা সৈনিককে সম্মাননা প্রদান
কৃষিতে আজীবন সম্মাননা পেলেন কৃষিমন্ত্রী
২ বছর আগে