স্টার লাইন
কুমিল্লায় বাসের ধাক্কায় মাইক্রোবাসের সব যাত্রীর মৃত্যু
কুমিল্লার চৌদ্দগ্রামে মাইক্রোবাসে যাত্রীবাহী বাসের ধাক্কায় নারী ও শিশুসহ চারজন নিহত হয়েছে।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নানকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান নাজমুল হুদা জানান, সকাল ৬টার দিকে মহাসড়কের নানকরা এলাকায় ঢাকাগামী স্টার লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়।
এ ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য।
নিহতদের লাশ মিয়াবাজার হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি বলে জানান ওসি।
৪৬৬ দিন আগে
ফেনীতে স্টার লাইন ফুড কারখানায় আগুন
ফেনীর স্টার লাইন ফুড কারখানায় শুক্রবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচাল পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী বলেন, দুপুর পৌনে ২টার দিকে ফেনীর কাশিমপুর এলাকায় স্টার লাইন ফুড কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আরও পড়ুন: গাজীপুরে ঝুটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
তিনি জানান, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
১৩৬২ দিন আগে