গেরিলা
স্বাধীনতা দিবসের বিশেষ নাটক ‘নিহত নক্ষত্র’
মুক্তিযুদ্ধের সময়ে গেরিলা যোদ্ধা শহীদ আজাদের ঘটনা নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘নিহত নক্ষত্র’। সঞ্জয় সমদ্দারের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, সাবেরী আলম, মনিরা মিঠুসহ অনেকে।
স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ (শনিবার) রাত ৮টা আরটিভিতে প্রচারিত হবে নাটকটি।
নাটকের গল্পে দেখা যাবে, ত্রিপুরার মেলাঘর থেকে আগস্টের প্রথম সপ্তাহে দলটি পূর্ব পাকিস্তানে ঢোকে। দলের নাম ক্র্যাক প্লাটুন । তাদের মূল পরিকল্পনা ছিল ২ নং সেক্টরের অন্তর্ভুক্ত সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশন উডিয়ে দেয়া। ব্রিগেডিয়ার মেজর খালেদ মোশাররফের পরিকল্পনায় এই অপারেশনটির জন্য দলটিকে এক মাস ধরে ট্রেইন করা হয়।
নাটকের গল্প এভাবেই এগিয়ে যায়। এক সময় আজাদ মারা যায়। কবে, কোথায়, কিভাবে তার মৃত্যু হয়, সেই খবর তার স্নেহময়ী মা জানতে পারেন না। সুদীর্ঘ ১৪ বছর শহীদ আজাদের মা ভাত খেতে পারেন নি। আরাম করে শুতে পারেননি বিছানায়। প্রতীক্ষায় ছিলেন, হয়ত আজাদ মারা যায়নি। হয়ত সে তার চিরচেনা হাসিমুখ নিয়ে ফিরবে।
আরও পড়ুন: জনপ্রিয় বাঙালি অভিনেতা অভিষেক চ্যাটার্জি আর নেই
আবারও জয়া আহসানের হাতে ‘ব্ল্যাক লেডি’
২ বছর আগে